বাংলা ব্লগ

সিংহ, বাঘ ও গাধার শিক্ষনীয় গল্প

জঙ্গলের মধ্যে একটি গাধা ও একটি বাঘ বসে ছিল হঠাৎ করে বাঘটি বলে উঠল দেখ গাধা আকাশটি কত সুন্দর নীল দেখাচ্ছে, তখন গাধাটি বলে উঠল আকাশ তো সবুজ দেখাচ্ছে, আকাশ তো সবুজই হয়। তখন বাঘটি বলল আরে না তুই ভুল দেখছিস আকাশ নীল হয়। গাধাটি বলল আরে না তুই ভুল দেখছিস আকাশ সবুজ হয়। এ করে করে দুজনে তুমুল তর্ক শুরু হল। এভাবে তর্ক করতে করতে এক পর্যায় বাঘ বলল চল তাইলে বনের রাজা সিংহের কাছে যাই, তিনি যে বিচার করতে বা যেটা বলবে তাই আমরা মেনে নেব। বাঘটি মনে মনে ভাবে আকাশ নীল হয় সিংহ তো অবশ্যই নীলই বলবে।

তখন গাধাটিও বলল চল তাইলে সিংহের কাছেই যাই। তখন দুজনে মিলে রওনা দিল সিংহের কাছে যেতে। যখন দুইজন সিংহের কাছে গেল তখন গাধাটি তাড়াতাড়ি বলে ফেলল সিংহ মসাই আপনিই বলুন আকাশ দেখতে সবুজ হয় না? দেখুন বাঘ বলে আকাশ নাকি নীল হয়। এবার আপনিই বলুন আকাশ দেখতে কেমন হয়? তখন সিংহ বলল আকাশ দেখতে সবুজই হয়, তুমিই সঠিক। বেঠিক হওয়ার কারনে সিংহ বাঘকে তিন মাসের জন্য মৌন শাস্তি দিল। তখন গাধাটি খুশিতে নাচতে নাচতে জঙ্গলের ভিতরে চলে গেল। গাধাটি যখন চলে গেল বাঘটি তখন সিংহকে বলল আকাশ দেখতে নীল হয়, আপনি গাধার কথা মেনে নিলেন আর আমাকে শাস্তি দিলেন, এ কেমন বিচার করলেন।

সিংহ বলল শোন তোমার শাস্তি কম হয়েছে কারন তুমি বনের বাঘ হয়ে একটা গাধার সাথে তর্ক করতে গেলে কেন। আকাশ দেখতে নীল হয় সেটা আমিও জানি কিন্তু তুমি একটা গাধার সাথে তর্ক করে আবার আমার কাছে সেটার বিচার নিয়ে এসেছো কেন? তুমি গাধার সাথে তর্ক করাতে তোমাকে শাস্তি দিয়েছি।

আমরা এই গল্পটির মাধ্যমে বুঝতে পারি আমাদের মানুষের মধ্যেও অনেক এরকম গাধা আছে যারা অযথাই যেকোন কিছুর উঠাটা বলে তর্ক করে থাকে কিন্তু বেশির ভাগই দেখা যায় এই গাধারাই জয়ী হয় কারন মানুষ গাধাদের সাথে তর্ক করে পারে না। মানুষের মাঝে প্রচলিত একটি কথা আছে ঘুমের মানুষ সজাগ করা যায় কিন্তু যিনি ঘুমের ভান ধরে পরে থাকে তাকে হাজার ডাকলেও সজাগ করা যায় না। যারা অযথা যে কোন বিষয় নিয়ে বিপরীত মুখি তর্ক করে তাদেরকে বুঝানো বড় কষ্টকর। তার কাজই হচ্ছে উঠা চিন্তা করা, কোন কিছু সহজ ভাবে মেনে না নেওয়া।

আর যারা আমাদের সমাজে বাঘ আছে তারা মাঝে মধ্যে গাধাদের সাথে উপরের গল্পটির মত করে তর্ক জড়িয়ে পরে আর বোকা হয়ে যায়। তবে ভুল শুধরিয়ে আস্তে আস্তে বাঘ গুলো নিরব থাকে, কোন গাধার সাথে তর্ক করে না, সে তার মনের মত করে করেই আপন গতিতে চলতে থাকে কারন এই পৃথিবীতে কেউই বেশি দিন থাকবে না অযথা গাধার সাথে তর্ক করে বুকা হয়ে লাভ কি।

এদিকে গাধারা সব সময় নিজেকে চালাক মনে করে। সে ভাবে সে বেশির ভাগই জয়ী হয়, সবাই তাকে দেখে ভয় পায় যার কারনে তার সাথে কেউ তর্ক করতে আসে না।

বিঃ দ্রঃ বাঘ গাধার গল্পটির মাধ্যমে কারোকে ছোট করার জন্য লেখা হয়নি বরং সমাজে ভাল খারাপ তুলে ধারার জন্য লেখাটি প্রকাশ করা হয়। কারন লেখাটির মাধ্যমে হয়তো কেউ না কেউ সমাজে খারাপ ভাল বুঝার জন্য হৃদয়ে আচ কাটতে পারে।

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। যদি ব্লগটি ভাল লেগে থাকে কমেন্ট করে জানাতে পারেন বা কোন কিছু ভুল হলেও কমেন্ট করে বলতে পারেন।

Quick Bangla

এই ওয়েবসাইটে সবচাইতে প্রাধান্য দেওয়া হয় টেক বিষয় গুলোকে তবে পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় বাংলা ব্লগ বিষয়ও পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button