ওয়েবসাইট নলেজকম্পিউটার নলেজটেক নলেজসফটওয়্যার

১০টি ফ্রি কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার

আজকে আমরা ১০টি ফ্রি কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার সম্পর্কে জানব যা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে অবশ্যই ইন্সটল থাকা দরকার।

কম্পিউটারে যে কোন কাজ করার জন্য আমাদেরকে সফটওয়্যারের সাহায্য নিতে হয়। আর এই সফটওয়্যার কম্পিউটারে ইন্সটল করার জন্য কিছু সফটওয়্যার কিনে নিতে হয় বা কিছু ধরনের সফটওয়্যার ফ্রিতেও পাওয়া যায়। আজকে আমরা যে সফটওয়্যার সম্পর্কে জানবো সেগুলো আমাদের দৈনন্দিন দরকার হয়ে থাকে।

তবে চলুন নিম্নে জেনে নেই ১০টি ফ্রি কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার সমূহ সম্পর্কেঃ-

১. Opera

আমাদের লিস্টে প্রথমেই রাখা হলো Opera ব্রাউজারকে। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি আমরা প্রায় সবাই জানি গুগল ক্রোম বা ফায়ার ফক্স এর দ্বারা ইন্টারনেট ব্যবহার করি, এ দুইটি ব্রাউজারও ফ্রিতে ব্যবহার করা যায় তবে আপনি যদি Opera ব্যবহার করেন তাহলে আরো কিছু সুবিধা পেয়ে যাবেন, যেমন  এই ব্রাউজারে বিল্ট ইন ভিপিএন পাবেন যার মাধ্যমে খুব সহজেই ব্লকড সাইট গুলোর লোকেশন লোকাতে পারবেন। রিসোর্স কম নেয়। গুগলক্রোম এর এক্সটেনশন গুলোও এখানে পেয়ে যাবেন।

২. JDownloader

আমাদের প্রায় সময় ইন্টারনেট এর থেকে ভিডিও অডিও ডাউনলোড করার প্রয়োজন পরে থাকে। আর এসব ডাউনলোড করার জন্য একটি ডাউনলোডার দরকার হয়। যদিও IDM ডাউনলোডারটি অনেক ভাল হয়ে থাকে তবে এটি ফ্রিতে পাওয়া যায় না। JDownloader সফটওয়্যারটি ঠিক IDM ডাউনলোডারটির মতই। আমাদের ডাউনলোডারের দরকারে ফ্রিতে JDownloader টি ব্যবহার করতে পারি।

৩. LibreOffice

আমরা যারা কম্পিউটারের কাজ করি তারা সবাই জানি জানি মাইক্রোসফট অফিস এপ্লিকেশন সফটওয়্যারটি প্রয়োজনীয়তা কতটুকু হতে পারে। তবে যদি আমরা এই এপ্লিকেশনটি অনেকভাবে যোগার করে ফেলি বলে বুঝতে পারি না এটি একটি পেইড সফটওয়্যার। অফিস এপ্লিকেশন এর বিকল্প হিসেবে আমরা কিন্তু LibreOffice সফটওয়্যারটি ব্যবহার করতে পারি যা কিনা অফিস এপ্লিকেশন সফটওয়্যারের মতই কাজ করবে।

৪. VLC Media Player

আমাদের কম্পিউটারে যেকোন অডিও ভিডিও দেখার বা শোনার জন্য একটি মিডিয়া প্লেয়ার কম্পিউটারে ইন্সটল করতে হয়। যার মাধ্যমে আমরা অডিও বা ভিডিও দেখতে বা শুনতে পারি। মিডিয়ার প্লেয়ার হিসেবে খুবই জনপ্রিয় হলো VLC Media Player যা আমরা অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করতে পারি।

আরো জানুন- ৫টি ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়ার, Free download manager

৫. GIMP

ফটো ইডিটিং এর জন্য ফটোশপ সফটওয়্যার এর কোন তুলনা হয় না। কিন্তু অনেকেই হয়তো জানে না এই ফটোশপ সফটওয়্যারটি কিনে ব্যবহার করতে হয়। কিন্তু ফটোশপ সফটওয়্যারটি কিনে ব্যবহারও করা যায় না এটিকে মাসিক চার্জ দিয়ে ব্যবহার করার নিয়ম রয়েছে। যদিও আমাদের দেশগুলোতে যেকোন ভাবে মানুষ ব্যবহার করে থাকি। তবে আপনি ফটোশপের অল্টারনেটিভ হিসেবে GIMP সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন যা একদম ফ্রিতে পেয়ে যাবেন অনলাইনে। GIMP বা গিম্প একটি ফ্রি  ওপেন সোর্স ফটো এডিটিং সফটওয়্যার।

৬. Kaspersky Security Cloud – Free

কম্পিউটারের নিরাপত্তার জন্য আমাদেরকে একটি এন্টিভাইরাস এর দরকার হয়ে থাকে। আমাদের কম্পিউটারের কাজগুলো যদি বিশেষ জরুরী না হয়ে থাকে তাহলে ফ্রিতে Kaspersky Security Cloud Free ইন্টিভাইরাস সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আর যদি আপনার কাজের মূল্যায়ন অনেক বেশি হয় তাহলে পেইড একটি এন্টিভাইরাস ব্যবহার করতে পারেন।

আরো জানুন-৫টি ফ্রি এন্টিভাইরাস, ভাইরাস স্ক্যানার ওয়েবসাইট টুলস

৭. Revo Uninstaller

খুবই দরকারী প্রয়োজনীয় একটি ফ্রি সফটওয়্যার হলো Revo Uninstaller। এই সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজে যেকোন সফটওয়্যার আনইন্সটল করে ফেলা যায় এবং সেই সাথে সফটওয়্যারের যেসমস্ত লেফটওভার ফাইল থাকে সেই ফাইল গুলোও অটোমেটিক খুজে নিয়ে ডিলেট করে দেয়, যা আমরা নিজে থেকে আনইন্সটল করলে হয় না কিছু ফাইল রয়ে যায় সি ড্রাইভে। অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল গুলো ডিলেট করে ড্রাইভের স্পেস খালি রাখতে সাহায্য করে।

৮. 7-Zip

আমাদের অনেক প্রয়োজনে কম্পিউটারের মাঝে ফোল্ডার জিপ আকার করার দরকার হয়ে থাকে। অথবা জিপ ফোল্ডার আনজিপ করার প্রয়োজন হয়ে থাকে। 7-Zip সফটওয়্যারটি একদম ফ্রিতে অনলাইনে পেয়ে যাবেন, যেটি কম্পিউটারে ইন্সটল করার মাধ্যমে যেকোন Zip file, Rar ফাইল  এক্সট্রাক্ট করা যাবে ও Zip file, Rar ফাইল  তৈরি করা যাবে।

৯. Audacity

আপনি যদি কম্পিউটারে আপনার কথা রেকর্ড করতে চান বা অডিও রেকর্ড করতে চান আর সেই অডিওকে ইডিট করতে চান তাহলে একদম ফ্রিতে Audacity সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারটি অনেক অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার।

১০. CCleaner

আমরা যখন কম্পিউটারে যেকোন ধরনের কাজ করে থাকি তখন আমাদের এই কম্পিউটারে বিভিন্ন জাঙ্ক, ক্যাশে, টেম্পোরারি ফাইল বা আনউসড ফাইল তৈরি হয়ে থাকে। এই ফাইল গুলো ডিলেট করে কম্পিউটারের গতি বাড়ানোর জন্য ফ্রিতে CCleaner সফটওয়্যারটি ব্যবহার করতে পারি। অনলাইন থেকে ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করে মাঝে মধ্যে এই CCleaner সফটওয়্যার দ্বারা কম্পিউটারটি পরিস্কার করে রাখলে আমাদের কম্পিউটারটি ভাল থাকবে।

শেষ কথা হলোঃ-

অনলাইনে Ninite নামের একটি ওয়েবসাইট আছে যারা ফ্রি সফটওয়্যার গুলো একসাথে ডাউনলোড করতে চান তারা এই ওয়েবসাইটে গিয়ে সবগুলো সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন।

আশা করি আজকের এই আর্টিকেল এর মাধ্যমে কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার সম্পর্কে জানতে পারলেন। এবং কম্পিউটার সফটওয়্যার পরিচিতি পেলেন। যদি লেখাটি ভাল লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে উৎসাহ দিতে পারেন। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker