কিভাবে জানবেন যে কোন ওয়েবসাইট কি কোডিং দিয়ে তৈরি
কিভাবে জানবেন যে কোন ওয়েবসাইট কি কোডিং দিয়ে তৈরি এবং কোন ল্যাংগুয়েজ দ্বারা তৈরি করা হয়েছে। যে কোন ওয়েব সাইটের পিছনে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এমনি অনেক ইনফরমেশন জানতে পারবেন।
ওয়েবসাইট কি কোডিং দিয়ে তৈরি নিম্নে জেনে নিন
builtwith এই নামের ওয়েব সাইটের মাধ্যমে জানতে পারবেন যে কোন ওয়েব সাইটে সকল ইনফরমেশন। এই ওয়েব সাইটে যাওয়ার পর যে কোন ওয়েব সাইটের নাম লিখে সার্চ দিতে পারেন অথবা যে কোন ওয়েব সাইটের লিংক এনেও সার্চ দিতে পারেন, তারপর দেখবেন নিচে সব ইনফরমেশন এসে যাবে। এখান থেকে দেখে নিবেন কি Frameworks দ্বারা ওয়েব সাইটটি পরিচালিত হয়, তারপর জানতে পারেন Content Management System তার মানে কোন কোডিং সাইট বা ল্যাংগুয়েজ দ্বারা তৈরি করা হয়েছে মূলত। নিচে নিচে আরো ইনফরমেশন দেওয়া থাকবে পাশাপাশি আরো কি কোডিং জড়িত রয়েছে। Advertising সম্পর্কেও জানতে পারবেন কোন ধরনের Advertising ব্যবহার করা হয়েছে। Verified Link সম্পর্কে জানতে পারবেন কি ধরনের লিংক ব্যবহার করা হয়েছে ওয়েব সাইটে। Web Hosting Providers সম্পর্কেও জানতে পারবেন, কি ধরনের হোস্টিং ব্যবহার করা হয়েছে। Web Servers সম্পর্কে জানতে পারবেন।এরকমই বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে অনেক ধরনের তথ্য পেতে পারেন যে কোন ওয়েব সাইটের।
whatcms এই নামের ওয়েব সাইটের মাধ্যমেও জানতে পারবেন যে কোন ওয়েব সাইটের তথ্য।whatcms এই ওয়েব সাইটের যাওয়ার পর একটি সার্চ বক্স পাবেন সেখানে যে কোন ওয়েব সাইট লিখে বা লিংক এনে সার্চ দিয়ে দেখতে পারেন ওয়েব সাইটের তথ্য সমূহ। ওয়েব সাইট সার্চ দেওয়ার পর নিচে দেখবেন ক্যাটাগরি ভাবে দেখানো থাকবে সকল তথ্য। CMS, Blog কি দিয়ে তৈরি, Programming Language কোনটি, Database কিসের, Web Server কি, এসকল সব তথ্যই পাবেন whatcms এই নামের ওয়েব সাইটের মাধ্যমে।
Netcraft Site Report এই ওয়েব সাইটের মাধ্যমেও উপরের গুলোর মতই যে কোন ওয়েব সাইটের তথ্যগুলো দেখতে পারবেন। ওয়েব সাইটে Background এ কি আছে জানতে পারবেন, Network সম্পর্কে জানতে পারবেন, Server-Side সম্পর্কে জানতে পারবেন, Client-Side Scripting Frameworks সম্পর্কেও জানতে পারবেন, Advertising Networks সম্পর্কে জানতে পারবেন, Content Delivery Network সম্পর্কে জানতে পারবেন, কোন Application এর মাধ্যমে তৈরি জানতে পারবেন।
SimilarTech এই ওয়েব সাইটটির মাধ্যমেও আমরা যে কোন ওয়েব সাইটের তথ্য দেখতে পারব। এই ওয়েব সাইটে যাওয়ার পরও একটি সার্চ অপশন পাবেন যেখানে যেকোন ওয়েব সাইট লিখে সার্চ করতে পারেন বা লিংক এনেও সার্চ করতে পারেন। সার্চ করার পর দেখবেন নিচে নিচে অপশন বাই অপশন দেওয়া আছে ওয়েবসাইটের তথ্য।
Wappalyzer এই এক্সটেনশন এর মাধ্যমেও যে কোন ওয়েব সাইটের তথ্য জানতে পারবেন। শুধু ক্রম ব্রাউজার ওপেন করবেন তারপর Wappalyzer লিখে সার্চ করবেন এখন এক্সটেনশন এড করে নিবেন, এখন এই এক্সটেনশন এর মাধ্যমে দেখতে পারবেন দেখতে পারবেন যে কোন ওয়েব সাইটের তথ্য।
PageXray এই এক্সটেনশন এর মাধ্যমেও যে কোন ওয়েব সাইটের ইনফরমেশন জানতে পারবেন।
আশা করি আমরা যারা যে কোন ওয়েব সাইটের তথ্য জানতে চাই তারা এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে বা এক্সটেনশন গুলির মাধ্যমে সহজেই জানতে পারব।
আরো পড়ুন-
- ৫টি ওয়েবসাইট দিয়ে যেকোন সফটওয়্যার ডাউনলোড করুন
- বিশ্বের শীর্ষ ৫০০টি জনপ্রিয় ওয়েবসাইট তালিকা, Top 500 Websites in the world
- ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার, 5 Best Free Video Editing Software
- কিভাবে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করবেন, Nid ছবি পরিবর্তন করার নিয়ম
- ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম সমূহ ও কি কি কাগজপত্র দরকার হয়