ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সার্টিফিকেট নমুনা, Chairman Certificate
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্টিফিকেট নমুনা কিভাবে তৈরি করবেন তা এই লেখার মাধ্যমে জানতে পারবেন। (chairman certificate format) আশা করি যারা জানতে চান কিভাবে ইউনিয়ন পরিষদ এর সার্টিফিকেট তৈরি করতে হয় তাদের জন্য আজকের আলোচনাটি। (Union Parishad Certification)
আমাদের অনেক প্রয়োজনে চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদ দরকার হয়ে থাকে, তবে কি কি লেখা থাকে যখন এই সার্টিফিকেট দরকার হয়। যখন কোন দেশের বাহিরে দরকার হয় তখন ইংলিশে এই সার্টিফিকেট করিয়ে নিতে হয় এবং চেয়ারম্যান সাহেবের স্বাক্ষর সিল এতে দরকার হয়। অনেক সময় দেখা যায় চেয়ারম্যান সার্টিফিকেট এর ফরমেট করা থাকে চেয়ারম্যান অফিসে তা আবার বাংলায় কিন্তু আপনার যদি দেশের বাহিরের কাজে দরকার হয় তখন ইংরেজিতে এই সার্টিফিকেটটি করিয়ে নিতে হয় তো আজকের জানতে পারবেন কিভাবে ইংরেজিতে চেয়ারম্যান সার্টিফিকেটটি তৈরি করে নিতে পারেন। আপনার যদি ইংরেজিতে সার্টিফিকেট দরকার হয় তখন নিচে ফরমেটটি ফলো করে লিখে তারপর চেয়ারম্যান সাহেবের অফিসিয়াল প্যাডের মধ্যে প্রিন্ট করে স্বাক্ষর ও সীল নিয়ে নিতে পারেন।
নিচে ইংরেজিতে চেয়ারম্যান সার্টিফিকেট এর ফরমেটটি দেওয়া হলো এবং কি লেখা আছে ইংরেজিতে তা বুঝানোর জন্য প্রথমে বাংলায় অনুবাদ করেও দেখানো হলোঃ-
সার্টিফিকেশন
৩নং গুগড়া ইউনিয়ন পরিষদ,
উপজেলা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা।
এটি প্রত্যয়িত করার জন্য যে রয়েল, পিতা-রহিম, মাতার নাম-হালিমা খাতুন, গ্রাম-ব্রামপুর, পোঃ- মেগশিমুল, থানা-সদর, জেলা-নেত্রকোনা। তিনি ৩নং গুগড়া ইউনিয়ন পরিষদে বসবাস করছেন। তিনি জন্মসূত্রে একজন বাংলাদেশী। তাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এখন পর্যন্ত আমাদের জানামতে তিনি কোনো অপরাধ এ জড়িত নয়। তিনি মুসলিম ধর্মীয় পরিবার থেকে এসেছেন। তিনি খুবই আন্তরিক, সৎ এবং ভালো।
আমি তার জীবনের প্রতিটি সাফল্য কামনা করি।
মোঃ তারা মিয়া
চেয়ারম্যান
৩নং গুগড়া ইউনিয়ন পরিষদ
পূর্বধলা, জেলা-নেত্রকোনা।
……………………………….
চেয়ারম্যান
৩নং গুগড়া ইউনিয়ন পরিষদ
Certification
3No. Gugra Union Porishad,
Upzila-Purbadhala, Dist-Netrokona.
This is to certify that Royel, S/O-Rahim, Mothers Name-Hasina Khatun, Vill-Brampur, PO- Megshimul, PS-Sadar, Dist-Netrokona. He has been Living in 3No. Gugra Union Porishad. He is a Bangladeshi person by birth. We have no objection about him. So far our knowledge he does not offense any crime achieving. He comes from Muslim religious family. He is very Sincerer, Hones and Good.
I wish every success in his life.
Md. Tara Miah
Chairman
3No. Gugra Union Porishad
Purbadhala, Dist-Netrokona.
শেষ কথাঃ
আশা করি চেয়ারম্যান সার্টিফিকেট নমুনা দেখতে পেলেন। যার মাধ্যমে কেউ যদি বিদেশ যাওয়ার জন্য দরকার হয় সেক্ষেত্রে ইংলিশে এই ফরমেট অনুযায়ী তৈরি করে চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিলেই হয়ে যাবে।
আরো পড়ুন ও ফরমেট গুলো দেখুনঃ-
- অভিযোগ পত্র লেখার নিয়ম ফরমেট, Official complaint letter
- সুপারিশ পত্র লেখার নিয়ম ফরমেট, Letter of Recommendation
- টিউশন ফি মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
- অন্যদের চাকরির জাবিনদার হওয়ার অঙ্গিকার পত্র ফরমেট
- চাকরি পাওয়ার জন্য আবেদন করার নিয়ম, Cover Letter for a job
- স্কুলের আইডি কার্ড পাওয়ার জন্য আবেদন ফরমেট