ইউটিউবের বেস্ট মাইক্রোফোন Blue Snowball iCE
এই পোষ্টে ইউটিউবের বেস্ট মাইক্রোফোন Blue Snowball iCE কিভাবে কিনবেন জানতে পারবেন। এই মাইক্রোফোনটি অনেক জনপ্রিয়।
ইউটিউবের বেস্ট মাইক্রোফোন কোনটি
Blue Snowball iCE এই মাইক্রোফোনটি সম্পর্কে বলতে গেলে এই মাইক্রোফোনটি ইউটিউভারদের কাছে বেশি জনপ্রিয়। বেশিরভাগ ইউটিউভাররা এই মাইক্রোফোনটি ব্যবহার করে থাকে। তবে বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্যান্য দেশে বেশি ব্যবহার করতে দেখা যায়। এই মাইক্রোফোনের সুবিধা হলো এটির কানেকশন পোর্টটি হলো ইউএসবি যার কারনে খুব সহজেই আপনার কম্পিউটারের সাথে কানেকশন দেওয়া যায়।
যেকোন মাইক্রোফোন মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হলো কনডেন্সার আরেকটি হলো ডায়নামিক। কনডেন্সার মাইক্রোফোন গুলো স্পষ্ট অডিও রেকর্ড করে কিন্তু সমস্যা হলো কনডেন্সার মাইক্রোফোনের কথার বাইরেও যদি কোন শব্দ হয় সেগুলোও রেকর্ডে ধরে ফেলে।
কিন্তু ডায়নামিক মাইক্রোফোন নিজের কথার বাইরের শব্দ খুব কম ধরে যার কারনে ডায়নামিক মাইক্রোফোনে নয়েস কম থাকে কিন্তু কনডেন্সার মাইক্রোফোনের মত এত সুন্দর ক্লিয়ার কিস্টাল অডিও রেকর্ড করতে পারে না। Blue Snowball iCE এই মাইক্রোফোনটি হলো কনডেন্সার মাইক্রোফোন যার কারনে এটিতে খুব সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার অডিও পাবেন।
আপনি যে জায়গাটির মধ্যে অডিও রেকর্ড করতে চান যদি সেখানে খুব বেশি একটা বাইরের শব্দ না থাকে তাহলে এই মাইক্রোফোনটি বেস্ট মাইক্রোফোন। সহজেই প্লাগিং করতে করতে পারবেন ম্যাক বা পিসিতে কোন ধরনের ইনস্টল এর ঝামেলা নেই।
এই মাইক্রোফোনটিতে ২ বছরের ওয়ারেন্টি রয়েছে।
ব্লো স্নোবল আইসিই এই মাইক্রোফোনটি কিনতে হলে অ্যামাজন থেকে কিনতে পারেন।
বাংলাদেশ থেকে এই মাইক্রোফোনটি কিনতে হলে আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে অ্যামাজন এ যান তারপর প্রোডাক্টটি দেখুন তারপর পছন্দ হলে লিংকটি কপি করে বা প্রোডাক্টটি নাম কপি করে ব্যাকপ্যাক নামের বাংলাদেশী আরেকটি ওয়েবসাইট আছে সেখানে গিয়ে প্রোডাক্টটি সার্চ দিন এবং এই ওয়েবসাইটে অর্ডার করুন তাহলে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটি পাবেন চাইলে বিডিশপ থেকেও কিনতে পারেন।
আরো জানুন-