ডকুমেন্ট ফরমেট

ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ লেখার নিয়ম, Death Certificate

আজকে জানবো ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ লেখার নিয়ম (Death Certificate) সম্পর্কে। আরো জানতে পারবেন মৃত্যু সনদ নমুনা ও মৃত্যু সনদ অনলাইন বিষয়ে।

মৃত্যু সনদ কিভাবে করব

আপনারা যদি জানতে চান মৃত্যু সনদ বানানোর নিয়ম বা মৃত্যু সনদ লেখার নিয়ম এবং মৃত্যু সনদ কোথায় পাওয়া যায় তাহলে আজকের এই লেখাটি আপনার জন্য। ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু সনদ দেওয়া হয়। মৃত্যু সনদ কিভাবে লিখবেন এবং কি কি লেখা থাকে মৃত্যু সনদে তা জানানোর চেষ্টা করব।সনদটি লেখার পর ইউনিয়ন পরিষদের প্যাডে প্রিন্ট করে চেয়ারম্যান সাহেব এটিতে সিল ও স্বাক্ষর করে থাকেন। যদিও এটি পুরোনো পদ্ধতি তবে বর্তমান সময় ডিজিটাল হওয়ার কারনে অনলাইন থেকেও সনদটি সংগ্রহ করা যায়।

মৃত্যু সনদ কেন দরকার হয়

অনেক প্রয়োজনে মৃত্যু সনদ দরকার হতে পারে, যেমন-জীবন বীমায় দরকার হতে পারে, ব্যাংক রিলেটেড কার্যক্রমে দরকার হতে পারে, বিদেশের অনেক প্রয়োজনে দরকার হতে পারে যেমন- কেউ যদি মৃত্যু সংবাদে বিদেশ থেকে ছুটি নিয়ে দেশে আসে সে ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানে মৃত্যু সার্টিফিকেট প্রদর্শনের প্রয়োজন হতে পারে, এর মধ্যে কোন ছেলে-মেয়ে যদি পড়া শুনা করে থাকে বিদেশে সেক্ষেত্রে ওই বিদ্যালয়ে এই সার্টিফিকেট দেখানোর বা সাবমিট করার প্রয়োজন হতে পারে। এ রকম আরো অনেক প্রয়োজনে মৃত্যু-সনদ নেওয়ার প্রয়োজন হয়।

নিম্নে মৃত্যু সনদ ইংলিশে দেওয়া হলো যা বাংলায় অনুবাদ করলে দাড়ায়-

৫নং মুতার পাড়া ইউনিয়ন পরিষদ
কেরানীগঞ্জ, ঢাকা-১৩৩০

মৃত্যু সনদ

প্রত্যয়িত করা যাইতেছে যে, মরহুম মুরাদ খান, পিতার নাম: মৃত রশিদ খান এবং মাতার নাম: মৃত সালহা খাতুন, স্ত্রীর নাম: মৃত খালাদা আক্তার, গ্রাম: মুতার পাড়া, ডাকঘর: আল-আমিন বাজার, থানা: কেরানীগঞ্জ, জেলা: ঢাকা সুতারপাড়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন, ইউনিয়ন রেজিস্টার বই অনুসারে, মৃত মুরাদ খান 15.10.2008 তারিখে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মারা যান।

আমি মহান আল্লাহর কাছে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

তারিখ: 20-08-2016


চেয়ারম্যান
মুতার পাড়া ইউনিয়ন পরিষদ

মৃত্যু সনদ
মৃত্যু সনদ

নিচে মৃত্যু সনদ ইংরেজিতে দেওয়া হলো যা বেশির ক্ষেত্রেই এভাবেই দেওয়া হয়।

05. No. Mutar Para Union Parishad

Keranigonj, Dhaka-1330

Death Certificate

This is to certify that Late Murad Khan, Father’s Name: Late Rashid Khan and Mother’s Name: Late Salaha Khatun, Spouse Name: Late Khalada Akther, Village: Mutar Para, Post Office: Al-Amin Bazar, Police Station: Keranigonj,  District: Dhaka was the inhabitant of Sutarpara Union According to the Union register book, Late Murad Khan has been died on 15.10.2008  because of Road Accident in Chittagong.

I wish salvation and pray for departed soul to Almighty Allah.

Date: 20-08-2016   

                                                                                

Chairman

Mutar Para Union Parishad

ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ অনলাইন

বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণের কারণে প্রত্যেকটি তথ্য অনলাইন থেকে সংগ্রহ করা যায়। পরিবারের অভিভাবক যদি কোন কারণে মৃত্যুবরণ করেন এবং তিনি যদি কোথাও ব্যাংক ব্যালেন্স রেখে যান তাহলে সেই টাকা উত্তোলন করে নেওয়ার জন্য তার মৃত্যু নিবন্ধন সনদ প্রদর্শন করতে হয় এবং ফটোকপি দিতে হয়।

মৃত্যুবরণ করলে মৃত্যু নিবন্ধন সম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে এবং আপনি যদি মৃত্যু নিবন্ধন সনদ ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে চান তাহলে আপনাকে আগে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে আপনারা সর্বপ্রথমে যে কাজটি করবেন তা হল https:// bdris.gov.bd/dr/application এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এখান থেকে নতুন মৃত্যু নিবন্ধনের আবেদন করতে পারবেন।

শেষ কথাঃ

আশা করি যারা মৃত্যু সনদ সম্পর্কে জানতে চান কিভাবে এই সার্টিফিকেটটি তৈরি করা হয় তা এই লেখার মাধ্যমে জানতে পারবেন। যদি লেখাটি ভাল লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর আর্টিকেল রিলেটেড যেকোন প্রশ্নও কমেন্ট এ করতে পারেন।

আরো পড়ুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker