ইসলামিক প্রশ্ন উত্তর
নফস ও রুহ কি? নফস কি চায় আর রুহ কি চায় জানুন

এই পোষ্টের মাধ্যমে নফস ও রুহ কি জানতে পারবেন। আশা করি যাদের মনে এই প্রশ্ন আছে নফস কি চায় আর রুহ কি চায় তারা উত্তর পেয়ে যাবেন। (What is Nafs and Rooh?)
নফস ও রুহ কি?
নফস কি অথবা রূহ কি যদি জানতে চান তাহলে আজকের এই পোষ্টটি আপনার জন্যই করা হয়েছে। নিচে একটি ভিডিও দেওয়া হলো এখানে মাওলানা আক্কাস আলী বলেন নফস হলো দুনিয়াদারি চায় আর রূহ হল আল্লাহকে চায়। নফসের কাজ হল মজা আনন্দ ভোগ বিলাস খোজা আর রূহের কাজ হলো মজা আনন্দ ভোগ বিলাস ভুলে আল্লাহ কাজ করা।
নফস কি চায় আর রুহ কি চায় জানতে নিচের ওয়াজটি শুনুন, ওয়াজ করেছেন মাওলানা আক্কাস আলী ঢাকা বনানী ওয়াজ মাহফিল এ কথা গুলো বলেছেন। বক্তা আরো ইসলামিক গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
আরো জানুন-