ইসলাম নলেজ

আযান ও ইকামতের বাক্যগুলো কতবার বলতে হয় জেনে নিন

আযান ও ইকামতের বাক্যগুলো প্রায় একই রকম হয়ে থাকে। কেউ যদি আযান শিখে তাহলে ইকামত শিক্ষা হয়ে যাবে। আবার ইকামত শিখলে আযান শিক্ষা হয়ে যাবে।

আযান দেওয়ার সময় যে বাক্যগুলো উচ্চারণ করা হয় এর বাংলা উচ্চারণ হলোঃ

১. আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

২. আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।

৩. আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

৪. হাইয়া আলাস সালাহ্, হাইয়া আলাস সালাহ্।

৫. হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালা।

৬. আল্লাহু আকবার  আল্লাহু আকবার।

৭. লা ইলাহা ইল্লাল্লাহ।

ইকামতের বাক্যগুলো হলোঃ

১.আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

২.আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।

৩.আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

৪.হাইয়া আলাস সালাহ্, হাইয়া আলাস সালাহ্।

৫.হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালা।

৬. কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ।

৭. আল্লাহু আকবার  আল্লাহু আকবার।

৮.লা ইলাহা ইল্লাল্লাহ।

আযান ও ইকামত নিম্নে ছক আকারে দেখানো হলোঃ

আযান কত বারইকামত কত বারউচ্চারণঅর্থ
৪ বার৪ বারআল্লাহু আকবারআল্লাহ সর্বশক্তিমান
২ বার২ বারআশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহআমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া অন্য কোন মাবুদ নেই
২ বার২ বারআশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহআমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর প্রেরিত রাসূল
২ বার২ বারহাইয়া আলাস সালাহনামাজের জন্য এসো
২ বার২ বারহাইয়া আলাল ফালাহসাফল্যের জন্য এসো
২ বারকদ কামাতিস সালাহনামাজ আরম্ভ হলো
২ বার২ বারআল্লাহু আকবারআল্লাহ্ মহান
১ বার১ বারলা ইলাহা ইল্লাল্লাহআল্লাহ্ ছাড়া অন্য কোন উপাস্য নেই

তবে ফজরের আযানের সময় হাইয়্যা আলাল্ ফালাহ বলার পর  “আসসালাতু খাইরুম মিনান্নাওম” ২ বার বলবে।

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker