রেফারেন্স সার্টিফিকেট করার নিয়ম, Reference Certificate Format
এই পোষ্টে রেফারেন্স সার্টিফিকেট করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। এই সুপারিশপত্র কেন দরকার হয় জেনে নিতে পারবেন। (Reference Certificate Format)
রেফারেন্স সার্টিফিকেট কি
রেফারেন্স সার্টিফিকেট কথাটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ সুপারিশপত্র। ইংলিশে এটিকে রেফারেন্স লেটারও বলা হয়ে থাকে। রেফারেন্স সার্টিফিকেট এর অর্থ হলো কেউ আপনাকে লিখিত আকারে একটি সার্টিফিকেট দিবে তিনি আপনার পরিচিত। অনেক সময় কোন কোম্পানীতে চাকুরি করতে চাইলে ওই কোম্পানীর কারো রেফারেন্স দরকার হয় সেক্ষেত্রে তিনি এই সনদটি দিতে পারে। এছাড়াও নিজের শিক্ষক বা চাকরি করার সময় কোনো অফিসারের কর্তৃকও এই সুপারিশপত্র নেওয়া যেতে পারে।
রেফারেন্স সার্টিফিকেট কেন দরকার হয়
এই রেফারেন্স সার্টিফিকেট অনেক ক্ষেত্রে দরকার হতে পারে। অন্যদেশে পড়তে যেতে চাইলে অনেক সময় সুপারিশপত্র বা রেফারেন্স লেটার জমা দিতে হয়। আবার বৃত্তি পাওয়ার ক্ষেত্রেও দরকার হতে পারে। চাকরি ক্ষেত্রেও সুপারিশপত্র বা রেফারেন্স সার্টিফিকেট দরকার হতে পারে।
এখন কথা হলো যদি কারো প্রয়োজন হয় রেফারেন্স সার্টিফিকেটের তাহলে কিভাবে করবেন তা এই পোষ্টের মাধ্যমে সহায়তা পাবেন।
নিচে রেফারেন্স সার্টিফিকেট এর নমুনা ফরমেট দেওয়া হলোঃ-
রেফারেন্স সার্টিফিকেট করার নিয়মঃ-
Reference Certification
TO WHOM IT MAY CONCERN
This is to certify that Mr. Fakhrul, S/O-Khorshed Alam, Mothers Name-Ranoara Begum, House-18, Block-I, Banani, Dhaka-1213. I know him as well as his family very well. He is from a Muslim religious family. He is very Sincere, Honest and Hardworking.
I wish him every success in his life.
………………………………………
Md. Sohel Rana
Managing Director
ABC Bank ltd.
Dhaka-1000, Bangladesh.
Cell: 017
নিম্নে এই রেফারেন্স সার্টিফিকেটটি বাংলা অনুবাদ করে দেখানো হলোঃ-
রেফারেন্স সার্টিফিকেশন
যাহার জন্য প্রযোজ্য
প্রত্যয়িত করা যাইতেছে যে, জনাব ফখরুল, পিতা নাম-খোরশেদ আলম, মাতার নাম-রানোয়ারা বেগম, ঠিকানাঃ বাড়ি-১৮, ব্লক-১, বনানী, ঢাকা-১২১৩। আমি তাকে এবং তার পরিবারকে খুব ভালোভাবে চিনি। তিনি একটি মুসলিম ধর্মীয় পরিবারের সন্তান। তিনি অত্যন্ত আন্তরিক, সৎ এবং পরিশ্রমী।
তার জীবনের প্রতি সাফল্য কামনা করি।
শেষ কথাঃ
আশা করি রেফারেন্স সার্টিফিকেট করার নিয়ম ও নমুনা ফরমেট পেয়ে গেলেন। যা দিয়ে নিজেদের প্রয়োজনে এই সুপারিশ পত্র তৈরি করে নেওয়ার একটা আইডিয়া পেলেন। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
আরো পড়ুন এবং নমুনা ফরমেট ডাউনলোড করুনঃ-
- অভিযোগ পত্র লেখার নিয়ম ফরমেট, Official complaint letter
- সুপারিশ পত্র লেখার নিয়ম ফরমেট, Letter of Recommendation
- টিউশন ফি মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
- অন্যদের চাকরির জাবিনদার হওয়ার অঙ্গিকার পত্র ফরমেট
- চাকরি পাওয়ার জন্য আবেদন করার নিয়ম, Cover Letter for a job
- স্কুলের আইডি কার্ড পাওয়ার জন্য আবেদন ফরমেট