পেনড্রাইভ কেনার আগে যা জানা খুবই প্রয়োজন
পেনড্রাইভ কেনার আগে যা জানা খুবই প্রয়োজন এবং যে তথ্য গুলো আগে থেকেই জেনে রাখতে হয়। সে বিষয় নিয়ে আজকের এই পোষ্টটি। (pen drive buying guide)
এই সময়ে আমাদের একটি প্রয়োজনীয় ডিভাইস হল পেনড্রাইভ। এই পেনড্রাইভের মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে কোন তথ্য বা প্রয়োজনীয় ফাইল ছবি অডিও ভিডিও এই ধরনের যেকোন তথ্য আদান প্রদান করতে পারি এবং পেনড্রাইভে তা সংরক্ষনও করে রাখতে পারি। আমরা যারা বিশেষ করে কম্পিউটার রিলেটেড কাজ করি আমাদের তো পেনড্রাইভের গুরুত্ব অনেক। পেনড্রাইভ ছাড়া চলবেই না এমন অবস্থা। তবে এই পেনড্রাইভ কেনার আগে আমাদের কি কি বিষয় গুলো জেনে তারপর এই পেনড্রাইভটি কিনতে পারি সে বিষয় নিয়েই আজ আলোচনা করব।
পেনড্রাইভ কেনার আগে জেনে নিন কোন ধরনের পেনড্রাইভ কিনবেন –
সস্তা স্টোরেজ বেশির পেনড্রাইভ না কেনাই ভাল
সস্তা কমদামি পেনড্রাইভ কিনা থেকে বিরত থাকুন, কারণ কমদামি বা সস্তা মূল্যের স্টোরেজ বেশির একটি পেনড্রাইভ কিনে হয়তো আপনি মনে করতে পারেন আপনার কাজ হয়ে গেছে একটি পেনড্রাইভ কিনে ফেলেছেন কিন্তু বাস্তবিক হল এই সস্তা পেনড্রাইভটি সাময়িক হয়তো আপনার চাহিদা পূরণ করতে পারে কিন্তু দীর্ঘ সময় ধরে চলার মত উপযোক্ত নাও হতে পারে।
কোন ধরনের কোম্পানীর পেনড্রাইভ কিনবেন
বাজারে অনেক ননব্র্যান্ড এর পেনড্রাইভ পাওয়া যায় সেগুলো কিনা থেকে বিরত থাকুন, কারন পরিচিত ভাল মানের কোম্পানীর পেনড্রাইভ না কিনলে আপনার পেনড্রাইভটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে। তাই ভাল কোম্পানী দেখে পেনড্রাইভ কিনলে সেটি দীর্ঘদিন যাবত আপনাকে সার্ভিস দিতে সক্ষম হবে।
কোন ধরনের মডেলের পেনড্রাইভ কিনবেন
বাজারে অনেক ধরনের মডেলের পেনড্রাইভ পাওয়া যায়। তারমধ্যে থেকে আপনি হয়তো স্মার্ট ও সুন্দর দেখতে একটি পেনড্রাইভ নিয়ে নিলেন কিন্তু বাস্তবে সে তার কোয়ালিটি ভাল নয় তাই পেনড্রাইভ কেনার সময় বিভিন্ন স্টাইলের পেনড্রাইভ কেনার চেয়ে গুরুত্ব দেওয়া উচিত পেনড্রাইভটি ভাল কোম্পানীর কিনা বা এটির ব্যবহারের সুবিধা রয়েছে কিনা অথবা শক্ত মজবুত কিনা। অনেক পেনড্রাইভ আছে পানিতে পড়ে গেলেও সহজে নষ্ট হয় না, এ ধরনের পেনড্রাইভও দেখে কিনতে পারেন।
পেনড্রাইভ এর বডি দুই ধরনের হয়ে থাকে প্লাস্টিক বডি আর মেটাল বডি, এই দুই ধরনেরই ভাল হয়ে থাকে। আবার ছোট সাইজ ও বড় সাইজেরও পেনড্রাইভ পাওয়া যায় এক্ষেত্রে ছোট বড় কোন ধরনের সমস্যা নেই সব সাইজেরই স্টোরেজ ধারণ ক্ষমতা অনুযায়ী সমানই হয়ে থাকে।
কত জিবি এর পেনড্রাইভ কিনবেন
এখনকার সময় ৪/৮ জিবি থেকে শুরু করে ৬৪ জিবি ও এর উপরেও পেনড্রাইভ বাজারে এভেলেভেল পাওয়া যায়। তবে আপনার কাজের সুবিধার্থে কত জিবি আপনার দরকার সে অনুযায়ী pen drive কিনা ভাল। যদি আপনি ছবি অডিও অডিও ফাইল রাখেন তাহলে আপনাকে একটু বেশি জিবির পেনড্রাইভ নেওয়াই ভাল হবে।
আর যদি এমএস ওয়ার্ড এক্সেল এই ধরনের ফাইল রাখেন তাহলে কম জিবি পেনড্রাইভ নিলেও চলতে পারবেন।
একটি পেনড্রাইভ কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়
pen drive কেনার সময় আপনাকে লাইফ টাইম ওয়ারেন্টি বলে দিবে। কিন্তু এই পেনড্রাইভেরও নির্দিষ্ট কিছু সময় আছে ব্যবহারের। যদি গড় হিসেবে বলা যায় তাহলে একটি পেনড্রাইভে তিন থেকে পাঁচ হাজার বার রাইট সাইকেল থাকে তারপরে সে আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এক্ষেত্রে কিছু কমও হয় আবার বেশিও হতে পারে।
তবে ভাল মানের কোম্পানীর হলে আর ভাইরাস থেকে মুক্ত রাখতে পারলে পেনড্রাইভটি দীর্ঘদিন যাবত ব্যবহার করা সম্ভব হয়ে থাকে।
পেনড্রাইভ ব্যবহারের পরিধি জানুন
পেনড্রাইভ আমরা বেশির ভাগই অবহেলা অযতন্তে ব্যবহার করে থাকি যেমন যেখানে সেখানে ফেলে রাখা অনেকদিন যাবত ব্যবহার না করা, ভাইরাস জনিত কম্পিউটারে pen drive সরাসরি ওপেন করা, বেশি বেশি ফরমেট দেওয়া, কম্পিউটার বা যেকোন ডিভাইসের সাথে কানেক্ট করার সময় ইউএসবিতে তেড়াবেকা করে প্রবেশ করানো ইত্যাদি এসব কারনে পেনড্রাইভ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
এক্ষেত্রে পেনড্রাইভ ব্যবহারের সময় কিছুটা সাবধানতা অবলম্ভন করা উচিত যেমন- যেখানে সেখানে pen drive ফেলে না রাখা ময়লাযুক্ত জায়গায় না রাখা, ভাইরাস জনিত কম্পিউটারে পেনড্রাইভ ব্যবহার করা।
আশা করি পেনড্রাইভ কেনার আগে যে বিষয় গুলো জানতে হয় তার ভাল কিছু ধারণা পেলেন।
আরো জানুন-
- ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম সমূহ ও কি কি কাগজপত্র দরকার হয়
- ইন্টারনেটে কিছু অদ্ভুত এবং রহস্যময় ওয়েবসাইট, 20 Unknown Amazing Websites
- কিভাবে ইউটিউব চ্যানেল নিরাপদ রাখা যায় জেনে নিন
- ১০টি ফ্রি কম্পিউটার সফটওয়্যার যা অবশ্যই ইনস্টল করা দরকার
- অডিও গানে ছবি বসানোর সফটওয়্যার, How to add photo in mp3 song