টিন সার্টিফিকেট হারিয়ে গেলে তথ্য ভুলে গেলে বের করার উপায়
এই পোষ্টে টিন সার্টিফিকেট হারিয়ে গেলে তথ্য ভুলে গেলে বের করার উপায় সম্পর্কে জানুন। অনলাইনের মাধ্যমে টিন সার্টিফিকেটের ভুলে যাওয়া তথ্য বের করুন। টিন সার্টিফিকেট রিকভার করার সব কৌশল।
টিন সার্টিফিকেট হারিয়ে গেলে বা টিন সার্টিফিকেট এর ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গেলে অথবা সকল তথ্য ভুলে গেলে কিভাবে অনলাইনের মাধ্যমে টিন সার্টিফিকেট উদ্ধার করব সেটাই আজকে পরিপূর্ণভাবে জানানোর চেষ্টা করব। আমরা যদি অনেক আগে ই-টিন রেজিষ্ট্রেশন করে থাকি পরবর্তীতে টিন সার্টিফিকেট এর আইডি পাসওয়ার্ড ভুলে যায়, তখন আমরা অনলাইনের মাধ্যমে টিন সার্টিফিকেটটি বের করতে পারি না বা টিন সার্টিফিকেটটি পাওয়া সম্ভব হয় না। আজকে আমরা জানবো টিন সার্টিফিকেটের ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেলেও কিভাবে টিন সার্টিফিকেটটি পাওয়া সম্ভব হয়। টিন সার্টিফিকেটের ইউজার আইডি পাওয়ার্ড রিকভারি করার নিয়ম (tin certificate recovery) ও টিন সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে রিকুভারি করার সকল কৌশল সম্পর্কে জানব (tin certificate recovery process online)।
টিন সার্টিফিকেট হারিয়ে গেলে তথ্য ভুলে গেলে বের করার উপায়
শুরুর পদক্ষেপ–
ই-টিন সার্টিফিকেট রিকুভারি (e-tin certificate recovery) করার জন্য প্রথমেই টিন সার্টিফিকেট এর ওয়েবসাইট secure.incometax.gov.bd এ ঠিকানায় যেতে হবে।
দ্বিতীয় পদক্ষেপ–
তার পর ওয়েবসাইটের মেনু বারে দেখুন লেখা আছে হোম লগিং রেজিষ্টার এক্টিবেশন কোড ফরগেট পাসওয়ার্ড ও থার্ড পার্টি ভেরিফিকেশন (Home, Login, Register, Activation Code, Forgot Password, Third Party Verification)।
এখান থেকে ফরগেট পাসওয়ার্ড (Forgot Password) এ ক্লিক করুন। তারপর এখানে দুইটি অপশন থাকবে একটি হলো Forgot My User Name আরেকটি হলো Forgot My Password, আপনার যদি User Name জানা থাকে তাহলে শুধু পাসওয়ার্ড রিকুভার করার জন্য Forgot My Password এ যান, আর যদি User Name ও Password কোনটাই না জানেন তাহলে Forgot My User Name এই অপশনটিতে টিক দিয়ে Next এ ক্লিক করে পরবর্তী পেইজে যান।
এরপর দেখুন Country : Bangladesh দেওয়া আছে ও Mobile নাম্বার দেওয়ার অপশন আছে সেখানে মোবাইল নাম্বারটি দিন এবং Verification letters যেটি আছে সেটি দেখে দেখে লিখে দিন তারপর Next এ ক্লিক করে পরবর্তী ধাপে যান।
এখনের ধাপটিতে একটি সিকিউরিটি প্রশ্নের উত্তর চাবে এই উত্তরটি দিন। টিন সার্টিফিকেট খুলার সময় এই প্রশ্নের উত্তরটি দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে এখন আপনার কাছে জানতে চাইবে। কেউ হয়তো কি রং পছন্দ সেটি দেয় আবার কেউ হয়তো গ্রামের নাম দেয়, কেউ শিক্ষকের নাম দেয়, কেউ পছন্দের প্রাণীর নাম দেয়। তো আপনি যে নামটি দিয়েছিলেন সেটা দেওয়ার চেষ্টা করতে হবে।
যদি মনে না থাকে তাহলে বিভিন্ন ভাবে দিয়ে চেষ্টা করুন এবং সেন্টমি পাসওয়ার্ড এ ক্লিক করুন। এখন আপনার মোবাইলে একটি ৬ ডিজিটের পিন কোড পাঠানো হয়েছে সেটি পরবর্তী ধাপে দিন এবং আপনার মোবাইল নাম্বারটি আবার টাইপ করে দিন। তারপর সাবমিট এ ক্লিক করুন। সাবমিট এ ক্লিক করার সাথে সাথেই আপনার ইউজার নেইমটি পেয়ে গেলেন। এবার ইউজার নেইমটি কপি করে বা কোন জায়গায় লিখে রাখুন।
তৃতীয় পদক্ষেপ–
যেহেতু আমরা User Name পেয়ে গেছি তাই এই ধাপে আপনাকে পাসওয়ার্ড রিকুভারি করতে হবে। পাসওয়ার্ড রিকুভারি করার জন্য প্রথমে Forgot Password এ ক্লিক করব, তারপর Forgot My Password এটিতে ক্লিক করব, তারপর Next এ যাব, এরপর আগে যে ইউজার নেইমটি পেয়েছিলাম সেটি এখন দিয়ে দেব ইউজার আইডি অপশনটিতে। এরপর Verification letters গুলো দেখে দেখে নিচের বক্সে লিখে দিয়ে Next এ যাব।
এবার আবার ভেরিফিকেশন পিন চলে গেছে আমাদের মোবাইলে এখন আবার ৬ ডিজিটের পিনটি টাইপ করে রিকুভার মাই একাউন্ট এ ক্লিক করে দেব। এখানের স্টেপে আমরা নতুন একটি পাসওয়ার্ড দেব যেটি আমাদের মনে থাকবে, দুই বার পাসওয়ার্ড টাইপ করার পর সাবমিট এ ক্লিক করব। এবার আমাদের পাসওয়ার্ডও নিজের মত হয়ে গেল।
চথুর্ত পদক্ষেপ–
এখন আমরা ই-টিন সাটিফিকেট এর এই ওয়েবসাইট থেকে লগিং অপশনে যাব, আমরা যেহেতু ইউজার নেইম পেয়েছি প্রথমেই আর এখন নতুন করে পাসওয়ার্ড সেট করেছি, তাই লগিং অপশনে গিয়ে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে আমাদের একাউন্টে প্রবেশ করব।
এবার লগিং করার পর বাম পাশে দেখবো ভিউ টিন সার্টিফিকেট (view tin certificate) লিখা আছে সেটিতে ক্লিক করব, ক্লিক করার পরই আমাদের টিন সার্টিফিকেটটি ওপেন হয়ে যাবে, এবার সার্টিফিকেট এর নিচে লিখা আছে সেভ সার্টিফিকেট (Save Certificate) সেটিতে ক্লিক করে ডাউনলোড করে নিব। টিন সার্টিফিকেট ডাউনলোড করার পর প্রিন্ট দেব বা কাউকে পাঠাতে চাইলে পাঠাতে পারবো।
শেষ পদক্ষেপ–
যদি কোন ভাবেই টিন সার্টিফিকেট রিকুভারি করতে না পারেন, আপনার মোবাইল নাম্বার হারিয়ে যায়, সিকিউরিটি প্রশ্নের উত্তর মনে নেই বা কোন ভাবেই টিন সার্টিফিকেটটি উদ্ধার করতে পারতেন না তাহলে ই-টিন সার্টিফিকেট এর ওয়েবসাইটে গেলে একদম নিচে দেখবেন – National Board of Revenue (NBR), Helpline: 09611-777111 or 333 Email:info@incometax.gov.bd এই তিনটি লিখা আছে এখান থেকে তাদের মোবাইল নাম্বার নাম্বারটি নিতে হবে, এই নাম্বারে অফিস টাইমে যোগাযোগ করে আপনার সমস্যার কথা বলতে পারেন এবং যোগাযোগ করার সময় আপনার হাতের কাছেই ভোটার আইডি কার্ডটি রাখুন কারন আপনাকে তারা আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি জানতে চাইবে। তখন তারা আপনার সার্টিফিকেট পাওয়ার যত উপায় আছে করে দিবে।
সবশেষ কথাঃ
আশা করি যাদের টিন সার্টিফিকেট হারিয়ে গেছে বা অনলাইন থেকে টিন সার্টিফিকেট বের করতে পারেন না, তিনিদের জন্য আজকের এই আর্টিকেলটি অনেক উপকারে লাগবে। যদি লেখাটি ভাল লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন বা আর কিছু জানার থাকলেও কমেন্ট করতে পারেন। আপনার পরিচিত জনদের জানানোর জন্য শেয়ার করতে পারেন।
ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। আল্লাহ হাফেজ।
টিন সার্টিফিকেট এর ইউজার আইডি পাসওয়ার্ড মোবাইল নাম্বার ভুলে এই ভিডিওটি দেখে শিখুন কিভাবে টিন সার্টিফিকেট রিকুভারি করতে হয়।
আরো জানুন-
কিভাবে IncomeTax User Id Change করবো?