টিউটোরিয়াল ভিডিওডকুমেন্ট ফরমেট

চাকুরীর জন্য আবেদনপত্র ও বায়োডাটা একসাথে কিভাবে লিখতে হয়

বাংলায় চাকরির আবেদন কিভাবে করতে হয়। আমরা যখন কোন চাকুরিতে আবেদনপত্র দিতে যাই তখন অনেক জায়গায় আবেদনপত্রের সাথেই ওই ফরমেটেই জীবনবৃত্তান্ত তুলে ধরতে হয়, এরকম ক্ষেত্রে কিভাবে আবেদনপত্রটি লিখতে হয় এই নিয়েই আজকের আলোচনাটি।

প্রথমেই বরাবর দিয়ে যে কোম্পানীতে আবেদনপত্রটি করব তার ঠিকানাটি দিতে হবে, তারপর বিষয় টি দিতে হবে কিসের জন্য আবেদনপত্র করা হচ্ছে। এরপর মহোদয় দিয়ে এর নিচে আবেদনপত্রের কারনটি তুলে ধরতে হবে। এরপর নিচে জীবন বৃত্তান্ত টি দিয়ে দিতে হবে। এরপর অতএব তুলে ধরতে হবে এবং অতএব এর কথা গুলো দিয়ে এর নিচে তারিখ ও স্বাক্ষর এর জায়গা রেখে যদি বিজ্ঞপ্তিতে সংযুক্তি কপি যা যা চেয়ে থাকে সেগুলো উল্লেখ করে দিতে হবে।

নিচে (Job Application Letter) আবেদনপত্রের নমুনা ফরমেট তুলে ধরা হলোঃ-

বরাবর,
সচিব
বিএসটিএসএল
হোসাইনস টাওয়ার (৫ম ও ৬ষ্ঠ তলা)
প্লট নং-১০৩, ঢাকা ময়মনসিংহ রোড
সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০।

বিষয়ঃ- “কম্পিউটার অপারেটর” পদে চাকুরীর জন্য আবেদন।

মহোদয়,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনার সদয় সহানুভূতির জন্য বিনীত নিবেদন এই যে, ২৪ অক্টোবর ২০১৯ইং বৃহস্পতিবার দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানিতে পারিলাম আপনার অধীনে “পরিচালক” পদে লোক নিয়োগ করিবেন, আমি উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থী। নিম্নে আমার জীবন বৃত্তান্ত পেশ করিলাম।

১। নাম : মোঃ ফখরুল আলম
২। পিতার নাম : মোঃ খুরশেদ আলম
৩। মাতার নাম : মোসাঃ রানুয়ারা বেগম
৪। স্থায়ী ঠিকানা : গ্রাম-……….., পোঃ …………, থানা-…..….., জেলা-………..।
৫। বর্তমান ঠিকানা : বনানী, ঢাকা-১২১৩।
৬। জন্ম তারিখ : ১৪/০২/১৯৮৬ইং (৩৫ বছর ২ মাস ২৩ দিন)
৭। ধর্ম : ইসলাম
৮। জাতীয়তা : বাংলাদেশী
৯। শিক্ষাগত যোগ্যতা : মাস্টারস অব সোশাল সাইন্স (এমএসএস)।
১০। অভিজ্ঞতা : নাহার গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এ অফিসার পদে এপ্রিল ২০১০ইং তারিখ হইতে এখনো কর্মরত আছি।
১১। মোবাইল : ০১৯১১০০০০০০

অতএব মহোদয় সমীপে আমার আকুল আবেদন আমার উপরোক্ত বিবরণ সদয় বিবেচনা পূর্বক আমাকে উল্লেখিত পদে চাকুরী দান করিতে আপনার সদয় মর্জি হয়।

বিনীত নিবেদক


তারিখঃ-

(মোঃ ফখরুল আলম)


সংযুক্তঃ-
১. ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
২. সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
৩. সকল অভিজ্ঞতার সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি।
৪. নাগরিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
৫. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৬. চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি।

ভিডিও দেখুন- কিভাবে চাকরির আবেদন করতে হয়, বায়োডাটা ও আবেদনপত্র লিখার নিয়ম

Quick Bangla

এই ওয়েবসাইটে সবচাইতে প্রাধান্য দেওয়া হয় টেক বিষয় গুলোকে তবে পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় বাংলা ব্লগ বিষয়ও পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button