প্রত্যয়ন পত্র লেখার নিয়ম ও প্রশংসা পত্র নমুনা
এই পোষ্ট থেকে প্রত্যয়ন পত্র লেখার নিয়ম ও প্রশংসা পত্র নমুনা পেয়ে যাবেন। অনেকের প্রয়োজনে দরকার হতে পারে এই সনদপত্র তাই সম্পর্ণ লেখাটি পড়ুন।
আমাদের অনেক কাজে দরকারে প্রত্যয়নপত্র দরকার হয়। প্রত্যয়ন পত্র ও প্রশংসা পত্র স্কুল থেকে নেওয়া যায়, আবার যে কোন ব্যক্তি বিশেষের কাছ থেকেও প্রত্যয়নপত্র নেওয়া যায়। স্কুল কলেজ থেকে প্রত্যয়নপত্র ও প্রশংসাপত্র একধরনের কাজে ব্যবহার করা হয় যা এডুকেশনাল পারপাসেই ব্যবহার করতে হয়। আবার যখন ব্যক্তি বিশেষের কাছ থেকে প্রত্যয়নপত্র নেওয়া হয় সেটি যে কোন প্রয়োজনে ব্যবহার করা যায় যেখানে দরকার হয়।
এখন কথা হলো যারা জানতে চান প্রত্যয়ন পত্র ও প্রসংশা পত্র কিভাবে করতে হয় তিনিদের জন্য আজকের এই লেখাটি। এই লেখায় তিনটি ভিন্ন ভিন্ন ফরমেট দেওয়া হলো প্রত্যয়নপত্র ও প্রশংসাপত্রের।
নিম্নে প্রত্যয়নপত্র দুটি নমুনা ফরমেট দেওয়া হলো, এর মধ্যে উপরেরটি স্কুল কলেজ এ ব্যবহার করে থাকে এবং এর নিচেরটি যে কোন ব্যক্তি দিতে পারেন। এরপর নিচে প্রশংসাপত্রের ফরমেট দেওয়া হলো যেটি স্কুল কলেজ থেকেই দিয়ে থাকে যা নমুনা ফরমেট দেখানো হলো।
নিম্নে স্কুলের প্রত্যয়ন পত্র লেখার নিয়ম দেওয়া হলোঃ-
কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ
স্থাপিত- স্কুল শাখা-১৯৬৫, কলেজ শাখা-১৯৯৯
ডাকঘর-কালীপুর বাজার, উপজেলা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর।
প্রত্যয়নপত্র
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোঃ আইনাল, পিতা-রাজ্জাক, কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ হইতে উনিশ শত চুয়াত্তর সালে মার্চ মাসে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বিজ্ঞান শাখা হইতে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অনুত্তীর্ণ হইয়াছে। এসএসসি পরীক্ষায় তাহার রোল দাউদ নং ৭০৫, রেজি নং- ১৬৬৮, সেশন-১৯৮৫-৮৬ইং রেকর্ড অনুসারে তার জন্ম তারিখ আটাশে ফেব্রুয়ারী উনিশত সাতষট্টি ইং।
আমি তাহার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
মোঃ আলমগীর হোসেন
অধ্যক্ষ
কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ
মতলব উত্তর, চাঁদপুর।
মোবাইল-
নিম্নে সাধারণ প্রত্যয়ন পত্র লেখার নিয়ম দেখানো হলোঃ-
প্রত্যায়নপত্র
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে,মোঃ সাকির, পিতা-মোঃ মোসলেম আলী, মাতাঃ মনোয়ারা বেগম, টিএ রোড, জেলাঃ নওগাঁ-৬৫০০। আমার জানামতে সে অত্যান্ত সৎ ও ভালচরিত্রের অধিকারী। সে কোন রাষ্ট্রদ্রুহী কার্যকলাপের সাথে জড়িত নহে।
আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
নিম্নে স্কুল কর্তৃক প্রশংসা পত্র লেখার নিয়ম দেখানো হলোঃ-
প্রশংসা পত্র
এই মর্মে প্রশংসা পত্র প্রদান করা যাইতেছে যে, মোঃ রাজিব, পিতা মোঃ জাহান গ্রামঃ পাহাড়পুর, পোঃ বক্শীমূল, থানাঃ তারাকান্দা, জিলাঃ ময়মনসিংহ। সে অত্র বিদ্যালয়ে নিয়মিত ছাত্র হিসাবে থেকে ১৯৯৭ইং সালে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করে ৮ম শ্রেনী হইতে নবম শ্রেনীতে উত্তীর্ণ হইয়াছে। ভর্তি বহি অনুসারে তাহার জন্ম তারিখ ২৫-০৯-১৯৭৩ইং।
আমার জানামতে সে, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে কোন রূপ অংশ গ্রহণ করে নাই।
আমি তাহার জীবনের সাফল্য ও উজ্জল ভবিষ্যত কামনা করি।
আরো পড়ুন-
- অভিযোগ পত্র লেখার নিয়ম ফরমেট, Official complaint letter
- সুপারিশ পত্র লেখার নিয়ম ফরমেট, Letter of Recommendation
- টিউশন ফি মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
- অন্যদের চাকরির জাবিনদার হওয়ার অঙ্গিকার পত্র ফরমেট
- চাকরি পাওয়ার জন্য আবেদন করার নিয়ম, Cover Letter for a job
- স্কুলের আইডি কার্ড পাওয়ার জন্য আবেদন ফরমেট