ডকুমেন্ট ফরমেট

জন্ম তারিখ সংশোধনের হলফনামা তৈরি করার নিয়ম

এই পোষ্টে জন্ম তারিখ সংশোধনের হলফনামা তৈরি করার নিয়ম, সার্টিফিকেট বয়স সংশোধন করার নিয়ম বা এফিডেভিট করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

জন্ম তারিখ সংশোধনের জন্য কিভাবে হলফনামা তৈরি করতে হয় তা এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন। জন্ম তারিখ সংশোধনের হলফনামা এর দুটি নমুনা ফরমেট নিম্নে উল্লেখ করা হলো, যে নমুনা ফরমেটটি দেখে জন্ম তারিখ সংশোধেরন হলফনামা আপনি নিজেও তৈরি করতে পারবেন। হলফনামাটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে লিখার পর সেটিকে পেইজ সেটাপ করে ষ্ট্যাম্পে প্রিন্ট করে নোটারী করা যাবে। এ পোষ্টে জন্ম তারিখ সংশোধনের নমুনা ফরমেটটির তথ্য পরিবর্তন করে আপনিও পারবেন হলফনামা তৈরি করার।

নিচে জন্ম তারিখ সংশোধনের হলফনামা এর নমুনা ফরমেট তুলে ধরা হলোঃ-

নোটারী পাবলিকের কার্যালয় ঢাকা, বাংলাদেশ

জন্ম তারিখ সংশোধনের হলফনামা


আমি, মোঃ মামুন চৌধুরী, পিতা- ফারুক হোসেন চৌধুরী, বয়স-৪২, সাং-৬৬০, মালিবাগ, থানা-মতিঝিল, জেলা- ঢাকা, পেশা-ব্যবসা, ধর্ম-ইসলাম, জাতীয়তা- বাংলাদেশী এই মর্মে হলফ করিতেছি যে,

১. আমি বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে। আমি আইনগতভাবে যেকোন বৈধ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী।
২. আমার কন্যা জান্নাতুল ফেরদৌস সায়মা আমার ঔরশে আমার স্ত্রীর গর্ভে ১৭/১২/১৯৯৪ইং জন্ম গ্রহণ করে। কিন্তু ভুল বশতঃ ভর্তির সময়ে আমার কন্যার জন্ম তারিখ ১৭/১২/১৯৯৪ইং-এর স্থলে ১৭/১২/১৯৯২ইং লিপিবদ্ধ হইয়াছে। অথচ আমার কন্যার প্রকৃত জন্ম তারিখ হইবে ১৭/১২/১৯৯৪ইং।
৩. অদ্য হইতে নবম শ্রেণীতে ভর্তির আবেদনে আমার কন্যার জন্ম তারিখ ১৭/১২/১৯৯২ইং এর পরিবর্তে ১৭/১২/১৯৯৪ইং হইবে।

উপরে বর্ণিত বিবরণসমূহ আমার জ্ঞান মতে সত্য জানিয়া অদ্যকার তরিখে নোটারী পাবলিকের সম্মুখে অত্র হলফনাময় আমার নিজনাম দস্তখত করিলাম।

——————–
হলফকারীর স্বাক্ষর

হলফকারী আমার পরিচিত এবং তিনি আমার সম্মুখে

অত্র হলফমায় তাহার নিজ নাম দস্তখত করিয়াছেন।

——————
এডভোকেট

নোটারী পাবলিক-এর কার্যালয় বাংলাদেশ ঢাকা

“ভুল সংশোধনের হলফনামা”

আমি মোঃ নাজিম উদ্দিন, (জন্ম তারিখ ২৪-০৩-১৯৮৬ইং), পিতা: মোঃ রশিদ মিয়া, মাতা- মোসাঃ রাহেলা বেগম, সাং- গ্রাম- খিলগ্রাম, পোঃ- ডোসার, উপজেলাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুর, বর্তমানে-বাসা নং ৪৪, মাদারটেক, ডাকঘর-বাসাবো-১২১৪, থানা- সবুজবাগ, জেলা- ঢাকা, ধর্ম-ইসলাম, পেশা- ব্যবসা, জাতীয়তা- বাংলাদেশী এই মর্মে হলফ পূর্বক ঘোষণা করিতেছি যে,

১. আমি বাংলাদেশের একজন সুনাগরিক ও স্থায়ী বাসিন্দা এবং অত্র হলফনামা স্বাক্ষর করার মত যোগ্য এবং প্রাপ্ত বয়স্ক বটে।
২. আমার জাতীয় পরিচয় পত্রে ওউ ঘড়.- ১৯৭৫৫৫৫-এ ভুলক্রমে আমার জন্ম তারিখ ২৪/০৩/১৯৭৫ইং ভুল তথ্য মুদ্রিত হয়। কিন্ত প্রকৃত পক্ষে আমার জন্ম তারিখ ২৪/০৩/১৯৮৬ইং হইবে। ফলে এখন থেকে আমার সমস্ত বিষয়ক কাগজপত্র সহ অন্যান্য যাবতীয় বিষয়ের আমার জন্ম তারিখ ২৪/০৩/১৯৮৬ইং হইবে।
চলমান পাতা-০২

পাতা-০২

উপরোক্ত হলফনামায় আমার বক্তব্য জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য জানিয়া সহি স্বাক্ষর করিলাম।
ইতি, তাং-

———————-
হলফকারির স্বাক্ষর

হলফকারিনী আমার পরিচিত। তিনি আমার সম্মুখে

স্বাক্ষর করিলে আমি তাহাকে সনাক্ত করিলাম।

———————–
এডভোকেট

নিম্নে জন্ম তারিখ সংশোধনের হলফনামা বা এফিডেভিট করার নিয়ম ইংরেজিতে ফরমেট দেওয়া হলোঃ

BEFORE THE NOTARY PUBLIC, DHAKA, BANGLADESH

AFFIDAVIT

NAME CORRECTION

I, SANIA PERVIN, DATE OF BIRTH: 09/11/1976 AD., FATHER: MD OSMAN GANI, MOTHER: SALANA BEGUM, ADDRESS: MAHALBER, BHAGA, SADAR, JHALAKATI, BANGLADESH, BY RELIGION: ISLAM, BY NATIONALITY: BANGLADESI DO HEREBY SOLEMNLY AFFIRM AND BECLARE AS FOLLOWS:

1. THAT I AM A PERMANENT RESIDENT AND CITIZEN OF BANGLADESH BY BIRTH.

2. THAT IN MY ALL DOCUMENTS OF MY NAME WAS ERRONEOUSLY WRITTEN AS NATIONAL ID CARD SANIA PARVIN SAMMI INSTEAD OF SANIA PERVIN.

3. THAT MY ACTUAL AND CORRECT NAME IS SANIA PERVIN, WHICH HAVE BEEN WRITTEN IN MY PASSPORT BEARING NO. EF1114243 ISSUED ON 02/01/2020 AT DIP/DHAKA, BANGLADESH.

4. THAT IN MY ALL DOCUMENTS OF MY FATHER NAME WAS ERRONEOUSLY WRITTEN AS NATIONAL ID CARD GANI SHIKDER INSTEAD OF MD OSMAN GANI.

5. THAT MY FATHER ACTUAL AND CORRECT MD OSMAN GANI, WHICH HAVE BEEN WRITTEN IN MY PASSPORT BEARING NO. EF1114243 ISSUED ON 02/01/2020 AT DIP/DHAKA, BANGLADESH.

CONTD PAGE-02

PAGE NO-02

THE STATEMENTS MADE ABOVE ARE TRUE AND CORRECT TO THE BEST OF MY KNOWLEDGE AND BELIEF AND IN TRUTH WHEREOF I SWEAR AND SIGN THIS AFFIDAVIT BEFORE THE NOTARY PUBLIC, DHAKA, BANGLADESH.

…………………………………..

SIGNATURE OF DEPONENT

THE DEPONENT IS KNOWN TO ME, IDENTIFIED

BY ME AND SHE HAS SIGNED IN MY PRESENCE.

……………………………..

        ADVOCATE

শেষ কথাঃ

যারা এই পোষ্টটি পড়েছেন তিনিরা জন্ম তারিখ সংশোধনের হলফনামা তৈরি করার নিয়ম সম্পর্কে জানতে পারলেন। বা বয়স সংশোধন সংক্রান্ত এফিডেভিট করার নিয়ম জানতে পারলেন। আশা করি যাদের এই সম্পর্কে জানার দরকার ছিল তিনিরা উপকৃত হলেন। কুইক বাংলা এই ওয়েবসাইটে আরো অনেক ধরনের এরকম হলফনামা তৈরি করার ফরমেট তুলে ধরা হয়েছে, চাইলে সেগুলো পড়েও দেখতে পারেন। আপনারা লেখা গুলো পড়ে কপি করে নিয়ে নিজের মত করেও তৈরি করে নিতে পারেন আপনাদের এফিডেভিটটি। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

আরো পড়ুন ও জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

One Comment

  1. “২. আমার জাতীয় পরিচয় পত্রে ওউ ঘড়.- ১৯৭৫৫৫৫-এ ভুলক্রমে আমার জন্ম তারিখ”
    এখানে “ওউ ঘড়.” মানে কি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker