ফ্ল্যাট ভাড়া চুক্তিপত্র কিভাবে করবেন, বাসা ভাড়া চুক্তিপত্র

শহর গুলোর বেশির ভাগ বাড়ি গুলোর ফ্ল্যাট ভাড়া দেওয়ার সময় একটি চুক্তিপত্র করে থাকে। এই ফ্ল্যাট ভাড়ার চুক্তিপত্রটি কিভাবে করতে হয় তা নিয়ে আজকের আর্টিকেলটি তৈরি করা। এই আর্টিকেলটি পড়লে আশা করি ফ্ল্যাট ভাড়ার চুক্তিপত্রটি বা বাসা ভাড়ার চুক্তিপত্রের নিয়ম সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন।
House rent agreement format in word, house rent agreement bangla ও house rent agreement format bangladesh সম্পর্কে জানতে পারবেন।
নিচে ফ্ল্যাট ভাড়ার চুক্তিপত্রের ( House rent agreement ) নমুনা দেওয়া হলোঃ-
“ফ্ল্যাট ভাড়া চুক্তিপত্র”
ফখরুল আলম ফ্ল্যাট নং-৫/এ, বাড়ি নং-১৫, রোড নং-৩, বসুন্ধরা, ঢাকা, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম।
——– প্রথম পক্ষ (ফ্ল্যাট মালিক)।
মোঃ রায়হান ইসলাম, স্থায়ী ঠিকানাঃ বিরামপুর, সুলতানপুর, বি-বাড়ীয়া, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট নং-………………………………।
———— দ্বিতীয় পক্ষ (ভাড়াটিয়া)।
প্রথম পক্ষ উপরোক্ত ফ্ল্যাট মালিক ফখরুল আলম তাহার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ফ্ল্যাট ভাড়ার প্রস্তাব করিলে দ্বিতীয় পক্ষ জনাব মোঃ রায়হান ইসলাম উহা ভাড়া নিতে ইচ্ছা পোষন করেন। নিম্নোক্ত শর্ত সাপেক্ষে উভয়পক্ষের সম্মতিক্রমে অত্র চুক্তিপত্র সম্পাদিত হইল।
ভাড়া দেওয়ার ফ্ল্যাটের বিবরণ
ফ্ল্যাট নং-৪/এ, বাড়ি নং-১৫, রোড নং-৩, বসুন্ধরা, ঢাকা। (গাড়ি পার্কিং ব্যাতিত)।
শর্ত সমূহ
১। এই চুক্তিপত্র ১লা ফেব্রুয়ারী ২০২০ইং তারিখ হইতে কার্যকর বলিয়া গণ্য হইবে এবং তাহা ৩১শে জানুয়ারী ২০২২ইং সাল পর্যন্ত বলবৎ থাকিবে।
চলমান পাতা -০২
পাতা নং-০২
২। মাসিক ভাড়া প্রতি মাসের ৭ (সাত) তারিখের মধ্যে পরিশোধ করিতে হইবে। পর পর ২ (দুই) মাস ভাড়া প্রদানে ব্যর্থ হইলে ডিফলটার হিসাবে উচ্ছেদযোগ্য বিবেচিত হইবেন।
৩। প্রতি মাসে ২৫০০০/- (পচিশ হাজার) টাকা ভাড়া নির্ধারণ করা হইল।
৪। ভাড়াটিয়া সিকিউরিটি মানি বাবদ ফ্ল্যাটের মালিককে ২৫০০০/- (পচিশ হাজার) টাকা অগ্রিম বাবদ প্রদান করিবেন। ফ্ল্যাট ছাড়িয়া যাওয়ার সময় উক্ত টাকা ফ্ল্যাট মালিক ফেরত দিবেন।
৫। উভয়পক্ষ বিশেষ প্রয়োজনে ভাড়াকৃত ফ্ল্যাট খালি করিয়া দিতে বাধ্য থাকিবেন। সেক্ষেত্রে উভয়পক্ষ ১ (এক) মাসের অগ্রিম নোটিশ প্রদান করিবেন।
৬। দ্বিতীয়পক্ষ ভাড়াকৃত ফ্ল্যাটটি শুধু মাত্র বসবাসের জন্য ব্যবহার করিবেন। কোন প্রকার সাবলেট হিসেবে কাউকে ভাড়া দিতে পারিবেন না।
৭। ভাড়াকৃত বাসস্থানটি যাবতীয় আনুসাংগীক মাসিক সার্ভিস চার্জ, বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি ২য় পক্ষ বহন করিবেন এবং উহা পরিশোধ করিয়া পরিশোধের কপি মালিককে প্রতি মাসে দিতে বাধ্য থাকিবেন।
৮। ভাড়াকৃত বাসস্থানটি কোন প্রকার ভাংচুর করিতে পারিবেন না। যদি কোন প্রকার ক্ষতি সাধন করিয়া থাকেন তাহলে দ্বিতীয় পক্ষ নিজ খরচে মেরামত করিতে বাধ্য থাকিবেন।
৯। অত্র চুক্তিপত্র শেষ হওয়ার পর উভয়পক্ষ সম্মতিক্রমে পুনরায় চুক্তিপত্রের মেয়াদ বাড়ানো যাইতে পারে।
চলমান পাতা-০৩
পাতা-০৩
১০। অত্র ফ্ল্যাটটিতে দ্বিতীয়পক্ষ কোন প্রকার আইন বহিরভুত কার্যকলাপ করিতে পারিবেন না।
এতদ্বার্থে স্বেচ্চায়, স্বজ্ঞানে, সুস্থ্য মস্তিস্কে, নির্ভিক চিত্তে এবং অন্যের বিনা প্ররোচনায় অত্র চুক্তিপত্রের শর্তাবলীর মর্ম ভালভাবে অবগত হইয়া নিম্নলিখিত স্বাক্ষীগণের সম্মুখে অত্র চুক্তিপত্র সহি সম্পাদন করিলাম।
তারিখ …………………….ইং।
স্বাক্ষীগণের স্বাক্ষরঃ প্রথম পক্ষের স্বাক্ষর
১।
২।
৩। দ্বিতীয় পক্ষের স্বাক্ষর
ভিডিও দেখুন- বাসা ভাড়া দেওয়ার নিয়ম, ফ্ল্যাট ভাড়ার চুক্তিপত্র করার নিয়ম