কিভাবে স্কুলের প্রশ্নপত্র তৈরি করতে হয়, প্রশ্নপত্র বানানোর নিয়ম
প্রশ্ন টাইপ করার নিয়ম যারা জানতে চান তাদের জন্য পোষ্টটি করা হলো। কিভাবে স্কুলের প্রশ্নপত্র তৈরি করতে হয় বা প্রশ্নপত্র বানানোর নিয়ম নমুনা।
কিভাবে স্কুলের প্রশ্নপত্র তৈরি করতে হয়
প্রত্যেকটি স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন সাবজেক্ট এর উপর প্রশ্নপত্র তৈরি করতে হয় বা প্রশ্ন পত্র বানানোর দরকার হয়। এই প্রশ্নপত্র বানানোর জন্য এমএস ওয়ার্ডে বা ইলেশট্রেটরের মাধ্যমে করা যায়। তবে বেশির ভাগই মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমেই প্রশ্নপত্র তৈরি করা হয়, তার কারন হলো মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে লিখতে সহজ হয় ফরমেট তৈরি করতেও সহজ হয় এবং এটির ফাইলটি যেকোন জায়গা থেকেই প্রিন্ট দেওয়া যায়।
অনেক সময় দেখা যায় অনেক কম্পিউটারে ইলেস্ট্রেটর সফটওয়্যারটি ইন্সটল থাকে না তাই প্রিন্ট করতে গেলে সমস্যায় পরতে হয় বা এডোবি ইলেস্ট্রেটর ফাইল ভারী হওয়ার কারনে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইলটি পাঠাতে সময় লাগে তাই সবচাইতে সহজ হলো এমএস ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে প্রশ্নপত্র তৈরি করা আবার এমএস ওয়ার্ড এর কাজও সবাই জানে মোটামুটি তাই আমি সাজেস্ট করি প্রশ্ন পত্র তৈরি করার জন্য এমএস ওয়ার্ডই সবচাইতে বেস্ট অপশন।
যাইহোক আজকে দুইটি প্রশ্ন পত্র ফরমেট নিচে তুলে ধরা হবে যেগুলো দেখে আপনারা যারা প্রশ্নপত্র তৈরি করতে চান এভাবে করে তৈরি করতে পারবেন।
প্রশ্নপত্র বানানোর নিয়ম
প্রথমে আপনার কম্পিউটার থেকে একটি এমএস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করুন, তারপর পেইজ সেটাপে গিয়ে পেইজ মার্জিন এ চুতুরদিকে পয়েন্ট ৫ পয়েন্ট ৫ করে দিন মানে পেইজের উপরে নিচে ও দুই সাইডে হাফ ইঞ্চি করে দিয়ে দিবেন তারপর আপনি যদি পেইজটি বড় কাগজে প্রিন্ট করতে চান তাহলে লিগ্যাল সাইজ সিলেক্ট করবেন পেপার সাইজ থেকে, আর যদি A4 রাখতে চান তাহলে পেপার সাইজে A4 দিবেন, আর যদি A4 পেপারের অর্ধেক দিতে চান তাহলে পেইজ সেটাপে A4 সিলেক্ট করবেন এবং পেইজটিকে Landscape করে নিবেন
কিন্তু পেইজে লিখার সময় পেইজটিকে দুই ভাগ করে নিতে হবে, সেটি করার জন্য এমএস ওয়ার্ডের উপরের বার গুলোতে দেখবেন Page Layout একটি অপশন আছে সেখানে ক্লিক করলে Columns নামের একটি অপশন আসবে সেখানে ক্লিক করলে two columns অপশনটি সিলেক্ট করে দিতে হবে। তাহলেই লেখাগুলো পেইজটিতে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এখন আপনি যাই লিখবেন পেইজটি দুই ভাগে আসবে।
তাহলে পেইজটিকে মাঝখান থেকে দুই বাজ করলেই প্রশ্নপত্রটির পেইজটি ছোট আকৃতির হবে, মানে A4 পেপারের অর্ধেক পেইজ সমান সাইজ হবে প্রশ্নপত্রটি। আবার A4 পেপারের সাইজেই যদি প্রশ্নপত্রটি রাখতে চান আর লেখা গুলো দুই ভাগ করতে চান তাহলে পেইজ সেটাপে পেইজটিকে Portrait রাখতে হবে two columns অপশনটি সিলেক্ট করেই তাহলেই একপেইজে দুই কলামে লেখা আসবে।
নিচে দুইটি স্কুলের প্রশ্নপত্র নমুনা বা প্রশ্নপত্র তৈরি করার নমুনা ফরমেট দেওয়া হলোঃ
ঢাকা আদর্শ উচ্চ বিদ্যালয়
অর্ধবার্ষিক পরীক্ষা -২০১৭ইং
শ্রেনীঃ ৯ম শ্রেণী
বিষয়ঃ নৈতিক ও ইসলাম শিক্ষা
সময়ঃ ৩০ মিঃ পূর্নমান – ৩০×১= ৩০
বহুনির্বাচনী প্রশ্ন (৩০টি)
(সকল প্রশ্নের উত্তর দিবে, প্রতিটি প্রশ্নের মান-১)
সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখঃ ৩০×১=৩০
১। “তার আবাস স্থল তো জাহান্নাম” – কোন সূরার অন্তর্গত?
ক) সূরা মারিয়ত খ) সূরা আন্কাবুত
গ) র্আ রাহমান ঘ) আল মারিদা
২। খ্রিষ্টানরা ঈসা (আঃ) কে খোদার পুত্র বলেন- এটি ইসলাম মতে কোন ধরণের অপরাধ
ক) ইমানদার খ) মুনাফিক
গ) নবুওয়তে বিশ্বাসী ঘ) নবুয়তে অবিশ্বাসী
৩। সবচেয়ে বেশী সহিফা কার ওপর অবতীর্ণ হয়েছে?
ক) আদম (আঃ) খ) শিস (আঃ)
গ) ইবরাহিত (আঃ) ঘ) ইদরিস (আঃ)
৪। কালিমা তাইয়্যবাতে ঘোষণা দেওয়া হয়েছে-
i) তাওহিদ, i i) খাতমে নবুয়তের, i i i) রিমালাদের
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i খ) i ও i i i গ) i i ও i i i ঘ) i, i i ও i i i
৫। মক্কায় অবতীর্ণ সূরার সংখ্যা কত?
ক) ৫টি খ) ৭টি গ) ৮৬ টি ঘ) ২৮টি
৬। “তাজবীদ” সহকারে কুরআন তিলাওয়াত-
ক) সুন্নত খ) ওয়াজিব
গ) আবশ্যক ঘ) মুস্তাহাব
৭। “আমার উম্মতের সর্বাধিক ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কুরআন পাঠ”-এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে?
ক) বুখারী খ) মুসলিম গ) তিরমিযী ঘ) বায়হাকী
৮। ‘শান’-শব্দের অর্থ কী?
ক) অবস্থা খ) অবতরণ গ) নাযিল ঘ) বিষয়
৯। সূরা শামস কুরআনের কততম সূরা?
ক) ৯০ খ) ৯১ গ) ৯৩ ঘ) ৯৯
১০। সূরা আদ্-দুহায় কয়টি আয়াত আছে?
ক) নয়টি খ) বারটি গ) এগারোটি ঘ) ছয়টি
১১। সাওয়ামের ফারসি প্রতিশব্দ কী?
ক) নাময খ) রোজা গ) ইতিকাফ ঘ) সাদকা
১২। পূর্ববর্তী সকল উম্মতের ওপর কোন ইবাদত ফরয ছিল?
ক) জিহাদ খ) কুরবানি গ) যাকাত ঘ) সাওম
১৩। সমাজে কয়টি অর্থনৈতিক শ্রেণি রয়েছে?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
১৪। যাকাত আদায় করা কী?
ক) সুন্নাত খ) ওয়াজিব গ) মুস্তাহাব ঘ) ফরজ
১৫। “আপনি তাদের ধনসম্পদ থেকে সাদকা গ্রহণ করুন।” কোন সূরার অংশ।
ক) সূরা মায়িদা, খ) সূরা ইয়াছিন,
গ) সূরা আরাক, ঘ) সুরা তাওবা
১৬। ‘মুরতাদ’ অর্থ কী?
ক) ইসলামচ্যূত খ) কাফির
গ) মুশরিক ঘ) মুনাফিক
১৭। হজ্বের ওয়াজিব কয়টি?
ক) ৫ খ) ৭ গ) ৯ ঘ) ১১
১৮। হজ্ব অস্বীকারকারীকে কী বলে?
ক) ফাসিক খ) কাফির গ) মুশরিক ঘ) মুনাফিক
১৯। জিলহাজ্জ মাসের কত তারিখে হাজিগণ আরাফার মাঠে সমবেত হন।
ক) ৭ তারিখ খ) ৮ তারিখ গ) ৯ তারিখ ঘ) ১০ তারিখ
২০। পণ্য উৎপাদনে মূলধনের সাথে আর কিসের প্রয়োজন?
ক) আন্তরিকতার, খ) অর্থের, গ) নিষ্ঠার ঘ) শ্রমের
২২। তাকুয়াপূর্ণ জীবন যাপনের প্রধান বৈশিষ্ট্য
ক) ফাসিক খ) কাফির গ) মুশরিক ঘ) মুনাফিক
২৩। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কোনটি?
ক) সিদ্দিকীন খ) সালেহীন গ) সিদক ঘ) সাদিক
২৪। আবু বকর (রাঃ)-এর উপাধী কী ছিল?
ক) সিদ্দীক খ) জুননুরাইল
গ) ফারুক ঘ) আল-আমিন
২৫। পূণ্য কোন পথে পরিচালিকত করে?
ক) হাসরের পথে খ) ন্যায়ের পথে
গ) আল্লাহর পথে ঘ) জান্নাতের পথে
২৬। ইসলামি সমাজব্যবস্থার মূল ভিত্তি কী?
ক) দানশীলতা খ) শালীনতা
গ) সত্যবাদিতা ঘ) সংযম
২৭। মিজান গরিব হলেও প্রতিশ্রুতি মোতাবেক চালের দোকানে বাকি টাকা সঠিক সময় দিয়ে দেয়। তার এ কাজিটি
i) আহদ
i i) ওয়াদা পালন
i i i) সিদক
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i খ) i ও i i i গ) i i ও i i i ঘ) i, i i ও i i i
২৮। মহানবি (সাঃ) ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন?
ক) মিসর খ) ইরাক গ) আবিসিনিয়া, ঘ) সিরিয়া
২৯। প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করলে কারা মুহাম্মদ (সাঃ) এর বিরোধিতা আরম্ভ করল?
ক) কাফিররা খ) মুসরিকরা, গ) কুরাইশরা, ঘ) মূর্তিপূজারিরা
৩০। মদিনা সরদের ধারা সংখ্যা কত?
ক) ৪০ খ) ৪৫ গ) ৪৭ ঘ) ৪৯
নিচে আরেকটি প্রশ্নপত্র বানানোর নিয়ম নমুনা ফরমেটঃ-
ঢাকা আদর্শ উচ্চ বিদ্যালয়
১ম মিডটার্ম পরীক্ষা -২০১৮ইং
শ্রেনীঃ ৫ম
বিষয়ঃ বাংলা
সময়ঃ ১ঘন্টা ৩০ মিনিট। পূর্নমান – ৪০
প্রদত্ত অনুচ্ছেদ (পাঠ্যবই থেকে) পড়ে ১ থেকে ৪ ক্রমিক পর্যন্ত প্রশ্নের উত্তর লিখঃ
দোয়েল কেপায়েল ময়না কোকিল/ সবার আছে গান
পাখির গানে পাখির সুরে/ মুগ্ধ সবার প্রাণ।
মায়ের সুখের মধুর ভাষায় / মনের কথা কই।
বাংলা আমার মায়ের ভাষা/ শহিদ ছেলে দান
আমার ভাইয়ের রক্তে লেখা/ ফেব্রুয়ারির গান।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখঃ ১×৫= ০৫
১। অনুচ্ছেদটি কি বিষয়ে লেখ?
(ক) বঙ্গ ভঙ্গ (খ) একুশে ফেব্রুয়ারী (গ) স্বাধিকার আন্দোলন (ঘ) স্বাধীনতা
২। কার গানে সবার প্রাণ মুদ্ধ?
(ক) মৌমাছির (খ) প্রজাপতিরর (গ) পাখির (ঘ) মশার।
৩। মনের কতা যে ভাষায় বলা হয়–
(ক) মধুর ভায়ায় (খ) মনের ভাষায় (গ) মেয়ের ভাষায় (ঘ) অসুরের ভাষায়
৪। পাখির গানে সবার প্রাণ মুগ্ধ হয় কেন?
(ক) পাখির সুরেলা কন্ঠ শুণে (খ) এ গান কেউ গাইতে পারে না বলে
(গ) পাখির তৈরী গান বলে (ঘ) সবচেয়ে মিষ্টি গান বলে।
৫। ‘শহিদ ছেলের দান’- উক্তটি কোনটির সাথে সম্পৃক্ত?
(ক) পাখির গান (খ) স্বাধীন দেশ (গ) বাংলা ভাষা (ঘ) ঝরনার গান।
২। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখ ০৩
(ক) পাখির গানে সবার প্রাণ কী হয়?
(খ) কোন ভাষায় আমরা মনের কথা বলি?
(গ) মায়ের ভাষা বলতে কি বোঝায়? দু’টি বাক্যে লেখ।
৩। নিচের শব্দগুলোর অর্থ লেখঃ ০৪
মুগ্ধ, শহিদ, দান, প্রাণ
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখ। ০৩
৫। নিচের ৩টি প্রশ্নের উত্তর দাওঃ ৩×৫= ১৫
(ক) পদ কাকে বলে? পদ কত প্রকার ও কি কি?
(খ) নিচের পদ গুলোর কোনটি কোন শ্রেণির বিশেষ্য তা নির্ণয় করঃ
ঢাকা, চেয়ার, সততা, সভা, মানুষ।
(গ) এক কথায় প্রকাশ করঃ
অলংকারের ধ্বনী, আকাশগামী, আতশবাজি, উপকার করার ইচ্ছা,
একই সময়ে বর্তমান, একই গুরুর শিষ্য।
৬। যেকোন ১টি রচনা খিলঃ (২০০ শব্দের মধ্যে) ১০
(ক) শিক্ষাগুরুর মর্যাদা: (সংকেতঃ ভূমিকা, শিক্ষক- শিক্ষিকা, আমাদের জ্ঞান দাতা, শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা, শিক্ষকের প্রতি আনুগত্য, উপসংহার)।
(খ) প্রিয় ঋতু: (সংকেতঃ ভূমিকা, ঋতুর পরিচয়, প্রিয় ঋতু কেন, রূপ বৈচিত্র, জীবনের বর্তা, উপসংহার)।
শেষ কথাঃ
আশা করি যারা জানতে চান কিভাবে প্রশ্নপত্র করতে হয় বা স্কুলের প্রশ্নপত্র নমুনা বা প্রশ্নপত্র ফরমেট খুজে থাকেন তিনিদের জন্য অনেক উপকারে লাগবে। আপনারা যদি ইন্টারনেটে বিভিন্নভাবে খুজে থাকেন এই নামে- how to make question paper in ms word, how to make school question paper, school question paper format. এখন এমএস ওয়ার্ডে এ কিভাবে প্রশ্নপত্র বানাবেন, কিভাবে স্কুলের প্রশ্নপত্র তৈরি করতে হয় জানতে চান উপরের দুইটি ফরমেট দেখে ও নির্দেশনামতে প্রশ্নপত্র তৈরি করতে বা বানাতে পারবেন।
প্রশ্নপত্র তৈরি করার জন্য আরো কিছু যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানান উত্তরে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
আরো জানুন-