ওয়ারেন্টি সার্টিফিকেট করার নিয়ম, Warranty Certificate Format
যখন কোন কোম্পানী অন্য কোন অফিসকে বা পার্টিকে কোন প্রোডাক্ট বা পন্য বিক্রি করতে যায় তখন প্রথমেই ওই প্রোডাক্টের একটি ওয়ারেন্টি সার্টিফিকেট প্রদান করতে হয়। তো আজকে আমরা জানবো ওয়ারেন্টি সার্টিফিকেট করার নিয়ম (Warranty Certificate Format)। ওই সার্টিফিকেটে কি কি বিষয় উল্লেখ করতে হয়। এবং যখন কোন প্রোডাক্টের ওয়ারেন্টি সার্টিফিকেট প্রদান করা হয় সেটির ফরমেটটি কি রকম হয়ে থাকে।
যারা ওয়ারেন্টি সার্টিফিকেট তৈরি করতে চান তাদের জন্য আজকের এই লেখাটি হেল্পফুল হবে আশা করি।
ওয়ারেন্টি সার্টিফিকেটটি ইংলিশে তৈরি করা তবে আপনাদের সুবিধার্থে বাংলা অনুবাদ করেও দেখানো হলো, ইংলিশের ওয়ারেন্টি সার্টিফিকেট এর বাংলা অর্থটি কি হয়ে থাকে।
নিচে ওয়ারেন্টি সার্টিফিকেট এর নমুনা ফরমেট দেওয়া হলোঃ-
WARRANTY CERTIFICATE
Tender – 23.02.2608.212.53.140.19-20. Dated:……………………….
We are ensuring that the items are new and unused. We have Mention the Tender for 07 Line Items as per your requirement. Now we are providing Warranty 12 Months from the date of acceptance of the items after receipt by consignee. If any defect/discrepancy of any item arise within the period of warranty, such as 01 Line items is the material condition becomes deteriorates or any other defet.
We will replace the items within short times 03 days.
Thanking You.
নিচে ওয়ারেন্টি সার্টিফিকেট নমুনা বাংলায় অনুবাদ করে দেখানো হলোঃ-
ওয়ারেন্টি সার্টিফিকেট
দরপত্র – 23.02.2608.212.53.140.19-20 তারিখ:…………………………..
আমরা নিশ্চিত করছি যে, আইটেমগুলি নতুন এবং অব্যবহৃত। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী ০৭ টি লাইন আইটেমের জন্য দরপত্র উল্লেখ করেছি। এখন আমরা কনসাইনি দ্বারা প্রাপ্তির পরে আইটেমগুলি গ্রহণের তারিখ থেকে ১২ মাস ওয়ারেন্টি প্রদান করছি। ওয়ারেন্টির সময়কালের মধ্যে যদি কোনো আইটেমের কোনো ত্রুটি/অসঙ্গতি দেখা দেয়, যেমন ০১ লাইন আইটেম উপাদানের অবস্থার অবনতি বা অন্য কোনো ক্ষতি হয়ে যায়।
আমরা অল্প সময়ের মধ্যে ০৩ দিনের মধ্যে আইটেমগুলি প্রতিস্থাপন করব।
ধন্যবাদান্তে
শেষ কথাঃ
আশা করি যাদের ওয়ারেন্টি সার্টিফিকেট তৈরি করার দরকার আর আইডিয়া নিতে চান কি লিখতে হয়। তাদের জন্য এই পোষ্টটি থেকে বা সার্টিফিকেটের নমুনা দেখে সহায়তা নিতে পারবেন। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
আরো পড়ুনঃ-