ডকুমেন্ট ফরমেট

মাতার নাম ও বয়স সংশোধন সংক্রান্ত হলফনামা করার নিয়ম

এই পোষ্টে মাতার নাম ও বয়স সংশোধন সংক্রান্ত হলফনামা করার নিয়ম জেনে নিন। কিভাবে ষ্ট্যাম্প পেপারে এফিডেভিট লিখতে হয় সকল নিয়ম জানুন।

যে কোন ডকুমেন্ট বা সার্টিফিকেট এ নামের বানান ভুল হলে বা নাম ভুল আসলে তখন এফিডেভিট করে তারপর ঠিক করতে হয় আবার বয়স বা জন্ম তারিখ সংশোধন করার জন্যও হলফনামা করে সঠিক করে নিতে হয়। কিন্তু মাতার নাম ও নিজের বয়স যদি একসাথে সংশোধন করতে হয় তাহলে কিভাবে হলফনামা (এফিডেভিট) করতে হয় সেটাই এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন। এই পোষ্টে নাম সংশোধন সংক্রান্ত হলফনামা ও বয়স সংশোধন সংক্রান্ত হলফনামার একটি নমুনা ফরমেট নিম্নে দেওয়া হবে যে ফরমেটটি দেখে বুঝতে পারবেন কিভাবে হলফনামাটি করতে হয় এবং ফরমেটটির তথ্য পরিবর্তন করে নতুন ভাবে আরেকটি এরকম হলফনামা তৈরি করতে পারবেন।

নিচে মাতার নাম ও বয়স সংশোধন সংক্রান্ত হলফনামা করার নিয়ম এর নমুনা ফরমেট তুলে ধরা হলোঃ-

নোটারী পাবলিকের কার্যালয় বাংলাদেশ, ঢাকা।

মাতার নাম ও বয়স সংশোধন সংক্রান্ত হলফনামা


আমি, মোঃ মজিবুর, পিতা- মোঃ খুরশেদ, মাতা- ছাকিরা বেগম, ঠিকানা: গ্রাম-আদেল মুন্সীর কান্দি বড় কেশবপুর, পোষ্ট- হোগলারমাঠ, উপজেলা/থানা- শিবচর, জেলা- মাদারীপুর, পেশা- ব্যবসা, ধর্ম-ইসলাম, জাতীয়তা- বাংলাদেশী এই মর্মে হলফ করিতেছি যে,

১. আমি বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে। আমি আইনগতভাবে যেকোন বৈধ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী।
২. আমার পাসপোর্ট যাহার নং AY 1514455-এ আমার মাতার নাম ছাকিরা বেগম (Chakira Begum) এবং আমার জন্ম তারিখ ১২ ফেব্রুয়ারী ১৯৭৭ইং আছে।
৩. আমার জাতীয় পরিচয় পত্রে যাহার নং ৬৪১৮৭৫৪-এ ভুল বসতঃ আমার মাতার নাম ছাবেরা খাতুন এবং আমার জন্ম তারিখ ০৬ জানুয়ারী ১৯৮৬ইং হইয়াছে।
৪. প্রকৃত পক্ষে পাসপোর্ট অনুযায়ী আমার মাতার নাম হইবে ছাকিরা বেগম (Chakira Begum) এবং আমার জন্ম তারিখ হইবে ১২ ফেব্রুয়ারী ১৯৭৭ইং।

চলমান পাতা # ২

(পাতা-২)

৫. এখন থেকে সর্বত্র আমার মাতার নাম হইবে ছাকিরা বেগম (Chakira Begum) এবং আমার জন্ম তারিখ হইবে ১২ ফেব্রুয়ারী ১৯৭৭ইং।

উপরে বর্ণিত বিবরণসমূহ আমার জ্ঞান মতে সত্য জানিয়া অদ্যকার তরিখে নোটারী পাবলিকের সম্মুখে অত্র হলফনাময় আমার নিজনাম দস্তখত করিলাম। ইতি, তারিখঃ ২০/০৭/২০১৯ইং

———————-
হলফকারীর স্বাক্ষর

হলফকারী আমার পরিচিত এবং তিনি আমার সম্মুখে অত্র হলফমায় তাহার নিজ নাম দরখাস্ত করিয়াছেন।

——————
এডভোকেট

নিম্নে আরেকটি হলফনামা করার নিয়ম ফরমেট দেওয়া হলোঃ-

হলফনামা
বরাবর, নোটারী পাবলিক, ঢাকা, বাংলাদেশ

আমি মোঃ হারুনুর রশিদ, পিতা-মোঃ সিরাজুল ইসলাম, মাতা-শাহানুর বেগম, ঠিকানাঃ গ্রাম-উঃ , পো-বাংলাবাজার, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী। জাতীয়তা-বাংলাদেশী, পেশা- ব্যবসা, ধর্ম-ইসলাম, এই মর্মে হলফ পূর্বক ঘোষনা করিতেছি যে, আমার নামের সঠিক বানান মোঃ হারুনুর রশিদ এবং জন্ম তারিখঃ ৩১-১০-১৯৮০ ইং কিন্তু ভুল বশতঃ লেখা হয়েছে (হারুনুর রশিদ) এবং জন্ম তারিখ- ৩১-১০-১৯৭২ইং । তাই আমি আমার নামের সঠিক বানানটি হলো (মোঃ হারুনুর রশিদ ) এবং সঠিক জন্ম তারিখ হলো ( ৩১-১০-১৯৮০ ইং) । তার স্বপক্ষে আমি আমার যাবতীয় কগজপত্র পেশ করছি।

চলমান পাতা-২

পাতা-২

এতদ্বার্থে আমি হফলকারী স্বেচ্ছায়, সুস্থ্য শরীরে, সুস্থ্য মস্তিস্কে অন্যের বিনা প্ররোচনায় হলফনামা পড়িয়া ও পড়াইয়া , শুনিয়া ও শুনাইয়া, বুঝিয়া ও বুঝাইয়া ইহার মর্ম ভালভাবে অবগত হইয়া শুদ্ধ স্বীকার অত্র হলফ নামায় নিজ নাম সহি স্বাক্ষর প্রদান করিলাম। ইতি তাং-

……………………………
হলফকারীর স্বাক্ষর

হলফকারী আমার পরিচিত এবং

আমার সম্মুখে স্বাক্ষর করিয়াছে।

আমি তাহাকে সনাক্ত করিলাম।

……………………………
সনাক্তকারীর স্বাক্ষর

নিম্নে আরেকটি হলফনামা করার নিয়ম ফরমেট ইংরেজিতে দেওয়া হলোঃ-

BEFORE THE NOTARY PUBLIC, DHAKA, BANGLADESH

AFFIDAVIT

Name Correction

I,SHAHANOR AKTER, wife of ABUL KALAM ALAL, daughter of AROB & RINA BEGUM, of Permanent Address: Alalpur, Alalpur, Atagram, Kishoreganj. Nationality- Bangladeshi, do hereby solemnly affirm and declare the following:-

1.       That I am a permanent resident and citizen of Bangladesh by birth.

2.       That SHAIAN KALAM ALAL is my son & I am his Mother.

3.       That my son Present Passport No. BJ07498001 and his Previous Passport No. BF0064120.

4.       That due to inadvertent mistake/unawareness of my Son Name appears in the following documents:

DocumentMiss – Match and Mistake
Spelling of my Son Name in his Previous Passport (BF0064120) which is Miss-Match and Mistake.  Son Given Name: SHAIAN KALAM Surname:ALAL  
Spelling of my Son Name as per his Present Passport (BJ07498001) which is correct.Given Name: SHAIAN Surname: KALAM ALAL  

5.         I further declare that from now my son actual Given Name: SHAIAN Surname: KALAM ALAL will be used in his every document.

That the statements made above are true and correct to the best of my knowledge and belief.

…………………………………..

Signature of Deponent

The Deponent is known to me, identified by me and she has signed in my presence.

……………………………..

                                                                  Advocate

নিম্নে আরেকটি হলফনামা করার নিয়ম ফরমেট ইংরেজিতে দেওয়া হলোঃ-

­DEPARTMENT OF HOMELAND SECURITY

U.S CITIZENSHIP AND IMMIGRATION SERVICES

BIRTH AFFIDAVIT

In the matter of: Wadia Rahman

AFFIDAVIT: Bahauddin Rahman

1. My name is Bahauddin Rahman. I was born on June 25, 1957 in Comilla, Bangladesh. I live at House # 55/ E, Road # 55/A, Banani, Dhaka-1213, Bangladesh. My phone number is +8801700000.

2. This affidavit is provided on behalf of Wadia Rahman.

3. Wadia Rahman was born on April 23, 1988 in Dhaka, Bangladesh.

4. Wadia Rahman parents are Father: Bahauddin Rahman and Mother: Saqeya Rahman.

Contd Page-02

Page-02

5. I, Bahauddin Rahman father of Wadia Rahman solemnly declare that Wadia Rahman is my daughter and she was born on April 23, 1988. At the time she was born, the government of Bangladesh did not register her birth. Government issued a late registration birth certificate for Wadia Rahman on September 2, 2007, registration number 038880.

Contd Page-03

Page-03

I declare under penalty of perjury, that the foregoing is a true and correct statement.

_____________________ Bahauddin Rahman07/14/2020 ______________ Date

Subscribed and sworn to (affirmed) before me on July 14,2019 in Dhaka, Bangladesh.

__________________

Notary Public

শেষ কথাঃ

আশা করি এখানের ফরমেট গুলো থেকে জানতে পারলেন কিভাবে মাতার নাম ও বয়স সংশোধন হলফনামা করার নিয়ম সম্পর্কে। এবং বাংলা ও ইংরেজিতে কতগুলো ফরমেট দেখানো হলো যা দিয়ে নিজেদের হলফনামা তৈরি করতে পারবেন।

আরো জানুনঃ-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker