৫টি ফ্রি পিএনজি ছবি ডাউনলোড করার ওয়েবসাইট, Best png Website
এই পোষ্টের মাধ্যমে ৫টি ফ্রি পিএনজি ছবি ডাউনলোড করার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবেন। (Copyright Free PNG Images, Top 5 Best png Website)
৫টি ফ্রি ওয়েবসাইটের সাথে পরিচিত হবো যে ওয়েবসাইট গুলোর মাধ্যমে PNG Images ডাউনলোড করতে পারবো। আমাদের অনেক প্রয়োজনে প্রায় সময় বিভিন্ন ধরনের পিএনজি ছবির দরকার হয়ে থাকে। তাই যাদের ফ্রি পিএনজি ছবির দরকার তাদের জন্য আজকের এই লেখাটি অনেক কাজে দিবে।
তাহলে চলুন নিম্নে পরিচিত হওয়া যাক ৫টি ফ্রি পিএনজি ছবি ডাউনলোড করার ওয়েবসাইট এর সাথেঃ
১. clean png
প্রথম নাম্বারে বলব cleanpng.com ওয়েবসাইটের কথা, এই ওয়েবসাইটের মাধ্যমে অসংখ্য পিএনজি ছবি ডাউনলোড করতে পারবেন।
ওয়েবসাইটে প্রবেশ করার পরই অনেক গুলো ক্যাটাগরি উপরেই দেখতে পাবেন, যেমন- Watercolor, September, Autumn, Diwali, Halloween, Kwanzaa, Thanksgiving Day, Back to School, 2022 Happy New Year এই ক্যাটাগরি থেকে আপনার পছন্দের ক্যাটাগরি ক্লিক করে বা প্রবেশ করেও আপনি ছবি ডাউনলোড করতে পারেন অথবা সার্চ বক্সের মাধ্যমে যেকোন কিছুর নাম লিখেও পছন্দনীয় দরকারী ছবিটি সার্চ করে নিয়ে আসতে পারেন।
যেকোন পিএনজি ছবি ডাউনলোড করার জন্য সে ছবিটির উপর ক্লিক করতে হবে, ছবিটি ওপেন হওয়ার পর নিচের দিকে লেখা থাকবে Free Download এখানে ক্লিক করলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে।
২. free png img
দ্বিতীয় নাম্বারে জানব freepngimg.com ওয়েবসাইটটির কথা। এই সাইটটির মাধ্যমেও পিএনজি ছবি ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটে গেলে প্রথমেই ক্যাটাগরিতে Home, Frame, Icon, Color এগুলো পেয়ে যাবেন।
Frame এর মধ্যে বিভিন্ন ডিজাইনের ফ্রেম পেয়ে যাবেন, Icon এর মধ্যে ক্লিক করলে বিভিন্ন ধরনের আইকন পেয়ে যাবেন ও Color এ ক্লিক করে আপনি যে ধরনের কালারের ইমেজ খুজতে চাচ্ছেন সে কালারটি সিলেক্ট করে দিলে সে ধরনের কালারের ইমেজ সার্চ করে এনে দেবে।
তাছাড়াও ওয়েবসাইটে সার্চ এর অপশন আছে যেখানে যেকোন নাম দিয়ে ইমেজ সার্চ করে আনতে পারেন ও যে ছবিটি পছন্দ হবে সেটিতে ক্লিক করে ওপেন করে ডাউনলোড করে নিতে পারবেন।
এছাড়াও নিচের দিকে আরো অনেক ধরনের নামের উপর ক্যাটাগরি তৈরি করা আছে সেগুলোতে গিয়েও ছবি ডাউনলোড করতে পারেন।
৪. png mart
তৃতীয় নাম্বারে বলব pngmart.com এর ওয়েবসাইটের কথা। এই ওয়েবসাইটে ১,০১,৫০৯ এরও বেশি ফ্রি হাই কোয়ালিটির ট্রান্সপেরেন্ট পিএনজি ছবি পেয়ে যাবেন। এই সাইটে গেলে উপরেই দেখা যাবে ক্যাটাগরি নামের একটি অপশন আছে সেখানে ক্লিক করলে অনেক গুলো ইমেজসহ ক্যাটাগরি আসবে
যেমন-Animals, Art, Frames, Cartoons, Celebrities, Electronics, Fantasy, Fashion, Fictional, Food, Gaming, Holidays, Internet, Love, Movies, Music, Nature, Objects, People, Signs, Sports, Transportation, Travel, Zodiac Signs এই ক্যাটাগরি থেকে বিভিন্ন ছবি ডাউনলোড করতে পারবেন।
৫. stick png
চথুর্ত নাম্বারে পরিচিত হবো stickpng.com ওয়েবসাইটের সাথে। এই ওয়েবসাইটে গেলে প্রথমেই সার্চ অপশন পেয়ে যাবেন, যে সার্চ অপশন থেকে বিভিন্ন নামে সার্চ দিয়ে ছবি আনতে পারবেন। তাছাড়াও এই সাইটের নিচের দিকে বিভিন্ন ক্যাটাগরির ইমেজ পেয়ে যাবেন।
৬. holiday png
পঞ্চম নাম্বারে holidaypng.com ওয়েবসাইটটির সাথে পরিচিত হবো। এই ওয়েবসাইটের মাধ্যমেও পিএনজি ছবি ডাউনলোড করতে পারবেন। এই সাইটে গেলে প্রথমেই একটি সার্চ বক্স পেয়ে যাবেন, যেখানে যেকোন নাম দিয়ে সার্চ করে নিয়ে আসতে পারেন প্রয়োজন অনুসারে এবং ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও নিচের দিকে লক্ষ্য করলে দেখা যাবে Trending Latest Categories নামের অপশন গুলো থেকেও ছবি ডাউনলোডের সুবিধাগুলো পেয়ে যাবেন।
বোনাস ওয়েবসাইট হিসেবে বলা যেতে পারে pngkey.com ওয়েবসাইটটির কথা, এই ওয়েবসাইটের মাধ্যমেও পিএনজি ছবি ডাউনলোড করতে পারবেন, তবে ওয়েবসাইটটি একটু স্লো মনে হলো। তবে যাইহোক ওয়েবসাইটে গেলে নিচে নিচে অনেক ছবি বা ক্যাটাগরি পেয়ে যাবেন যা থেকে পিএনজি ছবি গুলো ডাউনলোড করতে পারবেন।
সর্বশেষ কথা হলো এই আর্টিকেল এর মাধ্যমে ৫টি ফ্রি পিএনজি ছবি ডাউনলোড করার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও পিএনজি ছবি কিভাবে তৈরি করতে হয় তার জন্য ইউটিউবে গিয়ে এই ভিডিও দেখতে পারেন।
৫টি ওয়েবসাইটের মাধ্যমে PNG ছবি ডাউনলোড করার নিচের ভিডিওটি টিউটোরিয়ালটি দেখুন-
Related Tags: copyright free images, free png images, how to download free png, free png,how to download png images, free png images for photoshop, royalty free images, how to use copyright free images, png images, download png images, royalty free images for commercial use, how to download copyright free images from google, png, how to download free png images, how to download copyright free png images, png image
আরো জানুন-