বাংলা ব্লগ

গ্রামীন সিম ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় তথ্য সমূহ

আজকের পোষ্টে গ্রামীন সিম ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় তথ্য সমূহ জানতে পারবেন। এবং এই একটি পোষ্ট থেকেই সকল ইনফরমেশন জেনে নেওয়া যাবে।

বর্তমান সময়ে বাংলাদেশে মোবাইলে কথা বলার জন্য যে সিমটি সবচেয়ে বেশি ব্যবহার করে এদেশের জনগন তা হলো গ্রামীণফোনের সিম। আমাদের মধ্যে অনেকেই গ্রামীন সিমের অনেক সুবিধা সম্পর্কে অবগত নেই। বা অনেকেই জানি না, কিভাবে এর সুবিধা সমূহ নেওয়া যায়।

আমরা যেন একটি আর্টিকেল পড়লেই গ্রামীন সিমের সকল তথ্যগুলো জেনে নিতে পারি সে ভাবনা থেকেই আজকের এই পোষ্টটি। আশা করি গ্রামীনফোনের সিম যারা আমরা ব্যবহার করি এই পোষ্ট থেকেই অনেক তথ্য পেয়ে যাব।

গ্রামীন সিম ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় তথ্য সমূহঃ-

গ্রামীন সিম নাম্বার চেক

আপনি যদি grameenphone sim ব্যবহার করেন, আর সিমের নাম্বারটি মনে নেই বা মনে থাকে না। তাহলে খুব সহজেই আপনার মোবাইলে সিম যেটি ব্যবহার করছেন সে নাম্বারটি বের করতে পারবেন। গ্রামীন সিমের নাম্বার বের করার জন্য ডায়াল করুন *2#।

গ্রামীন সিম ব্যালেন্স চেক

আপনি যদি GP sim নতুন ব্যবহার শুরু করে থাকেন আর কিভাবে গ্রামীন সিমের ব্যালেন্স চেক করতে হয় জানেন না। তাহলে খুব সহজেই চেক করতে পারবেন। গ্রামীন সিম এর ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *566#।

গ্রামীন সিমে মেগাবাইট চেক

গ্রামীনফোন কোম্পানীর সিমের সাহায্যে ইন্টারনেটের এমবি চেক করার জন্য যে ডায়াল কোড ব্যবহার করতে হয় তা অনেকেই জানে না। যদি আপনি গ্রামীণ সিমের এমবি চেক করতে চান তাহলে ডায়াল করুন 1211*4#।

গ্রামীন সিমে মেগাবাইট কেনার কোড

grameenphone সিমে যদি এমবি কিনতে চান তাহলে কয়েকটি পদ্ধতিতে এমবি ক্রয় করা যায়। গ্রামীন সিমে এমবি কেনার জন্য ডায়াল করুন 1213#। এছাড়াও আরো একটি পদ্ধতিতে গ্রামীন সিমে এমবি ক্রয় করতে পারবেন তা হলো 1213242#। এই দুইটি কোড ডায়াল করে খুব সহজেই গ্রামীন সিমের এমবি কিনতে পারেন।

ইন্টারনেট প্যাক সম্পর্কে সাধারণ তথ্য

  • প্যাকেজ অ্যাক্টিভেশনের পর অটো রিনিউ বিকল্প চালু করতে 25000 নম্বরে “ON” এসএমএস করুন অথবা 1213042# ডায়াল করুন। এছাড়াও গ্রাহক 25000 নম্বরে “OFF” SMS পাঠিয়ে অথবা 1213043# ডায়াল করে অটো রিনিউ বন্ধ করতে পারেন।
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন 1211*4#।
  • মেয়াদ শেষ হওয়ার পর (ভলিউম বা বৈধতা) প্রতিটি ইন্টারনেট প্যাকের সর্বোচ্চ PayGo চার্জ হবে 6.6625 টাকা (ভ্যাট, এসডি এবং এসসি সহ)
  • অব্যবহৃত ডেটা ভলিউম এগিয়ে নেওয়া হয় যদি গ্রাহক সক্রিয় মেয়াদের মধ্যে একই প্যাক ক্রয় করেন বা সফল স্বয়ংক্রিয় পুনর্নবীকরণের ক্ষেত্রে।
  • ইন্টারনেট প্যাকেজগুলির স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ ভলিউম বা বৈধতার উপর ভিত্তি করে ঘটবে যেটি প্রথমে মেয়াদ শেষ হবে (শুধুমাত্র স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ সম্মতি সহ গ্রাহকরা)
  • ইন্টারনেট প্যাকেজ বাতিল করতে ডায়াল করুন *121*3041#।
  • ভলিউম কম হলে একই সময়ে একাধিক অ্যাপ্লিকেশান ব্যবহার করলে, এর ফলে অতিরিক্ত ব্যবহার ফি লাগতে পারে, তাই অন্যদের কাছে যাওয়ার আগে অনুগ্রহ করে অ্যাপ্লিকেশন বন্ধ করুন।
  • উচ্চতর ইন্টারনেট গতি উপভোগ করতে গ্রাহকদের একটি 4G সক্ষম ফোন ব্যবহার করতে হবে এবং 4G নেটওয়ার্কের মধ্যে থাকতে হয়।
  • একটি ক্যাম্পেইন প্যাক থেকে কেনা ইন্টারনেট ভলিউম, একটি নিয়মিত ইন্টারনেট প্যাক থেকে কেনা ইন্টারনেট ভলিউমের আগে ব্যবহার করা হয়। (ইন্টারনেট প্যাক skitto ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য নয়)
  • ইন্টারনেটের গতি পরীক্ষা করতে গ্রাহক http://www.speedtest.net ভিজিট করতে পারেন (ডেটা চার্জ প্রযোজ্য হবে)
  • ইন্টারনেট প্যাক বা অফার কেনার সময়, ‘বিকাশ বা কার্ডের মাধ্যমে পেমেন্ট’-এর জন্য, প্রিপেইড গ্রাহকের জন্য ক্রয়ের সীমা 20 টাকা – 1000 টাকা এবং পোস্টপেইড গ্রাহকের জন্য 20 টাকা – 50000 টাকা।
  • প্যাক কেনার সময়, ‘বিকাশ বা কার্ডের মাধ্যমে অর্থপ্রদান’-এর জন্য যে কোনো পূর্বের সাবস্ক্রিপশন ফ্রি বা জরুরি ব্যালেন্স ব্যবহার প্যাক বা অফার কেনার জন্য রিচার্জ করা অর্থ থেকে কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে আপনার নির্বাচিত ইন্টারনেট প্যাক বা অফার সক্রিয় নাও হতে পারে।
  • আপনার সিম 4G কিনা তা পরীক্ষা করতে ডায়াল করুন *121*3232#

গ্রামীন সিমে মিনিট চেক করার কোড

গ্রামীন সিমে মিনিট কিনে থাকেন তাহলে সেটা দেখার জন্য একটি কোড ব্যবহার করতে হয়। গ্রামীন সিমের মিনিট চেক করার জন্য ডায়াল করুন 1212#। এই কোড দিয়ে খুব সহজেই আপনি গ্রামীন সিমের কত মিনিট আছে এবং মেয়াদ কতদিন আছে দেখতে পাবেন।

গ্রামীণ সিমের ক্রয়কৃত এসএমএস দেখার কোড

আপনি যদি কখনো গ্রামীন সিমের মাধ্যমে এসএমএস কিনে থাকেন তখন পরবর্তীতে কতগুলো এসএমএস রয়েছে জানতে চান তাহলে ডায়াল করুন 1211*2#। এটা ডায়াল করলে কিছুক্ষণ পরে আপনাকে একটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনে কত টি এস এম এস রয়েছে।

এছাড়া আরো কয়েকটি পদ্ধতিতে গ্রামীন সিমের এসএমএস দেখতে পারবেন। এজন্য ডায়াল করতে হবে 5662# অথবা 56618#।

মালিকানা হস্তান্তর-মৃত্যু জনিত

গ্রামীন সিমের নিবন্ধিত মালিকের মৃত্যুর ক্ষেত্রে মালিকানা হস্তান্তর প্রক্রিয়া কি (ওয়ারিসনের দ্বারা সিম দাবি করা হলে)। নিবন্ধিত সিমের মালিকের মৃত্যুর ক্ষেত্রে মালিকানা হস্তান্তর করার জন্য নীচের নথিগুলির প্রয়োজন হবেঃ-

  • স্থানান্তরকারীর আইডি (বাধ্যতামূলক): আসল আইডি থেকে ফটোকপি নিশ্চিত করতে হবে।
  • স্থানান্তরকারীর NID (বাধ্যতামূলক): শুধুমাত্র NID/স্মার্ট আইডি গ্রহণযোগ্য। মালিকানা হস্তান্তরের সময় আইডি চেক করা হবে।
  • স্থানান্তরকারীর মৃত্যু শংসাপত্র (বাধ্যতামূলক): হাসপাতাল (সরকারি/বেসরকারি) বা স্থানীয় সরকারী কর্তৃপক্ষ (সিটি কর্পোরেশন/ইউনিয়ন পরিষদ) দ্বারা ইস্যুকৃত মৃত্যু শংসাপত্র
  • ওয়ারিসন/ উত্তরাধিকার শংসাপত্র (আবশ্যিক): উত্তরাধিকার শংসাপত্র আদালত বা স্থানীয় সরকারী কর্তৃপক্ষ (সিটি কর্পোরেশন/ইউনিয়ন পরিষদ) দ্বারা জারি করা হয়। দাবিদার নাম উত্তরাধিকার শংসাপত্র হতে হবে.
  • আন্ডারটেকিং (প্রদত্ত বিন্যাস হিসাবে): আন্ডারটেকিংটি তার/তার NID অনুযায়ী দাবিদার ওয়ারিসনের স্বাক্ষরিত জিপি ডিজাইন করা বিন্যাসে সম্পাদিত হবে।
  • কোন চার্জ প্রযোজ্য নয়। মালিকানা হস্তান্তর করতে গ্রাহককে গ্রামীণফোন এক্সপেরিয়েন্স বা গ্রামীণফোন সেন্টারে যেতে হবে।

মালিকানা হস্তান্তর-ব্যক্তি থেকে ব্যক্তি

সিম নম্বরের মালিকানা হস্তান্তর করুন- এক ব্যক্তি অন্য ব্যক্তির কাছে। পরিবর্তন করতে যা প্রয়োজন হবেঃ

একটি নম্বরের মালিকানা হস্তান্তর করতে, স্থানান্তরকারী (সিমের পূর্বের মালিক) এবং স্থানান্তরকারী (নতুন মালিক) উভয়কেই বৈধ নথি (NID/SNID/স্থানীয় পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম) সহ গ্রামীণফোন এক্সপেরিয়েন্স বা গ্রামীণফোন সেন্টারে একসঙ্গে উপস্থিত থাকতে হবে। সার্টিফিকেট/বিদেশী পাসপোর্ট)। মালিকানা হস্তান্তর করতে- স্থানান্তরকারীর NID/SNID/স্থানীয় পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম শংসাপত্র/বিদেশী পাসপোর্ট ধারক থাকতে পারে তবে স্থানান্তরকারীর অবশ্যই একটি NID/SNID থাকতে হবে।

ইন্টারনেট সংযোগ সমস্যার সমাধান

সফলভাবে ডেটা প্যাক কেনার পর, আপনি যদি ইন্টারনেট সংযোগ বা ব্রাউজিং সমস্যার সম্মুখীন হন, তাহলে নিচের নির্দেশাবলী অনুসরণ করুনঃ

  • মোবাইল হ্যান্ডসেট বন্ধ এবং চালু করুন।
  • ব্রাউজার থেকে সমস্ত কুকি সাফ করুন।
  • ডেটা ক্যাপিং সীমাকে আনলিমিটেডে পরিবর্তন করুন বা মোবাইল হ্যান্ডসেটের সেটিংস বিকল্প থেকে ডেটা ক্যাপিং বিকল্পটি আনচেক করুন।
  • প্রয়োজনে আপনার মোবাইল হ্যান্ডসেট কনফিগার করুন। ইন্টারনেট কনফিগারেশন পেতে অনুগ্রহ করে ডায়াল করুন 1213#, মেনু থেকে হ্যান্ডসেট সেটিংস অপশন নির্বাচন করুন এবং উত্তর এসএমএসের নির্দেশনা অনুসরণ করুন।

কল ড্রপ- গ্রামীন সিম প্রয়োজনীয় তথ্য

  • সমস্ত গ্রামীণফোন প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা প্রথম থেকে সপ্তম জিপি-জিপি কল ড্রপের জন্য ফেরত জিপি-জিপি টক-টাইম পাবেন।
  • প্রথম এবং দ্বিতীয় কল ড্রপের জন্য, 30 সেকেন্ডের জিপি-জিপি টক-টাইম/ড্রপ এবং তৃতীয় থেকে সপ্তম কল ড্রপের জন্য, 40 সেকেন্ডের জিপি-জিপি টক-টাইম/ড্রপ গ্রাহকদের কাছে ফেরত দেওয়া হবে। ক্ষতিপূরণ দেওয়া টক-টাইম 15 দিনের বৈধতার সাথে আসবে এবং GP-GP নেটওয়ার্কে ব্যবহার করা যাবে; 10 সেকেন্ড পালস প্রযোজ্য হবে।
  • প্রতিটি কল ড্রপের 24 ঘন্টার মধ্যে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে তাদের জমা করা ক্ষতিপূরণ সম্পর্কে অবহিত করা হবে।
  • ক্ষতিপূরণকৃত টক-টাইমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন 1211*2#
  • “কল ড্রপ কাউন্ট” এবং “ক্ষতিপূরণকৃত টক-টাইম” সম্পর্কে জানতে ডায়াল করুন *121*765#

হ্যান্ডসেটে ইন্টারনেট অ্যাক্টিভেশন সেটিংস

ইন্টারনেটের জন্য ম্যানুয়াল সেটিংস (অ্যান্ড্রয়েড ফোন):
মোবাইল সেটিংস > মোবাইল নেটওয়ার্ক > অ্যাক্সেস পয়েন্ট নাম-এ যান
একটি নতুন APN প্রোফাইল তৈরি করুন৷ Type, Name: GP; APN: gpinternet
এই APN কে ডিফল্ট সেটিং হিসাবে সেট করুন
কনফিগারেশনের পর হ্যান্ডসেট রিস্টার্ট করুন
আপনার মোবাইল ডেটাতে
ইন্টারনেটের জন্য ম্যানুয়াল সেটিংস (iPhone): Menu > Settings > General > Reset > নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন (ফোনের পাসওয়ার্ড লিখুন)

?আরো জানার জন্য গ্রামীনফোন ওয়েবসাইটের তথ্য পেইজে যান।

গ্রামীন সিম ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় তথ্য সমূহ এপস থেকেও নিতে পারেন-

ঘরে বসেই গ্রামীণফোনের প্রয়োজনীয় সেবা পাওয়া সম্ভব MyGP অ্যাপে

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker