টিউটোরিয়াল ভিডিওডকুমেন্ট ফরমেট

আধুনিক সিভি লেখার নিয়ম, সিভি ফরমেট ডাউনলোড

এই পোষ্টে আধুনিক সিভি লেখার নিয়ম জানতে পারবেন। এখানে সিভির নমুনা দেখতে ও সিভি ফরমেট ডাউনলোড নিয়ে নিজেরাই CV তৈরি করতে পারেন নিজের মত করে।

আমরা চাকরির জন্য বা যেকোন প্রয়োজনে নিজেদের জন্য একটি সিভি তৈরি করার প্রয়োজন পরে। এই আর্টিকেলে আধুনিক সিভি লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। সিভির নমুনা দেওয়া হয়েছে এবং সিভি ডাউনলোড করার অপশন দেওয়া হয়েছে নিচে যাতে করে এই সিভি ডাউনলোড করে নিয়ে নিজের মত করে পরিবর্তন করে নিজেদের সিভি তৈরি করতে পারেন। আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি CV তৈরি করার নিয়ম হিসেবে অনেক কাজে দিবে।

সিভি কি? সিভি নাকি রেজুমে লিখব

সিভি (CV) পূর্ণ নাম Curriculum Vitae (কারিকুলাম ভাইটা), ল্যাটিনে যার অর্থ দাঁড়ায় Course of Life. কোনো ব্যক্তির জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের বিবরণ দিয়ে সিভি তৈরি করতে হয়।

CV আর রেজুমে, এই দুইটি নিয়ে আমরা প্রায়শই দ্বিধাদন্দে ভুগি, কোনটি লিখব। Résumé মূলত ফরাসি শব্দ Résumer থেকে এসেছে, যা বুঝায় “to summarize,” অর্থাৎ সিভি আর রেজুমের মূল পার্থক্য এর সাইজে তথা আকারে। আবার ইন্ডাস্ট্রিভেদে শব্দ দুইটি দুই অর্থ প্রকাশ করে থাকে। যেমন, চাকরির ক্ষেত্রে রেজুমে ব্যবহৃত হয় বেশি, আবার অ্যাকাডেমিয়াতে CV শব্দটি ব্যবহার হয় বেশি।

পৃথিবীর অনেক দেশে CV বলতে শর্ট সিভিকে বুঝায়, যা চাকরির জগতে, কর্পোরেট জগতেও ব্যবহৃত হয়। যদিও আমাদের বাংলাদেশে চাকরির ক্ষেত্রে বা একাডেমিক ক্ষেত্রে দুই ক্ষেত্রেই সিভি বা রেজুমে ব্যবহার হয়। কোন পার্থক্য দেখা হয় না, যে যেভাবে মনে চাই সেভাবেই দিয়ে থাকে।

আধুনিক সিভি লেখার নিয়ম

নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে সুন্দরভাবে একটি ডকুমেন্ট তৈরি করাকেই সিভি বলা হয়।

  • প্রথমে হেডারে Curriculum Vitae বা Résumé লিখতে হবে।
  • কন্টাক্ট ডিটেইলস, পার্সোনাল যোগাযোগ ঠিকানা বা ফোন ইমেইল দেয়া যেতে পারে।
  • অবজেক্টিভ (Objective) সামারি ঠিকঠাক মত লিখতে হবে। এখানে আপনার ক্যারিয়ারে লক্ষ্য ও উদ্দেশ্য কী এ ব্যাপারে গুছিয়ে লিখতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) সিভিতে সুন্দর করে দিতে হবে।
  • কাজের অভিজ্ঞতা (Work Experience) এবং আপনার বিভিন্ন অ্যাচিভমেন্ট সিভিতে দিতে হবে। এখানে আপনার পূর্ববর্তী সকল কর্মস্থলের কাজের এবং অর্জনের বিবরণ দিতে হবে।
  • স্কিল (Skill) সেকশনে যা মাথায় রাখতে হবে, তা হলো রিলেভেন্স বা প্রাসঙ্গিকতা। সিভিতে চাকরির পোস্টের সাথে প্রাসঙ্গিক স্কিলগুলো দিতে হবে। যেখানে অ্যাপ্লাই করছেন সেখানকার জবের সাথে যে দক্ষতাটা যায়, খাপ খায় সেটিই দিন।
  • রেফারেন্স (Reference) ব্যবহার করুন আর কখনোই আত্মীয় স্বজনকে রেফারেন্স রাখবেন না। আপনার কোন শিক্ষক অথবা কর্মস্থলে আপনার সিনিয়র কাউকে রাখতে পারলে ভালো হয়। যাদেরকেই রেফারেন্স দিবেন তিনিদের অনুমতি নিয়ে নিন। সিভিতে কখনোই ভুল তথ্য দেওয়া যাবে না।
  • সিভির অন্যান্য বিষয়ের মধ্যে- সঠিক ফন্ট বাছাই করা- টাইমস নিউ রোমান বা অন্য যেকোন সুন্দর শালিন ফন্ট ব্যবহার করা, পয়েন্ট হেডলাইন গুলো একটু বড় করে দেওয়া, বডির লেখাগুলো যেন বেশি ছোট না হয় আবার বেশি বড় না হয়ে যায় খেয়াল রাখা। লে-আউট ঠিক রাখা, অযথা অনেক বেশি ছবি না দেওয়া, অতিরিক্ত তথ্য দেওয়ার বদলে সুনির্দিষ্ট এবং প্রাসঙ্গিক তথ্য দেয়া ইত্যাদি।

👉👉 ব্যাংকে চাকরির জন্য সিভি লেখার নিয়ম জানুন

নিম্নে সিভি লেখার নমুনা দেওয়া হলোঃ-

Curriculum Vitae of

Md. Fakhrul Alam

House-19, Banani, Dhaka-1213

Contact No: 01911-000000

E-Mail: farasal@gmail.com

Career objective

Building up a career in a challenging and dignified position at an organization where honesty, creativity, sincerity, skill and performance are criteria for one’s appraisal. I intend to provide my best service and share my knowledge to prove myself as individual in this organization.

Career Goal

  • Want to show my efficiency in Company’s future flurries.
  • Set up a Positive impression that lead the company’s progress.
  • Be an obedient employee.
  • Desired to a successful.

Declaration

  • First-rate communication skills
  • Excellent technological skills
  • Quick, efficient & decisive in managing task
  • Good ability to work in a team.

Educational Background

Bachelor of Arts (BA)

Name of InstituteBangla College
Name of Board  Dhaka
GroupHumanities
Result GPA- 2.83
Passing Year2016

Higher Secondary Certificate (HSC)

Name of InstituteSarkari Govt. College
Name of Board  Dhaka
GroupHumanities
Result GPA- 2.83
Passing Year2012

Secondary School Certificate (SSC)

Name of InstituteMono Miah High School
Name of Board  Dhaka
GroupBusiness Studies
Result GPA- 2.94
Passing Year2010

Language Competency

  • English – Average knowledge written and spoken areas.
  • Bengali – has above average knowledge on grammar and spelling.

Computer Skills

  • MS Word, MS Excel, MS PowerPoint.
  • Capable of browsing through the internet comfortably.

Interest

  • Traveling, Watching TV.
  • Reading, Novels etc.

Personal details

Father’s Name:Md. Khorshed Alam
Mother’s Name :Ranoara Begum
Permanent Address:Vill: …….., P.O: Sultanpur, P.S: ……….., Dist: B-Baria
Date of Birth:14/02/1986
Sex :Male
Blood Group :O (+ve)
Nationality  :Bangladeshi
Religion :Islam
Marital Status  :Single

Experience:

Name of Company :ACI Logistics Ltd.
Designation :Sales Man/Pos Operator
Duration:02 Year
Address:Banani, Dhaka

Declaration

I do hereby declare that the statements mentioned above are true and correct.

(Md. Fakhrul Alam)

Date: …………………

ভিডিও দেখুন- সিভি কিভাবে তৈরি করতে হয়, CV তৈরি করার নিয়ম

চাকরির জন্য সিভি লেখার নিয়ম (নমুনা)

👉👉CV Word file download সিভি ফরমেট ডাউনলোড করুন।

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker