কম্পিউটার নলেজটিউটোরিয়াল ভিডিওটেক নলেজ

কম্পিউটার কেনার আগে জেনে নিন, Computer Buying Guide

কম্পিউটার কেনার আগে যা জানা প্রয়োজন

এই পোষ্টে কম্পিউটার কেনার আগে জেনে নিন যা বিশেষভাবে জানতে হয়ে থাকে। পোষ্টটি পড়লে কম্পিউটারের পার্টস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। (Computer Buying Guide)

কম্পিউটার যে আধুনিক প্রযুক্তির একটি সর্বশ্রেষ্ঠ যন্ত্র এতে কোন সন্দেহ নেই কারো মনেই। তাই সবারই মনে ইচ্ছা থাকে একটা কম্পিউটার কেনার জন্য কিন্তু একটা ভালো কম্পিউটার কেনার জন্য কম্পিউটার সম্পর্কে কিছু বিষয় জানা প্রয়োজন হয়। আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের সেইরকম কিছু বিষয়ই জানবো।

কম্পিউটার কেনার আগে যা জানা প্রয়োজন-

কম্পিউটার কেনার সময় প্রথমেই কয়েকটি জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবেঃ

যেখান থেকে কম্পিউটারটি কিনছেন সেই দোকান ক্রেতাদের কীরূপ গ্রাহক সেবা দেয়। এক্ষেত্রে পরিচিত হলে বেশি সাহায্য করতে পারে।

বাজারে অনেক সময় খোলা হার্ডওয়্যার পাওয়া যায়। কখনোই এগুলো এসব কিনবেন না না জেনে। কারন হিসেবে একটা কথাই যথেষ্ট এই সব সময় খেয়াল রাখতে হবে যেকোন কিছুরই নকল পন্য হয়ে থাকে।

আপনি কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট না হলে কমছে কম Processor, Main board, RAM, HDD, Graphics Card, Casing,  একই দোকান থেকে কিনবেন। তারাই এগুলো ভাল করে সঠিকভাবে configure করে দিবে, মানে একটা যন্ত্রাংশের সাথে আরেকটি মিল রেখে দিবে।

কম্পিউটার কেনার আগে জেনে নিন

এখন এই পোষ্টে আমি কম্পিউটারের মূল প্রত্যেকটি আলাদা পার্টস সম্পর্কে বলবো এবং এগুলো কেনার সময় কী কী বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয় সে সম্পর্কেও বলবো।

এক নজরে দেখে নিন নিম্নে পোষ্টে কি কি পয়েন্ট নিয়ে আলোচনা হলোঃ

  • প্রসেসর (Processor):
  • মাদারবোর্ড বা মেইনবোর্ড (Motherboard / Main board):
  • মনিটর (Monitor):
  • র‌্যাম (RAM):
  • হার্ডডিস্ক Hard Disk Drive (HDD):
  • কেসিং (Casing):
  • ডিভিডি রাইটার অথবা সিডি প্লেয়ার (DVD writer / CD player):
  • গ্রাফিক্স কার্ড (Graphics Card):
  • কী-বোর্ড (Key Board ):
  • মাউস(Mouse)
  • ইউপিএস (UPS )
  • Speaker বা স্পিকার: 

উপরে পয়েন্ট আকারে দেখানো পার্টগুলো কম্পিউটার তৈরি করতে দরকার হয়। বা এই পার্টসগুলো মূলত কম্পিউটারে থাকে। নিম্নে এই পার্টস গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। কোন ধরনের পার্টস কিনতে হয় তাও জানতে পারবেন।

কম্পিউটার প্রসেসর কোনটি ভালো

প্রসেসর (Processor): কম্পিউটারের প্রধান পার্টস হিসেবে যাকে ধরা হয় তা হলো প্রসেসর। এটিই কম্পিউটারের সকল কাজ করে থাকে। মূলত একেই CPU (Central Processing Unit) বলে। প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল Intel। বাংলাদেশে ইনটেল এর প্রসেসরই বেশি চলে থাকে।

প্রসেসর এর সিরিজ কি সেটা খেয়াল করতে হবে। সিরিজ যত উন্নত হবে স্পিড তত বেশি হবে। প্রসেসর এর সিরিজ এর মধ্যে Core i3, Core i5 এবং Core i7 জনপ্রিয় । তারপর এই প্রসেসর আবার জেনারেশন আছে জেনারেশন যত বেশি হবে প্রসেসর তত উন্নত বা শক্তিশালি হবে।

কম্পিউটার মাদারবোর্ড পরিচিতি

মাদারবোর্ড বা মেইনবোর্ড (Motherboard / Main board): কম্পিউটারের সকল যন্ত্রাংশ যুক্ত করার জন্য মাদারবোর্ড এর দরকার হয়। এই মেইনবোর্ড বা মাদারবোর্ড যে নামেই ডাকেন না কেন এই মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হলঃ Gigabyte, Intel, Asus ইত্যাদি। মেইনবোর্ডটি (Main board)  অবশ্যই প্রসেসর সাপোর্টেড হতে হবে।

মনিটর সম্পর্কে তথ্য

মনিটর (Monitor): কম্পিউটারের প্রধান আউটপুট হিসেবে মনিটরকেই ধরা হয়। কম্পিউটারের যন্ত্রাংশের মাধ্যমে যা কর্মই হোক তা মনিটরের মাধ্যমে প্রকাশ পায় মানে দেখতে পাওয়া যায়।মনিটর কেনার সময় যে ব্র্যান্ড গুলো থেকে বা যে কোম্পানীর মনিটর কিনতে পারেন তা হলোঃ Samsung, LG, Asus, HP, Philips ইত্যাদি। মনিটর কেনার সময় লক্ষ্য রাখবেন:

মনিটর দুই ধরনের হয়ে থাকে, LCD (Liquid Cristal Display) /LED (Light Emitting Diode) মনিটর। আপনার প্রয়োজন অনুযায়ী তা সিলেক্ট করবেন।

LCD মনিটর গুলো সাধারণত স্কয়ার এবং ওয়াইড স্ক্রিন এর এই দুই ধরনের হয়ে থাকে। আপনার কজের প্রয়োজন অনুসারে আপনি তা সিলেক্ট করতে পারেন।

তুলনামূলক ভাবে সবথেকে LED মনিটরে ভালো ছবি দেখা যায়। তাছাড়াও LED মনিটর দেখতেও সাচ্ছন্দ্য বোধ হয়ে থাকে।

মনিটর বিভিন্ন সাইজেরও হয়ে থাকে আপনার প্রয়োজন অনুসারে স্ক্রিন সাইজও সিলেক্ট করতে পারেন। বর্তমানে অনেক মনিটরেই Built-in TV Tuner থাকে মানে একই সাথে কম্পিউটারের মনিটর এবং টিভি দেখার কাজও করবে এগুলো। যদি TV Tuner না থাকে তাহলে প্রয়োজন হলে আপনি পৃথকভাবে TV Tuner কিনতেও পারবেন।

কম্পিউটার র‌্যাম সম্পর্কে জানুন

র‌্যাম (RAM): কম্পিউটারের স্পিড বৃদ্ধিতে RAM সাহায্য করে থাকে। র‌্যাম এর জন্য ভালো ব্র্যান্ড হচ্ছেঃ Transcend, Twinmos ইত্যাদি। RAM কেনার সময় যা খেয়াল রাখবেন তা হলোঃ

র‌্যামের পরিমাণ যত বেশি হবে কম্পিউটারের স্পিড তত বাড়বে। 4 GB RAM এর স্পিড ভাল কিন্তু ৮ জিবি হলে আরো ভাল হয় চাইলে ১২ জিবি র‌্যামও ব্যবহার করতে পারেন। তবে সাধারণত এখন বেশির ভাগই মানুষ ৮ জিবিই ব্যবহার করে থাকে। ৮জিবি হলে আপনি গ্রাফিক্স এর কাজ সহ এধরনের ভারী কাজগুলো করতে পারবেন।

কম্পিউটারের হার্ডডিস্ক সম্পর্কে জানুন

হার্ডডিস্ক Hard Disk Drive (HDD): কম্পিউটারের মধ্যে আপনি যেকোন কোন ফাইল বা ডকুমেন্ট জমা রাখতে চান তা এই হার্ডডিস্কেই জমা রাখতে হয়। হার্ডডিস্ক এর ভালো ব্র্যান্ড হচ্ছেঃ Samsung, Transcend ইত্যাদি।

হার্ডডিস্ক কেনার সময়  যা লক্ষ্য রাখবেন তা হলোঃ

হার্ডডিস্ক এর স্টোরেজ ক্ষমতা যত বেশি হবে তত  বেশি তথ্য জমা রাখতে পারবেন। ১ টেরাবাইটের হার্ডডিস্ক নিতে পারেন।

হার্ডডিস্ক এর RPM (Revolutions Per Minute) বেশি হলে এর ডাটা ট্রান্সফার রেট বেশি হবে।

এসএসডি কার্ড: এখন বর্তমানে কম্পিউটারের হার্ডডিস্ক এর পাশাপাশি এসএসডি কার্ডও পাওয়া যায়। এই এসএসডি হলো হার্ডডিক্স এর মতোই কাজ করে। কিন্তু বর্তমানে শুধু এসএসডি এর স্টোরেজ কম হওয়াতে অনেকেই এসএসডির পাশাপাশি হার্ডডিক্সও ব্যবহার করে। মানে একটি হার্ডডিক্স ও আরেকটি এসএসডি কম্পিউটারে ব্যবহার করে। এসএসডি ব্যবহার করার কারন হলো- এটি কম্পিউটারে ব্যবহার করলে কম্পিউটার ফাস্ট কাজ করে। আপনার কম্পিউটারটিতে যদি এসএসডি ব্যবহার করে সেটিতে উইন্ডোস সেটাপ দেন মানে সি ড্রাইভটি এসএসডি রাখেন আর হার্ডডিক্সটি স্টোরেজ এর জন্য রাখেন তাহলে আপনার কম্পিউটারটি অনেক ফাস্ট থাকবে।

কম্পিউটারের কেসিং সম্পর্কে জানুন

কেসিং (Casing): কম্পিউটার তৈরি করতে কেসিং হল Main board, HDD, র‌্যাম সহ সকল যন্ত্রাংশ এটার ভিতরে সাজিয়ে রাখবে এবং এই কেসিং এর মাধ্যমেই একটার সাথে একটা জয়েন দিবে যেটাকে আমরা বক্স আকারে দেখে থাকি। কেসিং কেনার সময় এতটা ভাল ব্র্যান্ড প্রয়োজন হয় না। তবে Gigabyte,  Mercury এর কেসিং গুলো ভালো হয়ে থাকে।আর কেসিং এর সাথেই পাওয়ার সাপ্লাইও থাকে চাইলে ভাল ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইও কিনে নিতে পারেন।

কম্পিউটারের ডিভিডি রাইটার

ডিভিডি রাইটার অথবা সিডি প্লেয়ার (DVD writer / CD player): কম্পিউটারের জন্য চাইলে ডিভিডি রাইটার অথবা সিডি প্লেয়ার কিনতে পারেন। তবে এখন আর এগুলো বেশি একটা লাগে না সবকিছুই পেনড্রাইভের মাধ্যমেই করা যায় বা অন্যান্য ভাবে সিডি ডিভিপির কাজ মানুষ করে ফেলে তাই এগুলো এতটা এখন গুরুত্বপূর্ণ নয়। তবে যদি কিনতেই হয় তাহলে ডিভিডি প্লেয়ার কিনতে পারেন কারন দুইটার মূল্যে পার্থক্য খুবই কম। CD player, DVD play করতে পারেনা, কিন্তু DVD player, CD play করতে পারে আবার ডিভিডি দিয়ে রাইটিং করতে পারবে কিন্তু সিডি প্লেয়ার দিয়ে কোন কিছু রাইট করতে পারবেন না।

কম্পিউটারের গ্রাফিক্স কার্ড কি

গ্রাফিক্স কার্ড (Graphics Card): কম্পিউটারে ভালো গেম খেলার  জন্য বা ভারী কোনা কাজ করার জন্য বা গ্রাফিক্স ডিজাইনিং এর কাজের জন্য ভালো গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয়। নরমাল কাজের জন্য গ্রাফিক্স কার্ড দরকার হয় না। গ্রাফিক্স কার্ড এর মধ্যে ভালো ব্র্যান্ড হল: Asus, Gigabyte ইত্যাদি হয়ে থাকে।

আপনার যদি কোন নির্দিষ্ট গেম এর জন্য গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয় বা নির্দিষ্ট কোন সফটওয়্যার দিয়ে কাজ করতে চান তবে সেই সফটওয়্যারের রিকুরমেন্ট অনুসারে নির্দিষ্ট চিপসের গ্রাফিক্স কার্ড কিনুন।

কম্পিউটার কী-বোর্ড

কী-বোর্ড (Key Board ): কম্পিউটারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুইটা ইনপুট ডিভাইস এর মধ্যে কী-বোর্ড হলো একটি। কী-বোর্ড এর জন্য ভালো ব্র্যান্ড হলঃ A4Tech, Deluxe, Mercury ইত্যাদি। কীবোর্ড কেনার সময় লক্ষ্য করবেন বাংলা অক্ষর রয়েছে কিনা, কেননা যারা বাংলা জানেন না বা কী-বোর্ডে না দেখে টাইপ করতে পারেন না তাদের জন্য বাংলা অক্ষর থাকলে সুবিধা হবে।  

কম্পিউটার মাউস

মাউস (Mouse): কম্পিউটারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হল মাউস। এর ভালো ব্র্যান্ড হল: A4Tech, Mercury ইত্যাদি।

ধরতে সুবিধা হয় এমন মাউসই কিনবেন আশা করি।

কম্পিউটার চালনায় ইউপিএস

ইউপিএস (UPS ): বাংলাদেশের প্রেক্ষাপটে কম্পিউটারের জন্য UPS ব্যবহার করা অপরিহার্য। কারন আমাদের দেশে লোডশেডিং বেশি হয় আর বার বার বিদ্যুৎ চলে গেলে কম্পিউটার যখন নিজে থেকে শাটডাউন না দেওয়া হয় যদি লোডশেডিং এর জন্য পিসি অফ হয়ে যায় তাহলে কম্পিউটারের ক্ষতি হয়ে থাকে। তাই UPS কেনা খুবই গুরুত্বপূর্ন ব্যাপার। তবে প্রথমে যদি বাজেট না থাকে তাহলে কম্পিউটার কেনার পরে আস্তে আস্তে কিনে ফেলাই উচিত।

আবার ইউপিএস দুই ধরনের হয়ে থাকে- Online UPS এবং Offline UPS, অনলাইন ইউপিএস দামে বেশি হয়ে থাকে চাইলে সাধারণত মানুষ অফ লাইন ইউপিএসই কিনে থাকে। তবে সবচেয়ে ভাল অনলাইন ইউপিএস। আবার ইউপিএস কেনার সময় Back-up time কতক্ষন দেয় জেনে ও দেখে নিতে পারেন। সাধারণত UPS এর Back-up time ২০-২৫ মিনিট হয়ে থাকে।

কম্পিউটারের জন্য স্পিকার

স্পিকার (Speaker) : কম্পিউটারের আরেকটি আউটপুট ডিভাইস হলো স্পিকার। এই স্পিকার দিয়েই আপনি কম্পিউটারের যেকোন ধরনের শব্দ শুনতে পারবেন যেমন- গান। স্পিকারের জন্য ভালো ব্র্যান্ড হল Creative, Microlab, Logitech ইত্যাদি, চাইলে ভাল ব্র্যান্ডেরও নিতে পারেন আবার সস্তায়ও নিতে পারেন।

?আরো জানুন- কম্পিউটার কিনতে কত টাকা লাগবে

কম্পিউটার কেনার আগে কি কি বিষয় আমাদের জানা উচিত তা এই পোষ্টের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। যদি লেখাটি ভাল লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং এই ওয়েবসাইটটিকে আপনার ব্রাউজারে সেভ করে রাখতে পারেন যেন পরবর্তীতে এ ধরনের আরো ইনফরমেশন টাইপের লেখা পড়তে পারেন। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। আল্লাহ হাফেজ।

কম্পিউটার কেনার আগে ভিডিওটি দেখুন-

কম্পিউটার কেনার আগে

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

2 Comments

  1. কম্পিউটার সম্পর্কে ভাল একটা ধারনা পাওয়া গেল এই পোষ্টটি পড়ার মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker