পারিবারিক সনদ পত্র, ফ্যামিলি সার্টিফিকেট বাংলাদেশ নমুনা ফরমেট
মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বা অনলাইনে পারিবারিক সনদ পত্র বা ফ্যামিলি সার্টিফিকেট ইংলিশে কিভাবে করতে হয় তা এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন। আমাদের অনেক সময় অনেক প্রয়োজনে এই ফ্যামিলি সার্টিফিকেট তৈরি করার প্রয়োজন হতে পারে। বিশেষ করে ইংলিশ ফরমেটটি দরকার হতে পারে বিদেশের বিভিন্ন প্রয়োজনে। আমাদের যে প্রয়োজনেই দরকার হয় না কেন, আমরা এই ফ্যামিলি সার্টিফিকেটটি কিভাবে করতে পারি বা কিভাবে এই ফরমেটটি করতে হয় এই লেখায় তাই জানানোর চেষ্টা করব।
নিম্নে Family Certificate এর একটি নমুনা দেওয়া হলো এই ফরমেটে যে ব্যাক্তি সার্টিফিকেটটি প্রেজেন্ট করবেন তিনির নাম উপরে থাকবে এবং এই টেবিলের ছকের মধ্যে প্রথমে সিরিয়াল নাম্বার, এরপর নাম, এরপর রিলেশন মানে সম্পর্ক, তারপর জন্ম তারিখ, তারপর বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা থাকবে এরপর নিচে নিচে নাম সম্পর্ক জন্ম ঠিকানা গুলো ফিলাপ করতে হবে এবং সবশেষে কিছু কথা লিখা থাকবে যিনি এই সার্টিফিকেটটিতে স্বাক্ষর করবে তিনির পক্ষ থেকে যেমন- তারা জন্মসূত্রে বাংলাদেশী। তারা আমার কাছে পরিচিত। তারা ভাল চরিত্রের অধিকারী এবং একে অপরের সাথে ভাল সম্পর্ক রয়েছে। তারা সবাই নিজামুল হকের আয়ের উপর নির্ভরশীল।আমি তাদের উজ্জ্বল এবং সুখী ভবিষ্যত কামনা করি।
নিচে ফ্যামিলি সার্টিফিকেট বা পারিবারিক সনদ পত্র নমুনা ফরমেট তুলে ধরা হলোঃ-
FAMILY CERTIFICATE
THIS IS TO CERTIFY THAT FAMILY OF NIZAMUL HAQUE CONSISTS OF THE FOLLOWINS:
SL. NO. | NAME | RELATION | DATE OF BIRTH | Present Address | Permanent Address |
1 | NIZAMUL HAQUE S/O. BURHAN UDDIN | SELF | 15/03/1986 | VILL & POST. BIJESSHOR P.S. SADAR DIST. B-BARIA | VILL & POST. BIJESSHOR P.S. SADAR DIST. B-BARIA |
2. | MUNNI AKTER D/O. MD. ABDUL HANNAN | WIFE | 16/09/1992 | VILL & POST. BIJESSHOR P.S. SADAR DIST. B-BARIA | VILL & POST. BIJESSHOR P.S. SADAR DIST. B-BARIA |
3. | TAJRIAN FATEMA D/O. NIZAMUL HAQUE | DAUGHTER | 23/05/2015 | VILL & POST. BIJESSHOR P.S. SADAR DIST. B-BARIA | VILL & POST. BIJESSHOR P.S. SADAR DIST. B-BARIA |
4. | BURHAN UDDIN S/O. FAIJUDDIN | FATHER | 13/11/1960 | VILL & POST. BIJESSHOR P.S. SADAR DIST. B-BARIA | VILL & POST. BIJESSHOR P.S. SADAR DIST. B-BARIA |
5. | HASNA BEGUM D/O. NURUL ISLAM | MOTHER | 15/08/1969 | VILL & POST. BIJESSHOR P.S. SADAR DIST. B-BARIA | VILL & POST. BIJESSHOR P.S. SADAR DIST. B-BARIA |
THEY ARE BANGLADESHI BY BIRTH. THEY ARE WELL KNOWN TO ME. THEIR GOOD MORAL CHARACTERS ARE GOOD AND HAVE A GOOD RELATION WITH EACH OTHER. THEY ARE ALL DEPENDENT ON THE INCOME OF MR. NIZAMUL HAQUEAND HE PAYS 300 (THREE HUNDRED) EURO EVERY MONTH FOR MAINTAINING FAMILY IN BANGLADESH.
I WISH THEM A BRIGHT AND HAPPY FUTURE.
পারিবারিক সনদ
ফ্যামিলি সার্টিফিকেট বা বাংলাদেশের নাগরিকদের পারিবারিক সনদ পত্র পেতে চাইলে এখন অনলাইনের মাধ্যমেও সরকারী ভাবে করিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। অনলাইনে পারিবারিক সনদ পেতে prottoyon.gov.bd ওয়েবসাইটে যান তারপর পারিবারিক সনদ অপশনের মাধ্যমে সনদের জন্য আবেদন করতে পারেন।
আরো পড়ুন-