সেলারি সার্টিফিকেট কিভাবে তৈরি করব | Salary Certificate Format
এই পোষ্টে জানব সেলারি সার্টিফিকেট কিভাবে তৈরি করব (Salary Certificate Format)। এবং বেতন সার্টিফিকেটটি ডাউনলোড করে নিজের মত পরিবর্তন করা যাবে।
সেলারি সার্টিফিকেট কি?
সেলারি সার্টিকেট কথাটি হলো ইংরেজি শব্দ। যার বাংলা অনুবাদ করলে হবে বেতন সনদ। এই বেতন সার্টিফিকেটটি মানুষের অনেক প্রয়োজনে দরকার হতে পারে। এই সনদটি অফিসিয়াল ভাবে দেওয়া হয়। কেউ যদি কোন অফিসে চাকরি করেন তাহলে তিনির অফিস থেকে এটি দেওয়া হয়। তিনি কত বেতন পান ডিটেলস লেখা থাকে এই সনদে। তবে কেউ চাই জানতে এই ফরমেটটি কিভাবে তৈরি করতে হয় তাহলে নিচে শেয়ার করা হলো নমুনা। যা দেখে নিজেই তৈরী করতে পারবেন সার্টিফিকেটটি।
কিভাবে সেলারি সার্টিফিকেট তৈরি করতে হয়
নিচে দেখুন একটি সেলারি সার্টিফিকেট এর ফরমেট দেওয়া হলো, এই ফরমেটটিতে প্রথমেই সেলারি সার্টিফিকেট লেখা আছে এই লেখাটি এখানেই থাকবে কিন্তু আপনি যখন বেতন সার্টিফিকেট তৈরি করে প্রিন্ট দিতে যাবেন তখন কোম্পানীর প্যাডের মধ্যে প্রিন্ট দিবেন বা সার্টিফিকেট এর পেইজের মধ্যেই প্যাড বানিয়ে নিতে পারেন। তারপর Date এর এখানে কোন মাসের সার্টিফিকেটটি নিচ্ছেন তার মাস ও বছরটি দিয়ে দিবেন। এর পর এর নিচে দেখুন বডিতে বোল্ড করা আছে যার নামে সেলারি সার্টিফিকেটটি হবে তার নাম এখানে নামটি দিয়ে দিতে হবে। তারপর পদবিটি দিয়ে দিবেন এরপর কত সন থেকে চাকরি করে সেই Date দিয়ে দিবেন।
Basic কত বেতন সেটা দিয়ে দিবেন, House Rent Allowance কত দিয়ে দিবেন, Conveyance কত দিয়ে দিবেন, Dearness Allowance কত দিয়ে দিবেন, Overtime থাকলে কত টাকা দিয়ে দিবেন, Other কোন কিছু থাকলে দিয়ে দিবেন, এরপর Employee State insurance বাবত কত টাকা হয় দিয়ে দিবেন, Provident fund বাবত কত কাটা হয় দিয়ে দিবেন যদি এসব গুলো থাকে তাহলে দিবেন যদি কোন একটি অপশন না থাকে তাহলে দিবেন না যদি অন্যকোন অপশন থাকে বাড়তি তাহলে সেগুলোও যোগ করতে পারেন এই নিয়মে। তারপর Other Net Salary যা আছে সেটি দিয়ে দিবেন। Note: দিয়ে দিতে পারেন ক্যাশ কত টাকা ও ব্যাংকে কত টাকা দেওয়া হয়, যদি সব টাকা হাতে হাতে ক্যাশ দেওয়া হয় তাহলে এই অপশনটি না দিলেও সমস্যা নেই। সর্বশেষে নিচে যিনি সাইন করবে তিনি নাম পদবি ও কোম্পানীর নাম দিয়ে দিবেন।
সবশেষে কিভাবে ফাইলটি ডাউনলোড করার লিংক দেওয়া হলো এবং ডাউনলোড করে নিজের মত করে পরিবর্তন করতে পারবেন।
সেলারি সার্টিফিকেট কিভাবে তৈরি করব
নিম্নে সেলারি সার্টিফিকেট এর নমুনা দেওয়া হলোঃ
Salary Certificate
Date: Mach, 2021
This is to certify that Md. Fakhrul Alam is working with our esteem company under the title of Manager since December 1st, 2018. He is permanent employee of this company. We found him fully committed to his job and totally sincere toward this organization.
We are issuing this letter on the specific request of our employee stating his salary details.
Her Monthly Salary particulars are given below.
Basic | BDT20,000.00 | |
House Rent Allowance | BDT 8,000.00 | |
Conveyance | BDT 3,000.00 | |
Dearness Allowance | BDT 3,000.00 | |
Overtime | BDT 2,000.00 | |
Other | BDT 0.00 | |
SUBTOTAL | BDT 36,000.00 | |
Employee State insurance | BD BDT 500.00T 3,000.00 | |
Provident fund | BD BDT 500.00T 3,000.00 | |
Other | Net Salary | BDT 35,000.00 |
Note: Here basic salary 20,000.00 goes to Brac Bank. Rest of the 15,000.00 paid by cash.
Regards,
Chief Operational Officer
vd Research Center
শেষ কথাঃ
আশা করি যাদের সেলারি সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন জানতে পারলেন এবং পাশাপাশি সার্টিফিকেটটি ডাউনলোড করে নিজের মত মুডিফাই করে কাজও করতে পারবেন।
👉👉সেলারি সার্টিফিকেট ফাইল ডাউনলোড করুন। (Salary Certificate Format Free Word Templates)
👉 ডাউনলোড ২য় লিংক।
👉কিভাবে সেলারি সার্টিফিকেট ইডিট করতে হয় চাইলে নিচের ভিডিওটিও দেখতে পারেন👇
আরো জানুন-
বাংলা ভাষায় কুইক বাংলার পদচারনা আমাদের মতো অসংখ্য ভিজিটরদের উপকৃত করেছে। কুইক বাংলার সাথে আছি, থাকবো।
readydocuments.xyz
আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর কমেন্ট করার জন্য। শুভ কামনা রইল।