গিবত করা কি ধরনের মারাত্মক পাপ কাজ জেনে নিন
এই পোষ্টের মাধ্যমে বদনাম করা বা গিবত করা কি ধরনের মারাত্মক পাপ কাজ জানতে পারবেন। আশা করি যাদের মনে এই প্রশ্ন আছে তারা উত্তর পেয়ে যাবেন। (gibot kake bole)
গিবত করা কি?
গিবত শব্দের অর্থ হচ্ছে দোষারোপ করাকে বুঝায়, পরনিন্দা করা, পরচর্চা করা, কুৎসা রটানো,মানুষের পিছনে সমালোচনা করাকে বুঝিয়ে থাকে।
গিবত করা কি ধরনের মারাত্মক পাপ কাজ
গিবত করা বা পরনিন্দা করা ইসলামী শরিয়তের আইনে সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। গিবত করা এবং গিবত শুনা সমান অপরাধে অপরাধি। গিবত জেনার চেয়ে বড় অপরাধ। আমাদের মধ্যে অনেকেই আনন্দে আনন্দে পরনিন্দা বা গিবত করে থাকি যেটাকে আমরা কোন পাপই মনে করি না। অথচ চুরি, ডাকাতি, মদ্যপান, ব্যভিচার ইত্যাদি কাজ থেকেও মারাত্মক পাপ কাজ হলো গিবত।
রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহে ওয়াসাল্লাম কে সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন- “হে আল্লাহর রাসুল! গিবত কি জেনার চেয়েও মারাত্মক? জবাবে বললেন, হ্যাঁ। কারণ, কোনো ব্যক্তি জেনার পর তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। কিন্তু গিবত কারীকে যার গিবত করা হয়েছে, তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না।” (মুসলিম)।
গিবত করে ফেললে মাফ পাওয়ার উপায়
হাদিস শরিফে বর্ণিত- “গিবতের কাফফারা হলো তুমি যার গিবত করেছো, তার জন্য মাগফিরাতের দোয়া করতে হবে।” তুমি এভাবে বলবে যে- “হে আল্লাহ! তুমি আমার ও তার গুনাহ মাফ করে দাও।” (বায়হাকি)।
গিবত সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখুন-
আরো জানুন-