ইসলাম নলেজইসলামিক প্রশ্ন উত্তর

মাজার জিয়ারত করার দলিল সহিহ হাদিসের আলোকে

এই পোষ্টের মাধ্যমে মাজার জিয়ারত করার দলিল সহিহ হাদিসের আলোকে জানতে পারবেন। আশা করি যারা কবর জিয়ারতের হাদিস জানতে চান তারা পেয়ে যাবেন।

আমাদের দেশে ইসলাম ধর্মের ভিতরে কিছু মতপার্থক্য রয়েছে। এর মধ্যে আল্লাহর ওলীগণের মাজার জিয়ারত করা যাবে না বলে একদল নামদারী আলেম সমাজ বিতর্ক করে থাকে। মানুষকে যেন বিতর্কের মধ্যে ফেলতে না পারে তাই যার যার জায়গা থেকে সত্যটা তুলে ধরা দরকার। সে থেকেই আজকের এই পোষ্টটি করা হয়েছে।

কবর বা মাজার জিয়ারতের দলিল

কবর জিয়ারত সম্বন্ধে হাদীস শরীফে আছে

*** হযরত বুরহিদাহ্ রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা তা করতে পারো (মুসলিম শরীফ)।

*** অন্য হাদিস শরীফে আছে: হযরত ইবনে মসউদ রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, নিশ্চয়ই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা তা করতে পার। কেননা উহা দুনিয়ার আসক্তিকে কমায় এবং আখিরাতকে স্মরণ করায়। (ইবনে মাযাহ)

*** বিখ্যাত হাদীস বিশারদ আল্লামা বদরুদ্দিন আইনী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন: সাইয়্যিদাহ্ ফাতিমা রাদিআল্লাহু আনহু প্রতি শুক্রবার হযরত হামযাহ্ রাদিআল্লাহু আনহু এর কবর জিয়ারত করতে যেতেন, অনুরূপভাবে হযরত আয়েশা সিদ্দীকা রাদিআল্লাহু আনহু স্বীয় ভ্রাতা আবদুর রহমান রাদিআল্লাহু আনহু এর কবর জিয়ারত করার জন্য মক্কা শরীফ যেতেন। (উমদাতুল ক্বারী ফি শরহে বোখারী)

কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর

*** রাসূল সাঃ বলেন-

প্রত্যেকটি আমল (কর্ম) নিয়তের উপর নির্ভরশীল বা সকল কাজের ফলাফল নিয়ত অনুযায়ী পাবে। (বুখারী ও মুসলিম)

হুমায়দী (রহঃ) আলকামা ইবনু ওয়াক্কাস আল-লায়সী (রহঃ) থেকে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব (রাঃ)-কে মিম্বরের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে।

রেফারেন্সঃ

গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ)
অধ্যায়ঃ ১/ ওহীর সূচনা
হাদিস নম্বরঃ [1]

*** আরো একটি গুরুত্বপূর্ন সহীহ হাদীস শরীফে বর্নিত আছে-

হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মদীনা শরীফ আমার ঘর, আর আমার রওজা’ও মদীনা শরীফই হবে। তাই প্রত্যেক মানুষের উচিত যিয়ারত করা।”

রেফারেন্সঃ

  • মিশকাত শরীফ।
  • আশয়াতুল লুময়াত।
  • মিরকাত শরীফ।
  • শরহূত ত্বীবি।

*** ওহুদ যুদ্ধে শহীদ গনের মাজার শরীফ যিয়ারত করার জন্য স্বয়ং হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই প্রতি বছর ওহুদ প্রঙ্গনে যেতেন ! যেটা বর্নিত আছে-

ওহুদ পাহাড়ের শহীদগনের ( কবর) যিয়ারত করা মোস্তাহাব | ইবনে আবী শায়বা হতে বর্নিত আছে , হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি বৎসরান্তে ওহুদের শহীদগনের কবর যিয়ারত করতে আসতেন | অতঃপর বলতেন, তোমাদের প্রতি সালাম , যেমন তোমরা ধৈর্য ধারন করেছিলে তেমনি পরকালে উত্তম বাস স্থান লাভ করেছ”।

রেফারেন্সঃ

  • ফতোয়ায়ে শামী ২য় খন্ড ২৩৪ পৃষ্ঠা !

মাজার জিয়ারত করার দলিল

এ প্রসঙ্গে ইমাম শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি বলেন:

*** নিশ্চয়ই আমি ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হতে বরকত হাসিল করি। যখন আমার কোন সমস্যা দেখা দেয় আমি তাঁর মাজার শরীফে এসে প্রথমে দু’রাকাত নামাজ আদায় করি। অতঃপর তাঁর উসিলা দিয়ে আল্লাহ্ পাকের নিকট সমস্যা সমাধানের জন্য প্রার্থনা করি। তা অতি তাড়া তাড়ি সমাধান হয়ে যায়। (মুকাদ্দিমা,শামী ১ম খন্ড ৫৫ পৃঃ)

পীর আউলিয়ার মাজার জিয়ারত

এখন চলুন জানি পীর আউলিয়ার মাজার জিয়ারত করার বেপারে। আমাদের আগে বুঝতে হবে পীর আউলিয়া কারা? পীর ফার্সি শব্দ আরবি ভাষায় ওলী-মুর্শিদ-মুহসেনিন-সাদেকিন, ওলী শব্দের বহুবচন হলো আউলিয়া। পীর বাংলা শব্দ হয় ধর্মীয় শিক্ষক, অভিভাবক, বুযুর্গব্যক্তি।

যদি কবর জিয়ারত জায়েজ হয় তাহলে পীর আউলিয়ার মাজার জিয়ারত করাও জায়েজ। অনেকে পীর আউলিয়া বললে ভাষাটি বুঝে না, তাই এই ক্যাটাগরিটি লেখা।

*** বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেব বলেন-

“নবী-রাসূল (সাঃ) ও ওলী-আল্লাহগনের আরওয়াহপাকে ছওয়াব রেছানী করা প্রত্যেক মুসলমানেরই কর্তব্য। কারণ তাহারা আল্লাহর রহমতস্বরূপ। তাহাদের অছিলাতেই আল্লাহপাক তদীয় সৃষ্টির প্রতি রহমত বিতরণ অব্যাহত রাখিয়াছেন, তাহাদের অছিলাতেই জমিতে ফসল হয়, পানিতে মাছ হয়, গাছে ফল হয়, আকাশ হইতে মিঠা পানি বর্ষে, তাঁহাদের অছিলাতেই মানুষ আল্লাহর পরিচয় জ্ঞান অর্জন করে। তাই তাহাদের আরওয়াহপাকে ছওয়াব নজরানা দেওয়া দুনিয়াবাসী মুসলমানবর্গের নৈতিক দায়িত্ব।”

👉কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর বা নিয়ত করে মাজার জিয়ারত করার দলিল নিচের ভিডিওটি দেখুন-

নিয়ত করে মাজার জিয়ারত করা যাবে Mufti Alauddin Jihadi

মাজার জিয়ারত করা জায়েজ তা নিয়ে ইউটিউবে বহু আলেমদের ভিডিও রয়েছে। আমি আজকে একটি ভিডিও শেয়ার করলাম যেখানে মুফতি মাসুদুর রহমান হামিদী সাহেব সুন্দর ভাবে মাজার জিয়ারত করা জায়েজ কিনা তুলে ধরেছেন। তিনি মাজার জিয়ারত করার দলিল দিয়েছেন।

আশা করি মুফতি মাসুদুর রহমান হামিদীর কথা গুলো শুনে ঈমানদারদের মনে আঁচর কারবে।

মাজার জিয়ারত করার দলিল

আরো জানুন-

তথ্য সূত্রেঃ

m.somewhereinblog.net/mobile/blog/linkshare/29913525

sunni-encyclopedia.com/2015/06/blog-post_40.html

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker