টিউটোরিয়াল ভিডিওডকুমেন্ট ফরমেট

বিয়ের বায়োডাটা তৈরি করার নিয়ম, How to make marriage biodata

আমাদের কত কি প্রয়োজনে বায়ো-ডাটা দরকার হয়ে থাকে। তার মধ্যে এখন বেশির ভাগই বিয়ের বায়োডাটা দরকার হয়। কারন একজন মানুষের পরিচয় এবং অনেক তথ্যই একটি বায়োডাটায় উল্লেখ থাকে, যার কারনে বায়োডাটা দেখে একজন মানুষের সম্পর্কে জানা যায়।

বিয়ের জন্য যে বায়োডাটা বা যে সিভি টি তৈরি করা হয় তা চাকুরীর জন্য তৈরি করা সিভি’র চেয়ে কিছুটা ভিন্ন হয়ে থাকে।কারণ বিয়ের জন্য বায়োডাটাতে গায়ের রং কি উল্লেখ করতে হয় ও পরিবারের সদস্যরা কি করেন বা কত জন, এ গুলো উল্লেখ করতে হয়, পাশাপাশি বাবার পরিবারের দাদা দাদি চাচা চাচি কে কি করেন উল্লেখ করতে হয় এবং মায়ের বাবার বাড়ির মামা খালা কে কি করেন এগুলোও উল্লেখ করতে হয়। তবে বিয়ের বায়োডাটাতে এ সবকিছু দিতেই হবে এমন কোন কথা নেই, যে যেভাবে দিতে মনে চায় সেভাবেই দিয়ে থাকে।

নিচে ইংলিশে বিয়ের বায়োডাটা এর নমুনা দেওয়া হলো

এই নমুনা দেখে আপনিও চাইলে বিবাহের বায়োডাটা করতে পারেন।

  • প্রথমেই Bismillahir Rahmanir Rahim বিসমিল্লাহির রাহমানির রাহিম দিয়ে শুরু হল।
  • দ্বিতীয় এ আছে Introducing দিয়ে নামটি।
  • তৃতীয়তে আছে Personal Information এখানে নাম, জন্ম তারিখ, ঠিকানা, উচ্চতা, ধর্ম, গায়ের রং উল্লেখ করা হয়েছে।
  • চতুর্থ তে আছে Education শিক্ষাগত যোগ্যতা কি কি।
  • পঞ্চম এতে আছে Family Information পরিবারের তথ্য।
  • ষষ্ঠ এতে আছে Paternal Family বাবার পরিবারের তথ্য।
  • সপ্তম এতে আছে Maternal Family মায়ের পরিবারের তথ্যাদি।

এই বায়োডাটাতে স্বাক্ষরের কোন দরকার হয় না। তাই সবশেষে কোন স্বাক্ষরের জায়গা রাখা হয়নি।

Bismillahir Rahmanir Rahim

Introducing “Merin Jahan”

Personal Information

Name                                       :         Merin Jahan

Date of Birth                           :         19 Dec 1995

Permanent Address                 :         Flat-1/B, 1st Floor, House # 20, West

                                                          Monipur, Mirpur-2, Dhaka-1216.

Permanent Address  Village    :         Sultanpur, B-Baria.

Present Address                      :         Flat # A-2, House # 19, Road #03,

                                                          Banani, Dhaka-1213.

Height                                      :         5-2″

Religion                                   :         Islam (Sunni)

Complexion                             :         Fair

Education :

S.S.C                                       :         GPA-05 in Science 2010 from Shaheed, Anwar Girl’s College Dhaka Cantt.

H.S.C                                      :         GPA-05 in Science 2012 from Shaheed, Anwar Girl’s College Dhaka Cantt.

Hon’s                                      :         Hon’s in Bengali at Jahangirnagar,  University , Savar and stood 1st class 2nd.

Master’s                                   :         Recently completed final exam of Master’s and now preparing for BCS Exam.

Family Information :

Father                                      :         Md. Khorshed Alam, Business Man, Cell:

Mother                                    :         Ranoara (Home Maker)

Brother                                    :         Ahmed

Sister                                       :         Afroza

Paternal Family :

Uncle (Chacha-1)                     :         Sobur Alam (Advisor Surjer Hasi)

Uncle (Chacha-2)                     :         Engg. Sahabuddin (Senior Executive)

                                                          Real Bank of Canada) at Canada.

Aunty (Fufu)                           :         Sharifa (Principal Officer)

                                                         Rupali Bank, B-Baria

Maternal Family :

Uncle (Mama)                          :         MD. Rakib, Lawyer,  (Now at new York City) USA.

Uncle (Mama)                          :         Mynul Islam, Lawyer, Japan

আশা করি যাদের ম্যারিজ বায়োডাটা করার দরকার বা জানতে চান কিভাবে বিয়ের বায়োডাটা করতে হয় তাহলে এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারলেন এবং চাইলে তথ্য গুলোকে কপি করে নিজের মত তথ্য দিয়ে সাজিয়ে বিবাহের বায়োডাটা তৈরি করতে পারেন।

আর কোন কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন ও লেখা এবং তথ্যটি ভাল লাগলেও কমেন্ট করে জানাতে পারেন।

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

ভিডিও দেখুন- বিয়ের জন্য বায়োডাটা লেখার নিয়ম, Marriage CV Format in Bangladesh

আরো জানুন-

Quick Bangla

এই ওয়েবসাইটে সবচাইতে প্রাধান্য দেওয়া হয় টেক বিষয় গুলোকে তবে পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় বাংলা ব্লগ বিষয়ও পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button