বিয়ের কার্ড বানানোর নিয়ম, Muslim Biyer Card Format Bangla
এই পোষ্টের মাধ্যমে বিয়ের কার্ড বানানোর নিয়ম (Bangla Biyer Card Format) এবং বিবাহের আমন্ত্রণপত্র কিভাবে ডিজাইন করতে হয় জানতে পারবেন।
এই আর্টিকেলটি পড়লে মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে কিভাবে বিয়ের কার্ড করতে হয় সে সম্পর্কে ভাল একটি আইডিয়া পাবেন এবং নিচের ফরমেটটি নিয়ে নিজ মত করে নিজেদের তথ্য বসিয়ে আপনি একটি বিয়ের নিমন্ত্রণ তৈরি করতে পারবেন।
এই পোষ্টে বিয়ের কার্ড ডিজাইন ফরমেট দেখানোর মধ্যে কোন ছবি ব্যবহার করেনি কিন্তু আপনি চাইলে বিয়ের কার্ড ছবি সহ তৈরি করতে পারবেন। বিয়ের কার্ড ডিজাইন ছবি সহ ডিজাইনটি করতে চাইলে গুগল থেকে বিভিন্ন পিএনজি ফরমেটের বিয়ের ছবি পাওয়া যায় যেমন পালকির ছবি বা কনে ও বর এর ছবি এগুলো ডাউনলোড করে বিয়ের কার্ড ডিজাইন ছবি সহ করতে পারবেন।
মুসলিম বিয়ের কার্ড লেখা গুলো যা হয়ে থাকে তা নিম্নের ফরমেটটিতে পেয়ে যাবেন এবং বিয়ের কার্ড ডিজাইন মুসলিম বর কনে’দের জন্য আজকের ফরমেটটি দেওয়া হয়েছে (Muslim Biyer Card Format Bangla)। এক্ষেত্রে বিয়ের কার্ড ফরমেট এর মধ্যে বর এর পক্ষ থেকে যেভাবে তৈরি করা হয় সেভাবে একটি দেখানো হয়েছে এবং কনের পক্ষ থেকে কিভাবে বিয়ের কার্ড তৈরি করতে হয় তারও একটি ফরমেট দেখানো রয়েছে।
বিয়ের নিমন্ত্রণ বাংলা বিয়ের কার্ড লেখা গুলো কি হতে পারে নিম্নের ফরমেটটিতে তথ্য গুলো পেয়ে যাবেন।
আশা করি এই পোষ্টটি সম্পূর্ণ দেখলে Bangla Biyer Card Format তৈরি করতে পারবেন বা Muslim Biyer Card Format Bangla এর মাধ্যমে তৈরি করতে পারবেন বা বিয়ের কার্ড তৈরি করতে কি কি তথ্যগুলো দিতে হয় তা জানতে পারবেন।
মেয়ে (কনে) পক্ষের তরফ থেকে যদি বিবাহের কার্ড তৈরি করা হয় বা বিয়ের কার্ড বানানোর নিয়ম হিসেবে নিম্নের তথ্যগুলোর মত করে দিতে হবে-
পরিচিতি
কনে নামঃ মোছাঃ তামান্না আক্তার পিতাঃ মোঃ জিতু মিয়া মাতাঃ মোসাঃ আনজুম বেগম ঠিকানাঃ হোল্ডিং নং-৮২০ ব্লক-এ, ওয়ার্ড-২ মিজমিজি চৌধুরী পাড়া নারায়নগঞ্জ সিটি কপোরেশন। | তামান্না’র শুভ বিবাহ | বর নামঃ শামসুল আলম রুবেল পিতাঃ খোরশেদ আলম মাতাঃ রানুয়ারা বেগম ঠিকানাঃ ৩২৯/এ/৩, রায়েরবাজার মোহাম্মদপুর ঢাকা-১২০৮। |
অনুষ্ঠান সূচী
বিবাহঃ ৮ জুন,২০১৯ইং
২৫শে জৈষ্ঠ্য, ১৪২৬ বাংলা
রোজঃ শনিবার
প্রীতিভোজঃ দুপুর ১.৩০ মিনিট
স্থানঃ বুকস্ গার্ডেন, কমপাউন্ড
জনাব/জনাবা,
আসসালামু আলাইকুম।
পরম করুনাময় আল্লাহ তা’য়ালার অশেষ রহমেত আসছে ৮জুন, ২০১৯ইং (২৫শে জৈষ্ঠ্য, ১৪২৬ বাংলা) রোজঃ শনিবার আমাদের কনিষ্ঠ কন্যা মোছাঃ তামান্না আক্তার এর সহিত খোরশেদ আলম সাহেবের পুত্র শামসুল আলম এর শুভ বিবাহ অনুষ্ঠানের দিন ধার্য্য করা হয়েছে।
উক্ত বিবাহ অনুষ্ঠানে আপনার/আপনাদের উপস্থিতি ও দোয়া একান্তভাবে কামনা করছি।
অভ্যর্থনায়ঃ আশা, রুমা, শিল্পী, সজিব, সোহেল। | প্রয়োজনেঃ ০১৭১০০০০০০০ | শুভেচ্ছান্তে- মোঃ জিতু মিয়া ও মোসাঃ আনজুম বেগম |
ছেলে পক্ষের তরফ থেকে যদি বিয়ের কার্ড বানানোর নিয়ম কি জানতে চায় তাহলে নিম্নের তথ্যগুলোর মত করে দিতে হবে-
পরিচিতি
বর নামঃ শামসুল আলম রুবেল পিতাঃ খোরশেদ আলম মাতাঃ রানুয়ারা বেগম ঠিকানাঃ ৩২৯/এ/৩, রায়েরবাজার, মোহাম্মদপুর, ঢাকা-১২০৮। | রুবেল’র শুভ বিবাহ | কনে নামঃ মোছাঃ তামান্না আক্তার পিতাঃ মোঃ জিতু মিয়া মাতাঃ মোসাঃ আনজুম বেগম ঠিকানাঃ হোল্ডিং নং-৮২০ ব্লক-এ, ওয়ার্ড-২ মিজমিজি চৌধুরী পাড়া নারায়নগঞ্জ সিটি কপোরেশন। |
অনুষ্ঠান সূচী
বিবাহঃ ৮ জুন,২০১৯ইং
২৫শে জৈষ্ঠ্য, ১৪২৬ বাংলা
রোজঃ শনিবার
প্রীতিভোজঃ দুপুর ১.৩০ মিনিট
স্থানঃ বুকস্ গার্ডেন, কমপাউন্ড
বৌভাতঃ —–
জনাব/জনাবা,
আসসালামু আলাইকুম।
পরম করুনাময় আল্লাহ তা’য়ালার অশেষ রহমেত আসছে ৮জুন, ২০১৯ইং (২৫শে জৈষ্ঠ্য, ১৪২৬ বাংলা) রোজঃ শনিবার আমাদের দ্বিতীয় পুত্র শামসুল আলম এর সহিত জিতু মিয়া সাহেবের কন্যা মোছাঃ তামান্না আক্তার এর শুভ বিবাহ অনুষ্ঠানের দিন ধার্য্য করা হয়েছে।
উক্ত বিবাহ অনুষ্ঠানে আপনার/আপনাদের উপস্থিতি ও দোয়া একান্তভাবে কামনা করছি।
অভ্যর্থনায়ঃ নাঈম, রিমা, রিপা, মারজান, রায়হান। | প্রয়োজনেঃ ০১৭২৭০০০০০০ | শুভেচ্ছান্তে- খোরশেদ আলম ও রানুয়ারা বেগম |
বিঃদ্রঃ বিয়ের কার্ড তৈরি করার সময় মেয়ে পক্ষের হলে বৌভাত অপশনটি লাগে না কারণ বৌভাত অনুষ্ঠান ছেলে পক্ষের লোকজনই করে থাকে। যদি কোন ছেলে পক্ষের লোকজন বৌভাত অনুষ্ঠান করতে চায় তাহলে বৌভাত এর তারিখ সময় জায়গা উল্লেখ করে দিতে হবে বর পক্ষের বিয়ে নিমন্ত্রণ পত্রের মধ্যে।
আশা করি যারা খুব অল্প সময়ের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বিয়ের কার্ড ডিজাইন করতে চান তাহলে উপরে দেখানো ফরমেটটির মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ও চাইলে এভাবে করে ইলেশট্রেটর এর মাধ্যমে প্রফেসনাল ভাবে বিয়ের কার্ড ডিজাইনটি করে নিতে পারেন।
কোন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
Related Tag:
marriage invitation card format in ms word, marriage card format in bengali, muslim biyer card format in bengali, biyer card design, biyer card bangladesh, design format in word, word template design free, word template
আরো পড়ুন-