কম্পিউটার নলেজটিউটোরিয়াল ভিডিওটেক নলেজসফটওয়্যার

অডিও গানে ছবি বসানোর সফটওয়্যার, How to add photo in mp3 song

আপনারা যারা অডিও গানে ছবি বসানোর সফটওয়্যার খুজে থাকেন এবং কিভাবে অডিও গানের মধ্যে পিকচার বসানো যায় জানতে চান, তাদের জন্যই আজকের এই পোষ্টটি।

আমরা আজকে অডিও গানে বা mp3 গানের মধ্যে নিজেদের ছবি বসানোর সফটওয়্যার পুরোপুরি ধারনা নিব এবং এই আর্টিকেলে অডিও গানে ছবি বসানোর সফটওয়্যার (how to add photo in mp3 song) সম্পর্কে বলব, যেটার মাধ্যমে আপনি কম্পিউটারের যেকোন অডিও গানে নিজের ছবি বসাতে পারবেন।

তবে চলুন জেনে নেই অডিও গানে ছবি বসানোর সফটওয়্যার সম্পর্কেঃ

প্রথম ধাপঃ

কম্পিউটারের মাধ্যমে অডিও গানে নিজের ছবি লাগানো এর জন্য প্রথমেই আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটটির নাম হচ্ছে mp3tag.de এই সাইটের আসার পর Mp3tag নামের সফটওয়্যারটির DOWNLOAD অপশন রয়েছে সেখানে আবার 32-bit Windows ও 64-bit Windows অনুযায়ী ডাউনলোড করার আলাদা অপশন রয়েছে, কেউ যদি Mac অপারেটিং সিস্টেম এর জন্য দরকার হয় তার জন্য নিচের দিকে অপশন রয়েছে।

তবে আপনার কম্পিউটারটি যে ভার্সন হয় সে মোতাবেক ওই অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন।

Mp3tag সফটওয়্যারটি DOWNLOAD করার পর ইন্সটল করে নিন।

Mp3tag-add photo in mp3 song software

দ্বিতীয় ধাপঃ

ইন্সটল করার পর সফটওয়্যারটি ওপেন করুন। এরপর দেখবেন সফটওয়্যারটির ডানপাশে একটি খালি জায়গা আছে সেখানে আপনার যেসব অডিও গান গুলোতে ছবি বসাতে চান সেগুলো টেনে ধরে ছেড়ে দিন তাহলে গান গুলো সফটওয়্যারের মধ্যে এসে পরল।

তৃতীয় ধাপঃ

তারপর যে গানটির মধ্যে ছবি বসাতে চান সে গানটির মধ্যে মাউস দিয়ে ক্লিক করুন। তাহলে অডিওটি সিলেক্ট হবে তারপর সফটওয়্যারের বাম পাশে দেখুন – Title, Artist, Album, Year, Track, Genre, Comment, Album Artist, Composer, Discnumber, Directory নামের অনেক গুলো অপশন পাবেন।

এগুলোর নিচে নিচে লেখার জন্য বক্স আছে সে বক্স গুলোতে তথ্য দিতে পারেন, অডিওটির যেমন-Title এ গানের নাম দিতে পারেন এবং Artist এ গানের শিল্পীর নাম দিতে পারেন। Album এর জায়গায় গানটি কোন এলবাম এর ছিল চাইলে দিতে পারেন।

এভাবে করে সব গুলোর তথ্য চাইলে দিতে পারেন আর না চাইলে Title এ শুধু গানের নামটি দিতে পারেন। তারপর সবশেষে নিচে Directory এর নিচে একটি বক্স আছে এটার উপর কম্পিউটারের মাউসের রাইট বাটন ক্লিক করুন,

দেখুন Add Cover নামের একটি অপশন আসছে সেখানে ক্লিক করে আপনার কম্পিউটারের ড্রাইভে যান সেখান থেকে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে ওপেন ক্লিক করুন তাহলে ছবিটি অডিওর সাথে সেট হয়ে গেল।

চতুর্থ ধাপঃ

এভার সফটওয়্যারের উপরের দিকের অপশন থেকে দেখুন Save নামের একটি আইকন আছে সেখানে ক্লিক করে গানটি সেভ করে নিন। সেভ করার পর আপনার গানটিতে ছবিসহ যত তথ্য দিয়েছেন সবগুলো গানটিতে এসে পরল।

পঞ্চম ধাপঃ

এবার আপনি গানটি যেকোন অডিও প্লেয়ার দিয়ে চালু করুন দেখুন আপনার দেওয়া ছবিটি ফুটে উঠেছে। এখন থেকে এই গানটি যখন যেখানেই চালাবেন তখনই এই ছবি ও তথ্য দেখা যাবে।

অডিও গানে ছবি বসানোর সফটওয়্যার সম্পর্কে শেষ কথাঃ

আশা করি যারা mp3 গানে নিজের ছবি সেট করতে চান বা কিভাবে অডিও গানে ছবি বসাতে হয় জানতে চান অথবা অডিও গানে ছবি বসানো সফটওয়্যার সম্পর্কে জানতে চান তারা এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবেন।

রিলেটেড ট্যাগঃ

ছবির সাথে গান লাগানো সফটওয়্যার, পিকচার দিয়ে গান বানানো, how to add picture in mp3 song, how to add photo in mp3 song, add photo in mp3 song, mp3 tips, add photo in song, add photo in mp3 song software free download, add picture to mp3, how to add my photo in mp3.

অডিও গানে কিভাবে ছবি বসাবো

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker