টিউটোরিয়াল ভিডিওডকুমেন্ট ফরমেট

বিদেশ যাওয়ার বায়োডাটা লেখার নিয়ম ইংরেজি

এই পোষ্টের মাধ্যমে বিদেশ যাওয়ার বায়োডাটা লেখার নিয়ম ইংরেজি নমুনা ফরমেট পেয়ে যাবেন। অনেক সময় অনেকের এই সিভি দরকার হয় তাই কুইক বাংলা ওয়েবসাইটে শেয়ার করা হলো।

আমরা যখন বাংলাদেশ থেকে বিদেশে কাজের জন্য যাই বা চাকরির জন্য যাই অনেক সময় আমাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে যেতে হয়। তার জন্য প্রথমেই আমাদেরকে সকল ডকুমেন্ট এর পাশাপাশি একটি বায়োডাটাও দিতে হয়। তো সেই বায়োডাটাটি কিভাবে করতে হয় এবং কিকি লিখতে হয় বা কি তথ্য দেওয়া লাগে ও ফরমেটটি কি হবে এ নিয়ে আজকের এই পোষ্টটি। তবে বিদেশে যাওয়ার জন্য যে বায়োডাটাটি তৈরি করতে হয় তা এদেশের চাকুরীর বায়োডাটা থেকে কিছুটা ভিন্ন হয়ে থাকে কারণ বিদেশে যাওয়ার জন্য বায়োডাটাতে যে তথ্য দেওয়া লাগে তা পাসপোর্ট এর তথ্য সাথে সম্পূর্ণ মিল রেখেই করতে হয়, কারন বিদেশে গেলে পাসপোর্ট এর তথ্যই সবচাইতে বড় ইনফরমেশন।

বিদেশ যাওয়ার বায়োডাটা লেখার নিয়ম

এই বায়োডাটাতে প্রথমেই BIO DATA লিখা হয়েছে তারপর নিচে নামটি দেওয়া হয়েছে। এরপর General Information দেওয়া হয়েছে তার মানে এর নিচে আপনার নাম ( Name), পিতার নাম ( Father’s Name) , মাতার নাম (Mother’s Name), বর্তমান ঠিকানা ( Present Address ), স্থায়ী ঠিকানা (Permanent Address), জন্ম তারিখ (Date of Birth), জাতীয়তা (Nationality), ধর্ম (Religion), বৈবাহিক অবস্থা ( Marital Status) সহ শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) দেওয়া লাগবে। এর পর পাসপোর্ট (Passport) এর তথ্য দিতে হবে।এরপর কি কি ভাষা (Language) জানেন দিতে পারেন, তার পর কি কাজের অভিজ্ঞতা (Job Experience) আছে সেটা দিতে হবে তবে অভিজ্ঞতা দেওয়ার সময় এটা খেয়াল রাখতে হবে আপনি যে কাজের ভিসায় বিদেশ যেতে চান সে কাজের অভিজ্ঞতা দেখাবেন। এরপর নিচে নাম দিয়ে স্বাক্ষর করতে হবে।

নিচে বিদেশ যাওয়ার বায়োডাটা লেখার নিয়ম নমুনা ফরমেট দেওয়া হলো-

BIO DATA

OF

Md Fakhrul Alam Rasel

General Information

 Name                            :         Md Fakhrul Alam Rasel

Father’s Name               :         Md Khorshed Alam

Mother’s Name              :         Ranoara Begum

Present Address             :         Vill: B.pur, P.O: S.pur

                                                 P.S: H.pur, Dist: B-Baria

Permanent Address        :         Vill: B.pur, P.O: S.pur

                                                 P.S: H.pur, Dist: B-Baria

Date of Birth                  :         14 Fab 1986

Nationality                     :         Bangladeshi (By Birth)

Religion                         :         Islam

Marital Status                :         Male

Educational Qualification :       SSC

 

 Passport Details:

Passport No               : BP011098

Place of Issue            : DHAKA

Date of Issue             : 02 May 2017

Date of Expiry          : 01 May 2022

Language Skills:

English and Bengali

Job Experience:

Three Years Work Experience as a Electrician in Mawts Trade Test Cert.

Date:                                                                                                              

                                                                                                 Md Fakhrul Alam Rasel

ভিডিও দেখুন- বিদেশ যাওয়ার বায়োডাটা লেখার নিয়ম, বায়োডাটা তৈরি করার নিয়ম

বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার বায়োডাটা করার নিয়ম

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker