জানা-অজানা

যে মুরগির রক্তসহ সবকিছুই কালো হয়ে থাকে

যে মুরগির রক্তসহ সবকিছুই কালো হয়ে থাকে এই পোষ্টে তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে।

অ্যায়াম কেমানি নামের বিরল প্রজাতির এক মুরগির শরীর কুচকুচে কালো হয়ে থাকে। এর গায়ে অন্য কোনো রঙের ছিটেফোটাও থাকে না।

শুধু তাই নয়, এর চামড়া, জিহবা, হাড় ও রক্তও কালো হয়ে থাকে। এমনকি এ মুরগি যে ডিম দেয় তার রঙও কালো হয়ে থাকে।

কেবল ইন্দোনেশিয়ায় এ প্রজাতির মুরগি দেখা পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, আসলে এসব মুরগি ফাইব্রোমেলানোসিস নামে এক বিরল রোগে আক্রান্ত তাই এমনটি হয়ে থাকে।

এদের শরীরে অতিরিক্ত মেলানিন থাকায় এর এতটা কালো হয়।

এরকম আরোও অজানাকে জানতে আমাদের এই ওয়েবসাইটের সাথেই থাকুন।

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker