আযান ও ইকামতের বাক্যগুলো কতবার বলতে হয় জেনে নিন
আযান ও ইকামতের বাক্যগুলো প্রায় একই রকম হয়ে থাকে। কেউ যদি আযান শিখে তাহলে ইকামত শিক্ষা হয়ে যাবে। আবার ইকামত শিখলে আযান শিক্ষা হয়ে যাবে।
আযান দেওয়ার সময় যে বাক্যগুলো উচ্চারণ করা হয় এর বাংলা উচ্চারণ হলোঃ
১. আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
২. আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।
৩. আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
৪. হাইয়া আলাস সালাহ্, হাইয়া আলাস সালাহ্।
৫. হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালা।
৬. আল্লাহু আকবার আল্লাহু আকবার।
৭. লা ইলাহা ইল্লাল্লাহ।
ইকামতের বাক্যগুলো হলোঃ
১.আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
২.আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।
৩.আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
৪.হাইয়া আলাস সালাহ্, হাইয়া আলাস সালাহ্।
৫.হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালা।
৬. কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ।
৭. আল্লাহু আকবার আল্লাহু আকবার।
৮.লা ইলাহা ইল্লাল্লাহ।
আযান ও ইকামত নিম্নে ছক আকারে দেখানো হলোঃ
আযান কত বার | ইকামত কত বার | উচ্চারণ | অর্থ |
৪ বার | ৪ বার | আল্লাহু আকবার | আল্লাহ সর্বশক্তিমান |
২ বার | ২ বার | আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ | আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া অন্য কোন মাবুদ নেই |
২ বার | ২ বার | আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ | আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর প্রেরিত রাসূল |
২ বার | ২ বার | হাইয়া আলাস সালাহ | নামাজের জন্য এসো |
২ বার | ২ বার | হাইয়া আলাল ফালাহ | সাফল্যের জন্য এসো |
০ | ২ বার | কদ কামাতিস সালাহ | নামাজ আরম্ভ হলো |
২ বার | ২ বার | আল্লাহু আকবার | আল্লাহ্ মহান |
১ বার | ১ বার | লা ইলাহা ইল্লাল্লাহ | আল্লাহ্ ছাড়া অন্য কোন উপাস্য নেই |
তবে ফজরের আযানের সময় হাইয়্যা আলাল্ ফালাহ বলার পর “আসসালাতু খাইরুম মিনান্নাওম” ২ বার বলবে।
- ইসলামিক অনুযায়ী শারিরীক পবিত্রতা হওয়ার উপায়, ওযু ও গোসল করার নিয়ম
- আজান কিভাবে দিতে হয় ও আজানের বিবরণ জানুন
- ইসলামের মূল বিষয় সম্পর্কে জানুন, ঈমান কাকে বলে ও ৫টি স্তম্ভের ব্যাখ্যা
- রমজানের গুরুত্বপূর্ন সকল কিছু জানুন, রোজার নিয়ম কানুন
- ৫ ওয়াক্ত নামাজ এর সকল কিছু জানুন, Namaz Shikkha