ডকুমেন্ট ফরমেট

ডিজিটাল নাম্বার প্লেট ও ডিজিটাল স্মার্ট কার্ড এর জন্য বিআরটি এ আবেদন করার নিয়ম

কোন কোম্পানী যখন বিআরটি তে গাড়ীর রেজিষ্ট্রেশন করে পরবর্তীতে যখন কোন প্রতিনিধি পাঠায় ডিজিটাল নাম্বার প্লেট ও ডিজিটাল স্মার্ট কার্ড পাওয়ার জন্য তখন কিভাবে সেই আবেদনটি করে থাকে তা নিয়ে আজকের এই আলোচনাটি। কথা সংক্ষিপ্তই করলাম অযথা আপনারদের সময় নষ্ট করব না।

নিচে আবেদনপত্রটির নমুনা ফরমেট দেওয়া হলো প্রথমেই তারিখ দিয়ে শুরু হল এবং সবশেষে নিবেদক দিয়ে শেষ করা হলো। নিবেদক এর নিচে কোম্পানীর নাম ব্যবহার করতে হবে বা সিল দিয়ে স্বাক্ষর করে দিতে হবে। যদি ব্যক্তি মালিকানা হয় তাহলে কোম্পানীর জায়গায় ব্যক্তি নাম হবে।

তারিখঃ

বরাবর,

সহকারী পরিচালক (ইঞ্জিঃ)

বিআরটি ঢাকা সার্কেল-১

মিরপুর-১৩, ঢাকা-১২১৬।

বিষয়ঃ ডিজিটাল নাম্বার প্লেট ও ডিজিটাল স্মার্ট কার্ড পাওয়া প্রসঙ্গে।

জনাব,

যথাবিহীত সম্মান পূর্বক আপনার অবগত করছি যে, Cat Bangladesh Ltd. এর মটর সাইকেলটি আপনার বিআরটিএতে রেজিষ্ট্রশনকৃত। যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-হ-৫৪-৮৭৭২, চেসিস নং- MBLJA06EZCGL0022, ইঞ্জিন নং- JA06EFCGL0007, আমাদের কোম্পানীর প্রতিনিধি মোঃ রিপন মিয়া (জাতীয় পরিচয়পত্র নং-৭৩৫৫৭০৬৪) তাই আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে, আমাদের প্রতিষ্ঠানের মটর সাইকেলটির ডিজিটাল নাম্বার প্লেট ও ডিজিটাল স্মার্ট কার্ড পাওয়ার জন্য আপনার যেন মর্জি হয়।

অতএব, আপনার সমীপে অনুরোধ আপনি উক্ত মটর সাইকেলটির ডিজিটাল নাম্বার প্লেট ও ডিজিটাল স্মার্ট কার্ড পেতে সাহায্য সহযোগিতা করিয়া আপনারা আমাদেরকে বাধিত করবেন।

                   নিবেদক

আশা করি যাদের এই আবেদনপত্রটি কিভাবে করে জানতে চান তারা পোস্টটির মাধ্যমে জানতে পারলেন। আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

আরো পড়ুন-

Quick Bangla

এই ওয়েবসাইটে সবচাইতে প্রাধান্য দেওয়া হয় টেক বিষয় গুলোকে তবে পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় বাংলা ব্লগ বিষয়ও পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button