৭টি ফ্রি কার্টুন দেখার ওয়েবসাইট সম্পর্কে জেনে নিন
এই পোষ্টের মাধ্যমে ৭টি ফ্রি কার্টুন দেখার ওয়েবসাইট সম্পর্কে জেনে নিন। আমরা যারা কার্টুন ভিডিও দেখতে পছন্দ করি তাদের জন্য তথ্যবহুল আর্টিকেল।
ফ্রি কার্টুন দেখার ওয়েবসাইট
ছোট বড় প্রায় সবারই কার্টুন বা এনিমেশন ভিডিও দেখার একটা আগ্রহ থেকে থাকে। আমাদের কাছে কার্টুন দেখার একটা ভালবাসা ও আবেগ মনের ভিতরে কাজ করে থাকে। আমরা আগে শুধু মাত্র টিভিতে কার্টুন দেখে থাকতাম, এখন প্রযুক্তির আরো উন্নয়নে আমরা আজ চাইলে ওয়েবসাইটে গিয়ে যখন খুশি তখন যেকোন ধরনের কার্টুন দেখে থাকতে পারি।
আজকে কার্টুন বা অ্যানিমেশন দেখার ৭টি ফ্রি ওয়েবসাইট সম্পর্কে বলব (watch cartoon online for free) যেসব সাইট গুলোর মাধ্যমে কার্টুন দেখা ডাউনলোড করাসহ কিছু সাইটের মাধ্যমে কার্টুন গেমও খেলে নিতে পারবেন।
৭টি ফ্রি কার্টুন দেখার ওয়েবসাইট সম্পর্কে জেনে নিন
২. Cartoon Network
আমরা কম বেশি সবাই CN বা Cartoon Network এই নাম গুলো সাথে মোটামোটি পরিচিতই আছি। এনিমেশন কার্টুন শো এর জন্য Cartoon Network একটি জনপ্রিয় টিভি চ্যানেল। CN বা Cartoon Network এর টিভি চ্যানেল এর পাশাপাশি মোবাইল এপ্লিকেশন ও ওয়েবসাইট সার্ভিস এই দুই ভাবেও এনিমেশন কার্টুন দেখা যাবে। Cartoon Network এর ওয়েবসাইটে গেমও খেলার পদ্ধতি রয়েছে, চাইলে ফ্রি ভিডিও দেখার পাশাপাশি গেমও খেলে নেওয়া যাবে।
১. Supercartoons
আমরা যদি পুরোনো কার্টুন এর খোজ করে থাকি তাহলে Supercartoons ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে কার্টুন দেখা যাবে। এই সাইটে ১০০০ এর উপরে কার্টুন ভিডিও রয়েছে। যেখান থেকে চাইলে ৯০ এর দশকের পুরোনো জনপ্রিয় কার্টুন গুলো দেখে নেওয়া যাবে।
৩. Cartoonito
একদম বাচ্চাদের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এখানে বাচ্চাদের শিক্ষামুলক এনিমেশন ভিডিও দেওয়া হয়ে থাকে। এছাড়াও এখানে এনিমেশন ভিডিওর পাশাপাশি গেম, মিউজিক পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটি বাচ্চাদের জন্য খুবই শিক্ষনীয় একটি সাইট।
৫. Kissanime
কার্টুন দেখার জন্য আরেকটি সাইট হলো Kissanime ওয়েবসাইট যেখানে একদম ফ্রিতে এনিমেশন কার্টুন দেখতে পাওয়া যাবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির নতুন পুরোনো অ্যানিমেশন সিরিজ এবং মুভি দেখতে পাওয়া যাবে। এই সাইটে HD ফরমেটে ভিডিও গুলি পেয়ে যাবেন।
৪. Kisscartoon
আমরা যদি ৯০ এর দশকের সময়ের জনপ্রিয় কার্টুন গুলি দেখতে চায় তাহলে এই ওয়েবসাইটটির মাধ্যমে দেখতে পারবো। এখানে এনিমেশন ভিডিও গুলির সম্পূর্ন সিরিজ গুলো একসাথে দেখতে পাওয়া যাবে।
৬. Toonjet
এই ওয়েবসাইটটি দেখে আপনার অবশ্যই ভাল লাগবে কারন এখানে ৯০ এর দশক, ৮০ এর দশক ও ৭০ এর দশক এর চেয়েও পুরো কার্টুন বা অ্যানিমেশন গুলো এখানে পাওয়া যাবে। আপনি যদি পুরোনো দিনের কার্টুন গুলিও দেখতে চান তাহলে এই সাইটটি ভিজিট করতে পারেন।
৭. YouTube
বর্তমান পৃথিবীতে সব রকমের ভিডিও শেয়ারিং এর জন্য ইউটিউব এক নাম্বার পজিশনে রয়েছে। তাই এখানে আপনি কার্টুন ভিডিও দেখারও অনেক চ্যানেল রয়েছে। ইউটিউবে আপনি একদম ফ্রিতে কার্টুন ভিডিও লিখে সার্চ করে লক্ষ লক্ষ কার্টুন ভিডিও দেখতে পারবেন। শুধু মাত্র আপনি যে ধরনের কার্টুন ভিডিও দেখতে চান সে নামটি লিখে সার্চ করতে পারেন তাহলেই আপনার সামনে সে রিলেটেড ভিডিও গুলো প্রদর্শন করবে আর সেখান থেকে ভিডিও গুলো দেখে নিতে পারবেন।
শেষ কথা হলোঃ
আশা করি আপনি যদি কার্টুন ভিডিও দেখতে চান তাহলে আর্টিকেলে দেওয়া তথ্য মতে ৭টি ফ্রি কার্টুন দেখার সাইট সম্পর্কে জানতে পারলেন।
আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ রইল।
আরো জানুন-