নিজ এলাকার ভোটার তালিকা দেখার উপায় সমূহ
এই পোষ্টে বাংলাদেশের নিজ এলাকার ভোটার তালিকা দেখার উপায় সমূহ জেনে নিন। আপনার ভোটার তালিকা তিনটি উপায়ে দেখা যাবে সে তথ্য জানুন।
নিজের এলাকার ভোটার তালিকা দেখার উপায়
আমাদের মধ্যে অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে আমার এলাকার ভোটার তালিকা কি দেখা যাবে? বা আমার এলাকায় কত জন ভোটার আছে তাদের নাম কি কিভাবে জানব? এসকল প্রশ্ন যদি থেকে থাকে তাহলে আপনার জন্যই আজকের এই লেখাটি।
আমাদের মধ্যে অনেকেই হয়তো চেষ্টা করে থাকে অনলাইনের মাধ্যমে নিজ এলাকার ভোটারদের তালিকা খোজার জন্য, সেক্ষেত্রে ছবিসহ ভোটার তালিকা বা ছবি ছাড়া ভোটার তালিকা পাওয়া যায় কিনা। তবে আমরা অনলাইনের মাধ্যমেই অনেক তথ্যই পেয়ে থাকি এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনি যদি ভোটার তালিকা খুজে থাকেন তাহলে এটি অনলাইনের মাধ্যমে পাবেন না। ভোটার তালিকা পাওয়ারও উপায় আছে কিন্তু সেটি অনলানের মাধ্যমে নয়।
ভোটার তালিকা তিনটি উপায়ে দেখা যাবে-
প্রথম উপায় হলো- আপনার সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার তালিকা দেখে নিতে পারবেন। আপনি যে এলাকার ভোটার তালিকা দেখতে চান সে এলাকার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ওখানের অফিস স্টাফদের সাথে যোগাযোগ করে ভোটার তালিকা দেখতে চাইলে তারা আপনাকে হেল্প করবে।
দ্বিতীয় উপায় হলো- আপনার এলাকার যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে ভোটার তালিকা থাকতে পারে। আপনি তিনিদের সাথে যোগোযোগ করে ভোটার তালিকা সংগ্রহ করতে পারেন। যখন কেউ নির্বানের প্রার্থী হয় তখন তারা এই ভোটার তালিকা সংগ্রহ করে থাকে যার কারনে আপনি যদি ভোটার তালিকা চান সেক্ষেত্রে তালিকাটি পেতে পারেন।
তৃতীয়ত্ব উপায় হলো- আপনিও চাইলে জনপ্রতিনিধিদের মত ছবি ছাড়া ভোটার তালিকা সংগ্রহ করতে পারেন। ভোটার তালিকা সংগ্রহ করার জন্য ১/০৬০১/০০০১/২৬৩১ কোড নাম্বার দিয়ে ৫০০ টাকার চালান সোনালী ব্যাংকে ফি জমা দিয়ে তারপর সেই চালানের কপি নিয়ে আপনার এলাকার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে নির্বাচন অফিসারের বরাবর চালান কপি সংযুক্ত করে আবেদন করলে দায়িত্বরত কর্মকর্তা আপনার আবেদন মঞ্জুর করে সর্বশেষ ভোটার তালিকার একটি সিডি প্রদান করবেন। যে সিডি নিয়ে যেকোন কম্পিউটারের দোকানে গেলে সেটা থেকে আপনার কাঙ্খিত ভোটার তালিকাটি প্রিন্ট করে নিতে পারবেন।
বিঃদ্রঃ ছবিসহ কোন ভোটার তালিকা দেওয়া হয়ে থাকে না। আপনাকে উপজেলা নির্বাচন অফিস থেকে যেটা দিতে পারে সেটা হলো নামের তালিকা।
আবার কেউ কেউ হয় অনলাইনের মাধ্যমে ভোটার তালিকা পেয়ে থাকেন, সেটি সরকারীভাবে দেওয়া হয় না, অনেকের কাছে হয়তো সংগ্রহ থাকে তাই তারা নিজ মত অনলাইনে ছেড়ে দেয় তাদের নিজ এলাকার ভোটার তালিকাটি। যদি আপনার এলাকার কেউ অনলাইনে দিয়ে থাকে সেক্ষেত্রে আপনিও সেখান থেকে পেতে পারেন।
আশা করি যাদের ভোটার তালিকা দেখার বা সংগ্রহ করার প্রয়োজন তিনিরা আজকের এই লেখাটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে ভোটার তালিকা সংগ্রহ করা যায়।
লেখাটি ভাল লেগে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
আরো জানুন-
- টিন সার্টিফিকেট সম্পর্কে সব কিছু জেনে নিন, TIN Certificate Bangladesh
- টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম সম্পর্কে জেনে নিন
- মাইক্রোসফট ওয়ার্ড এর দরকারী সকল শর্টকাট গুলো জেনে নিন
- টিন সার্টিফিকেট হারিয়ে গেলে তথ্য ভুলে গেলে অনলাইন থেকে বের করার নিয়ম
- ইউটিউবের ভিডিও বানানোর ১৫টি সেরা আইডিয়া, Youtube Channel Ideas