চাকরির জন্য আবেদনপত্রের নমুনা (জীবন বৃত্তান্তসহ)
বাংলায় চাকরির আবেদন কিভাবে করতে হয়। চাকরির জন্য আবেদনপত্রের নমুনা (জীবন বৃত্তান্তসহ) পেয়ে যাবেন এই পোষ্টের মাধ্যমে। (Job Application Letter)
আমরা যখন কোন চাকুরিতে আবেদনপত্র দিতে যাই তখন অনেক জায়গায় আবেদনপত্রের সাথেই ওই ফরমেটেই জীবনবৃত্তান্ত তুলে ধরতে হয়, এরকম ক্ষেত্রে কিভাবে আবেদনপত্রটি লিখতে হয় এই নিয়েই আজকের আলোচনাটি।
প্রথমেই বরাবর দিয়ে যে কোম্পানীতে আবেদনপত্রটি করব তার ঠিকানাটি দিতে হবে, তারপর বিষয় টি দিতে হবে কিসের জন্য আবেদনপত্র করা হচ্ছে। এরপর মহোদয় দিয়ে এর নিচে আবেদনপত্রের কারনটি তুলে ধরতে হবে। এরপর নিচে জীবন বৃত্তান্ত টি দিয়ে দিতে হবে। এরপর অতএব তুলে ধরতে হবে এবং অতএব এর কথা গুলো দিয়ে এর নিচে তারিখ ও স্বাক্ষর এর জায়গা রেখে যদি বিজ্ঞপ্তিতে সংযুক্তি কপি যা যা চেয়ে থাকে সেগুলো উল্লেখ করে দিতে হবে।
নিম্নে চাকরির জন্য আবেদনপত্রের নমুনা (জীবন বৃত্তান্তসহ) দেওয়া হলোঃ-
বরাবর,
সচিব
বিএসটিএসএল
হোসাইনস টাওয়ার (৫ম ও ৬ষ্ঠ তলা)
প্লট নং-১০৩, ঢাকা ময়মনসিংহ রোড
সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০।
বিষয়ঃ- “কম্পিউটার অপারেটর” পদে চাকুরীর জন্য আবেদন।
মহোদয়,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনার সদয় সহানুভূতির জন্য বিনীত নিবেদন এই যে, ২৪ অক্টোবর ২০১৯ইং বৃহস্পতিবার দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানিতে পারিলাম আপনার অধীনে “পরিচালক” পদে লোক নিয়োগ করিবেন, আমি উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থী। নিম্নে আমার জীবন বৃত্তান্ত পেশ করিলাম।
১। নাম : মোঃ ফখরুল আলম
২। পিতার নাম : মোঃ খুরশেদ আলম
৩। মাতার নাম : মোসাঃ রানুয়ারা বেগম
৪। স্থায়ী ঠিকানা : গ্রাম-……….., পোঃ …………, থানা-…..….., জেলা-………..।
৫। বর্তমান ঠিকানা : বনানী, ঢাকা-১২১৩।
৬। জন্ম তারিখ : ১৪/০২/১৯৮৬ইং (৩৫ বছর ২ মাস ২৩ দিন)
৭। ধর্ম : ইসলাম
৮। জাতীয়তা : বাংলাদেশী
৯। শিক্ষাগত যোগ্যতা : মাস্টারস অব সোশাল সাইন্স (এমএসএস)।
১০। অভিজ্ঞতা : নাহার গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এ অফিসার পদে এপ্রিল ২০১০ইং তারিখ হইতে এখনো কর্মরত আছি।
১১। মোবাইল : ০১৯১১০০০০০০
অতএব মহোদয় সমীপে আমার আকুল আবেদন আমার উপরোক্ত বিবরণ সদয় বিবেচনা পূর্বক আমাকে উল্লেখিত পদে চাকুরী দান করিতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত নিবেদক
তারিখঃ-
(মোঃ ফখরুল আলম)
সংযুক্তঃ-
১. ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
২. সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
৩. সকল অভিজ্ঞতার সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি।
৪. নাগরিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
৫. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৬. চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি।
নিম্নে আরেকটি চাকরির জন্য আবেদনপত্রের নমুনা (জীবন বৃত্তান্তসহ) দেওয়া হলোঃ-
বরাবর,
পরিচালক
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
এনায়েতপুর, চৌহালী, সিরাজগঞ্জ।
বিষয়ঃ- মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওথেরাপি বিভাগ) পদে চাকুরীর জন্য আবেদন।
মহোদয়,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনার সদয় সহানুভূতির জন্য বিনীত সহকারে নিবেদন এই যে, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানিতে পারিলাম আপনার অধীনে মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওথেরাপি বিভাগ) পদে লোক নিয়োগ করিবেন আমি উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থী। নিম্নে আমার জীবন বৃত্তান্ত পেশ করিলাম।
১। নাম ঃ মোঃ উখরুল আলম।
২। পিতার নাম ঃ মোঃ খুরশেদ আলম।
৩। মাতার নাম ঃ মোসাঃ রানু বেগম।
৪। স্থায়ী ঠিকানা ঃ গ্রাম-হাবাসপুর, পোঃ মনিগ্রাম (৬২৮০), থানা-বাঘা, জেলা-কিশোরগঞ্জ।
৫। বর্তমান ঠিকানা ঃ গ্রাম-হাবাসপুর, পোঃ মনিগ্রাম (৬২৮০), থানা-বাঘা, জেলা-কিশোরগঞ্জ।
৬। জন্ম তারিখ ঃ ১৫/০৬/১৯৯৫ইং
৭। ধর্ম ঃ ইসলাম
৮। জাতীয়তা ঃ বাংলাদেশী
৯। শিক্ষাগত যোগ্যতা ঃ মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওথেরাপি বিভাগ)
১০। অভিজ্ঞতা ঃ ১। ১৮ সপ্তাহ ব্যাপী ইন্টার্নশিপ সম্পন্ন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
২। ৬ মাস ব্যাপী অনারারী সম্পন্ন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
১১। রেফারেন্স ঃ ১। প্রফেসর ডাঃ কাজী মোস্তাক হোসেন, এমবিবিএস (ডিএমসি) এম.ফিল (বিএসএমএমইউ), ক্যান্সার স্পেশাললিস্ট, প্রফেসর এন্ড হেড, রেডিওথেরাপি, ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। মোবাইলঃ ।
২। ডাঃ রকিব উদ্দিন আহমেদ, এমবিবিএস, এম.ডি (রেডিওথেরাপি), এসোসিয়েট প্রফেসর, রেডিওথেরাপি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। মোবাইলঃ ০১———-।
অতএব মহোদয় সমীপে আমার আকুল আবেদন আমার উপরোক্ত বিবরণ সদয় বিবেচনা পূর্বক আমাকে উল্লেখিত পদে চাকুরী দান করিতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত নিবেদক
তারিখঃ-
(মোঃ উখরুল আলম)
সংযুক্তঃ-
১. ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
২. সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
৩. সকল অভিজ্ঞতার সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি।
৪. নাগরিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
৫. জন্ম সনদের সত্যায়িত ফটোকপি।
নিম্নে আরেকটি চাকরির জন্য আবেদনপত্রের নমুনা (জীবন বৃত্তান্তসহ) দেওয়া হলোঃ-
তারিখ ঃ
বরাবর
রেজিষ্টার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
ঢাকা-১০০০।
বিষয়ঃ শহীদ স্মৃতি হলের স্থায়ী সুপারভাইজার পদের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, বিশ্বস্ত সূত্রে জানতে পারিলাম আপনার অধিনে ‘‘সুপারভাইজার” পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যাবলী আপনার সদয় বিবেচনার জন্য নি¤েœ পেশ করিলাম।
১। নাম : মোঃ নূর ইসলাম
২। পিতার নাম : মোঃ নজরুল ইসলাম
৩। মাতার নাম : ঝর্ণা আক্তার
৪। বর্তমান ঠিকানা : ২৩/ই, বুয়েট স্টাফ কোয়ার্টার।
৫। স্থায়ী ঠিকানা : গ্রাম/শহরঃ শান্তিপাড়া, পোঃ সৈয়দপাড়া, থানাঃ ফতুল্লা, জেলাঃ নারায়নগঞ্জ।
৬। বৈবাহিক অবস্থা : বিবাহিত
৭। ধর্ম : ইসলাম
৮। জন্ম তারিখ : ১২/০২/১৯৯২ইং
৯। জাতীয়তা : বাংলাদেশী।
১০। মোবাইল : ০১৫৫৫৮০০০
১১। জাতীয় পরিচয়পত্র নং : ২৫৫৮৫৮২৩৬
১২। শিক্ষাগত যোগ্যতা :
ক্রমিক | পরিক্ষার নাম | বিভাগ | পাশের সন | জি.পি.এ | বোর্ড |
০১ | দাখিল | বিজ্ঞান | ২০০৬ | ৪.৬৭ | মাদ্রাসা |
০২ | ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং | সিভিল | ২০১২ | ২.৬৩ | বাকাশিবো |
অতএব, মহোদয়ের নিকট আবেদন এই যে উক্ত পদে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানে যাবতীয় ব্যবস্থা করিতে মর্জি হয়।
বিনীত নিবেদক
মোঃ নওশাদ ইসলাম
সংযুক্তিঃ
১। সকল সার্টিফিটেকট এর সত্যায়িত ফটোকপি।
২। ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি।
৩। ব্যাংক ড্রাফট এর ক্রমিক নং……………………….
ভিডিও দেখুন- কিভাবে চাকরির আবেদন করতে হয়, বায়োডাটা ও আবেদনপত্র লিখার নিয়ম👇
আরো জানুন-