ইউটিউব থেকে ইনকাম করতে কি কি জানতে হয়
এই পোষ্টের মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করতে কি কি জানতে হয় সকল বিষয় জানব। (all idea youtube channel)
আপনি কি ইউটিউব থেকে ইনকাম করতে চান? তাহলে কি কি বিষয় জানতে হয় সমস্ত বিষয় নিয়ে এই পোষ্টে আলোচনা করা হয়েছে। (youtube channel ideas to make money)
ইউটিউব এর চ্যানেল খুলতে গেলে কি কি বিষয় জানতে হয় অথবা ইউটিউব থেকে ইনকাম করার পদ্ধতি সকল এবং কি কি পদক্ষেপ নিতে হয়। নিম্নে সর্বপরি আলোচনা করা হলো। (deas for youtube videos)
এক নজরে দেখে নিন ইউটিউব থেকে ইনকাম এর জন্য কি কি বিষয় জানতে হয়ঃ-
১। ডিফারেন্স টাইপের চ্যানেলের নাম রাখতে জানতে হবে।
২। ইউটিউব চ্যানেল খুলতে জানতে হবে।
৩। কি কনটেন নিয়ে কাজ করতে চান তা ঠিক করতে হবে।
৪। সুন্দর ভাবে কথা বলতে জানতে হবে।
৫। ভিডিও করতে জানতে হবে।
৬। ইডিটিং এর যেকোন একটি সফটওয়ার সমন্ধে জানতে হবে।
৭। মান সম্মত ভিডিও বানাতে জানতে হবে।
৮। ভিডিও আপলোড করা জানতে হবে।
৯। থাম্বনিল বানানো জানতে হবে।
১০। এডসেন্সের সাথে চ্যানেল একটিভ করতে জানতে হবে।
১১। এডসেন্স থেকে টাকা উঠানোর জানতে হবে।
১২। ইনট্রো আউটট্রো বানাতে জানতে হবে।
১৩। কপিরাইট মিউজিক কোথায় পাওয়া যায় জানতে হবে।
১৪। ভাল মাইক্রোফোন কিনতে হবে।
১৫। ভিডিওটি রেঙক করা জানতে হবে।
১৬। ইউটিউবের রোলস গুলো জানতে হবে।
চলুন নিম্নে জেনে নেই ইউটিউব থেকে ইনকাম এর জন্য জানার বিষয় গুলোঃ-
১। ডিফারেন্স টাইপের চ্যানেলের নাম রাখতে জানতে হবে
আমরা যখনই ইউটিউবের চ্যানেল খুলতে যাব তখনই প্রথমেই আমাদেরকে নাম চ্যানেলের জন্য একটি নাম পছন্দ করতে হবে। আপনি চাইলে যেকোন একটি নাম ব্যবহার করতে পারেন তবে একটি সুন্দর ইউনিক নাম একটি চ্যানেলের জন্য বিশাল ভূমিকা পালন করে। আপনি যদি সবার থেকে থেকে আলাদা ধরনের একটি নাম বেছে নিতে পারেন তাহলে আপনার চ্যানেলটি প্রথমে সার্চ দিলেই এসে পরবে। আর আপনি যদি একই নাম অনেকের আছে সে ধরনের নাম দেন তাহলে এই চ্যানেলটিকে যেকোন জায়গা থেকে অনলাইনে সার্চ দিলে সহজে আসবে না, তবে এই নামও সার্চ এ আসতে পারে তবে তারজন্য অনেক কাজ করতে হবে চ্যানেলে, ভিডিও আপলোড করতে হবে র্যাংকিং ধরনের।
২। ইউটিউব চ্যানেল খুলতে জানতে হবে
ইউটিউব চ্যানেল চালাতে প্রথমে আমাদেরকে চ্যানেল খুলা জানতে হবে। তবে চ্যানেল খুলা সহজও বলা যায় আবার কঠিনও বলা যায়। তার কারন হলো আপনি চাইলে যেকোন ভাবে বেশি একটা না বুঝেই চ্যানেল খুলতে পারবেন তবে আপনি যদি পারফেক্ট ভাবে চ্যানেল খুলতে যান তাহলে আপনাকে সুন্দর একটি নাম পছন্দ করতে হবে, চ্যানেলের জন্য সুন্দর একটি লোগো তৈরি করতে হবে মানে প্রোফাইল তৈরি করতে হবে, চ্যানেলের জন্য কভার আর্ট তৈরি করতে হবে। চ্যানেলকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এবাউট এ চ্যানেল সম্পর্কে কিছু কথা লিখে দিতে হবে ও মেইল নাম্বার ও অন্যান্য সোস্যাল মিডিয়ার লিংক গুলোকে এড করে দিতে হবে এবং সেটিং গুলো ঠিক করে দিতে হবে।
৩। কি কনটেন নিয়ে কাজ করতে চান তা ঠিক করতে হবে
যখনই ইউটিউব চ্যানেল খুলবেন তার আগেই আপনাকে ভেবে নিতে হবে কি বিষয়ে কাজ করতে চান? আপনি যদি টেকনোলজি নিয়ে কাজ করতে চান তাহলে টেকনোলজির মোবাইল নিয়ে কাজ করবেন? নাকি কম্পিউটার নিয়ে কাজ করবেন বা সফটওয়্যার বেজেট কাজ করবেন তা আগেই চিন্তা করে চ্যানেলটির নাম দিতে হবে। তাছাড়াও আপনি যদি রান্না নিয়ে কাজ করতে চান, রিভিউ নিয়ে কাজ করতে চান, কৃষি নিয়ে কাজ করতে চান, স্বাস্থ্য বিষয়ক নিয়ে কাজ করতে চান বা যে বিষয় নিয়েই কাজ করতে চান সেটি আগে চিন্তা করে নিতে হবে।
৪। সুন্দর ভাবে কথা বলতে জানতে হবে
ইউটিউব ভিডিও তৈরি করার জন্য আপনি যদি নিজের কন্ঠে কথা চলে যেকোন ধরনের ভিডিও বানাতে চান তাহলে সুন্দর ভাবে কথা বলতে জানতে হবে। আর যদি কথা না বলেই ভিডিও তৈরি করতে চান তাহলে সমস্যা নেই।
৫। ভিডিও করতে জানতে হবে
আপনি যদি ভিডিও করে আপনার চ্যানেলে আপলোড দিতে চান তাহলে ভিডিও করা জানতে হবে সেক্ষেত্রে মোবাইল দিয়ে ভিডিও করার হোক বা ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করা হোক যেটা দিয়ে ভিডিও করবেন সে বিষয়টাই ভালভাবে জানতে হবে। আর যদি হয় কম্পিউটার বা মোবাইল বিষয়ক তাহলে স্ক্রীন রেকড করা জানতে হবে।
৬। ইডিটিং এর যেকোন একটি সফটওয়ার সমন্ধে জানতে হবে
আমরা যেকোন ভিডিও তৈরি করার পর তা যেকোন একটি ভিডিও ইডিটিং সফটওয়্যার দ্বারা তৈরি করে নেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে যেকোন একটি সফটওয়্যার সম্পর্কে ভাল ভাবে ধারনা থাকতে হবে। বর্তমানে অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে এডিটিং করা যায়। এরমধ্যে অন্যতম হলো-ক্যামটএশিয়া, ফিলমোরা, এডোবি প্রিমিয়ার প্রো, আপনি যদি অনেক এডভান্স লেভেলের কাজ করতে চান তাহলে এডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করতে পারেন, তবে এখানের তিনটি সফটওয়্যারই অনেক জনপ্রিয়।
৭। মান সম্মত ভিডিও বানাতে জানতে হবে
আপনি যে ভিডিওই তৈরি করে করেন না কেন, সে ভিডিওটি যেন মান ভাল হয় সে দিকে খেয়াল রাখতে হবে। দরকার হলে কম ভিডিও বানাতে হবে তবুও ভাল মানের ভিডিও তৈরি করতে হবে। ভিডিওর কোয়ালিটি ও সাউন্ড স্পষ্ট থাকতে হবে।
৮। ভিডিও আপলোড করা জানতে হবে
ইউটিউবের চ্যানেল খুলা ও ভিডিও তৈরি করার পর সঠিক ভাবে ভিডিও আপলোড করা জানতে হবে। কিভাবে ভিডিওর নাম লিখব, ডিসক্রিপশন লিখব বা টেগ দেব জানতে হবে।
৯। থাম্বনেইল বানানো জানতে হবে
থাম্বনেইল কি বা কিভাবে ভিডিওতে বসাবো? ভিডিওর চলার আগে উপরি ভাগে যে ছবিটি দেখা যায় তাকে থাম্বনেইল বলে। এই থাম্বনেইল ফটোশপ বা অন্যান্য মাধ্যমে বানাতে জানতে হবে।
১০। এডসেন্সের সাথে চ্যানেল একটিভ করতে জানতে হবে
এডসেন্স মানে মনিটাইজেশন অন করা জানতে হবে।যার মাধ্যমে আপনার চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শন করবে আর আপনার ইনকাম হবে।
১১। এডসেন্স থেকে টাকা উঠানো জানতে হবে
এডসেন্স এর একাউন্টে নিজেদের ব্যাংক একাউন্ট এড করা করা জানতে হবে। যে ব্যাংক একাউন্টে অটোমেটিক চ্যানেলের ইনকাম ট্রান্সফার হয়ে আসবে ১০০ ডলার হলেই।
১২। ইনট্রো আউট্রো বানাতে জানতে হবে
আমরা দেখে থাকি যখন কোন ভিডিও শুরু হয় তখন একটি ইন্ট্রো দেখানো হয় যে ইন্ট্রো ভিডিওতে চ্যানেলের লোগোটি বা নাম টাইটেল দিয়ে ছোট ভিডিও করা থাকে প্রয়োজন অনুসারে এই ইন্ট্রো ভিডিওটি বানাতে হবে আবার ভিডিওর শেষে দেখবেন থ্যাংককিউ বা ধন্যবাদ দিয়ে একটি ছোট আউন্ট্রো ভিডিও থাকে সেটিও বানাতে হবে।
১৩। কপিরাইট মিউজিক কোথায় পাওয়া যায় জানতে হবে
আমাদের ইউটিউবের ভিডিওর জন্য প্রয়োজনবোধে মিউজিক ব্যবহার করার প্রয়োজন হতে পারে। অনেক ক্ষেত্রেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হালকা বা উচ্চতে মিউজিক ব্যবহার করার প্রয়োজন হতে পারে, এই মিউজিক কোথা থেকে পাবেন? আমরা যদি অন্য কারো মিউজিক নিজের ভিডিওতে ব্যবহার করি তাহলে কপিরাইট স্ট্রাইক দিয়ে আমাদের চ্যানেল নষ্ট হয়ে যেতে পারে তাই আমাদেরকে অনলাইন থেকে কপিরাইট ফ্রি মিউজিক নিতে হবে। ফ্রি মিউজিক নেওয়ার জন্য ইউটিউব চ্যানেলে গিয়ে অডিও লাইব্রেরি নামের একটি অপশন আছে সেটিতে আমরা অনেক অনেক মিউজিক ফ্রিতে পাব সেখান থেকে মিউজিক ডাউনলোড করে নিতে পারি।
১৪। ভাল মাইক্রোফোন কিনতে হবে
ইউটিউব চ্যানেল এর ভিডিওতে যদি মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ভাল একটি মাইক্রোফোন কিনতে হবে। সেক্ষেত্রে কমদামির মধ্যে ভাল মাইক্রোফোন হিসেবে বয়া মাইক্রোফোন নিতে পারেন। তাছাড়াও চাইলে এর উপরে যত দামি মাইক্রোফোন কিনতে পারেন।
১৫। ভিডিওটি রেঙক করা জানতে হবে
আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন থেকেই ভিডিওটি কিভাবে সবার কাছে পৌছানো যায় তার সঠিক নিয়ম কানুন মেনে ভিডিওটি আপলোড করতে হয় বা ভিডিও আপলোড পরবর্তীতেও কিছু পদক্ষেপ নিতে হয় যাতে ভিডিওটি সবার কাছে পৌছায় বা ভিডিওটি র্যাংকিং করে। যেমন-ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ গুলো র্যাংকিং দেওয়া। ভিডিও আপলোডের পর বিভিন্ন সোস্যাল মিডিয়াতে শেয়ার করা ইত্যাদি অনেক ধরনের নিয়ম নীতি ফলো করে ভিডিওকে র্যাংকিং এ আনতে হয়।
১৬। ইউটিউবের রোলস গুলো জানতে হবে
মানে- কি ধরনের ভিডিও আপলোড করতে পারবেন, কি কি নিয়ম কানুন গুলো মেনে চলতে হয়। যেমন-অন্যের ভিডিও অডিও ফটো নিজের চ্যানেলে আপলোড করা যাবে না।কোন হ্যাকিং শেখানো যাবে না, কোন পেইড সফটওয়্যার ফ্রিতে ব্যবহার দেখানো যাবে না।
আশা করি ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করার জন্য বা ইউটিউব চ্যানেলের জন্য কি কি বিষয় জানতে হয় তা আজকের এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারলেন।
এখানে যতগুলো অপশনের কথা বলা হয়েছে সবগুলোর কিভাবে করতে হবে তার জন্য আলাদা আলাদা ভিডিও করা আছে iT24 Bangla চ্যানেলে গিয়ে দেখতে পারেন বা ইউটিউবের একটি প্লেলিস্ট আছে সেটাতে গিয়ে ইউটিউব বিষয়ক সবগুলো ভিডিও দেখে নিতে পারেন।
লেখাটি ভাল লাগলে কমেন্ট করে জানাতে পারেন বা কোন কিছু জানার থাকলেও কমেন্ট করতে পারেন। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
আরো জানুন-
- ইন্টারনেটে কিছু অদ্ভুত এবং রহস্যময় ওয়েবসাইট, 20 Unknown Amazing Websites
- কিভাবে ইউটিউব চ্যানেল নিরাপদ রাখা যায় জেনে নিন
- ১০টি ফ্রি কম্পিউটার সফটওয়্যার যা অবশ্যই ইনস্টল করা দরকার
- ১০ টি সেরা কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড ওয়েবসাইট, free video website
Thank You