রিলেশনশিপ সার্টিফিকেট তৈরি করার নিয়ম, Relationship Certificate
এই পোষ্টের মাধ্যমে রিলেশনশিপ সার্টিফিকেট তৈরি করার নিয়ম সম্পর্কে জানুন এবং কেন দরকার হয় তাও জেনে নিতে পারবেন। (Relationship Certificate)
রিলেশনশিপ সার্টিফিকেট কেন দরকার হয়
কিভাবে রিলেশন সার্টিফিকেট তৈরি করতে হয়। রিলেশন সনদ অর্থ হলো সম্পর্কে কথাটি লিখিত আকারে দেওয়া, যিনি সনদটি দিবেন তিনি এটা বলে দিবেন যে আমি তাহার সম্পর্কের কাছের আত্মীয় হই। এই রিলেশন সার্টিফিকেট কেন দরকার হয়? বিভিন্ন প্রয়োজনে দরকার হতে পারে রিলেশন সার্টিফিকেট যা বিভিন্ন পারপাসে ব্যবহার করতে হয়।
এই রিলেশন সার্টিফিকেটটি দেওয়ার অর্থ হলো আমি তাহার জিম্মিদার বা গ্যারান্টার হয়েছি। আমি তাহাকে চিনি জানি এবং আমার আত্মীয়।
রিলেশনশিপ সার্টিফিকেট তৈরি করার নিয়ম
কিভাবে করবেন রিলেশন সার্টিফিকেট? নিম্নে সম্পর্ক সনদপত্র নমুনা বা রিলেশন সার্টিফিকেট এর নমুনা ফরমেট দেওয়া হলো যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে রিলেশন সার্টিফিকেট তৈরি করতে হয়। রিলেশন সার্টিফিকেট ফরমেট বাংলাদেশের (Relationship Certificate Format Bangladesh) হিসেবে দেওয়া হলো।
Relationship Certificate
I the undersigned hereby declare that MD. Nizamul Son of Borhan Uddin & Hasna Begum of Permanent and Present Address : Bijessor, Brahmanbaria, He is my Maternal Cousin Brother, My Maternal Aunty’s son.
I wish him every success in his life.
MD. Fakhrul Alam
Mohammadpur, Dhaka.
Contact Number:…………….
Relationship Certificate between the applicant and the Guarantor
Applicant Md. Nizamul
Father : Borhan Uddin
Mother : Hasna Begum
Present Address : Bijessor, Brahmanbaria
Permanent address : As Above
Guarantor MD. Fakhrul Alam
Father : Khorshed Alam
Mother : Mrs. Ranoara Begum
Present Address : Mohammadpur, Dhaka.
Permanent address : Vill- Birampur, P.O+ P.S- Sadar
Dist- B-Baria.
Flow chart the relationship between the applicant and the Guarantor, Applicant is “Paternal Cousin Brother” of Guarantor.
শেষ কথাঃ
আশা করি রিলেশন সার্টিফিকেট এর নমুনা ফরমেটটি বুঝতে পেরেছেন এবং যাদের এ রকম সনদ করার প্রয়োজন তারা এই পোষ্টের মাধ্যমে সাহায্য পাবেন। এই সার্টিফিকেট এ একজন Applicant যিনি সনদটি নিচ্ছেন আর আরেকজন হচ্ছে Guarantor যিনি দিচ্ছেন সার্টিফিকেটটি এবং এটার মধ্যে একটি নকশা দেখানো হয়েছে যা গ্যারান্টর ও এপ্লিকান্ট এর সম্পর্কের ছকটি দেখানো হয়েছে।
আরো পড়ুন ও ডাউনলোড করুনঃ-