ইসলামিক নাম

নবী রাসূলগণের পবিত্র নাম সমূহ জেনে নিন

মানব জাতিকে হিদায়েতের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামীন যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন। এই পোষ্টে নবী রাসূলগণের পবিত্র নাম সমূহ জানতে পারবেন।

আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেনঃ “এবং আমি নিশ্চয়ই প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি” –সূরা নাহল-৩৬।

নবী ও রাসুলদের সঠিক সংখ্যা আল্লাহ পাকই জানেন। হাদীস শরীফে উল্লেখ আছে যে, আল্লাহ যে নবী ও রাসূল পাঠিয়েছেন তার সংখ্যা একলক্ষ চল্লিশ হাজার। তারমধ্যে তিন শত তেরজন রাসুল। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রাব্বুল আলামীন মাত্র ২৬ জন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন।

তাই আল্লাহ বলেনঃ কিছু রাসূলদের (সম্বন্ধে) তোমার কাছে বর্ণনা করলাম এবং কিছু রাসূলদের কথা বর্ণনা করলাম না।” (সূরা আল-নিসা-১৬৩)

রাসূলঃ যাদের উপর আল্লাহ শরীয়াত নাযিল করেছেন এবং তাঁর বিধান বাস্তনবায়নের হুকুম দিয়েছেন।

নবীঃ যাদের উপর নতুন শরীয়াত অবর্তীর্ণ হয়নি, বরং পূর্ববর্তী শরীয়া অনুযায়ী মানুষকে হিদায়েত করার জন্য অদিষ্ট হয়েছেন।

তাই বুঝা গেল যে, প্রত্যেক রাসূলই নবী ছিলেন, কিন্তু নবীগন রাসূল ছিলেন না, এক যামানায় অনেক নবী বর্তমান ছিলেন। যেমন- মূসা (আঃ) সমসাময়িক হযরত খিজির (আঃ) কেও অনেকে নবী মনে করেন। ইয়াকূব (আঃ) ও ইউসূফ (আঃ) পিতা পুত্র সম্পর্ক ও সমসাময়িক নবী ছিলেন। পিতা ইব্রাহীম (আঃ) নবী (অনেকে রাসূল ও বলেন) তাঁর পুত্র ও ভাগিনা যথাক্রমে হযরত ইসমাইল (আঃ) ও হযরত লূত (আঃ) নবী ছিলেন একই সময়ে কিন্তু ভিন্নভিন্ন স্থানে।

রাসূলুল্লাহ (সাঃ) মুসলমানদেরকে তাদের সন্তানদের নাম নবীগণের নামে নামকরণের আদেশ দিয়েছেন এবং নিজেও তাঁর একপুত্র সন্তানের নাম হযরত ইব্রাহীম (আঃ) এর নামে নামকরণ করেছিলেন। যে নবীদের কথা কুরআন শরীফে উল্লেখ আছে তা তার অর্থ তাৎপর্যপূর্ণ। তাই এসব নামে নামকরণ অত্যন্ত বরকতময়। মুসলিম ভাইও বোনেরা যাতে তাদের আদরের সন্তানদের নাম নবীগণের নামে নামকরণ পারে। সেই সুবিধার্থে কুরআন ও হাদীসের বর্ণিত নবী রাসূলদের পবিত্র নামসমূহ নিম্নে উল্লেখ করা হলো।

নবী রাসূলগণের পবিত্র নাম সমূহের তালিকা

ক্রমিকনামবৈশিষ্ট্য/লকব
১।আদম (আঃ)আদিপুরুষ। লকবঃ আবুল বাশার (মানবজাতির পিতা) সাফী উল্লাহ (আল্লাহর পছন্দনীয়)
২।নূহ (আঃ)প্রথম রাসুল ও নবী, লকবঃ নবীউল্লাহ/আল্লাহর নবী।
৩।ইদ্রীস (আঃ)জ্যোতি বিজ্ঞানের উদ্বাবক ও শিক্ষাবিদ।
৪।লূত (আঃ)ইব্রাহীম (আঃ) এর ভ্রাতুষ্পুত্র।
৫।হুদ (আঃ)পবিত্র কোরআনে তাঁর নাম ৭ বার এসেছে।
৬।সালেহ (আঃ)নাকাতুল্লাহ/আল্লাহর উট তাঁর মুজেযা।
৭।ইব্রাহীম (আঃ)লকবঃ খালীলুল্লাহ/আল্লাহর বন্ধু
৮।ইসমাইল (আঃ)লকবঃ জবীহুল্লাহ/উৎসর্গীকৃত।
৯।ইসহাক (আঃ)ইব্রাহীম (আঃ) এর পুত্র, তার নাম পবিত্র কুরআনে ১৭ বার এসেছে।
১০।ইয়াকুব (আঃ)পবিত্র কুরআনে ১২ জায়গায় তাঁর নাম উল্লেখ করা হয়েছে।
১১।ইউসুফ (আঃ)তার জীবনের গটনাকে “আহসানুল কাসাস” নামে অভিহিত করা হয়েছে।
১২।আইয়ুব (আঃ)দীর্ঘ আঠার বছর অসুস্থাবস্থায় থেকে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হন।
১৩।যূল কুফল (আঃ)পবিত্র কুরআনের দুই সূরায় তার নাম এসেছে।
১৪।শোয়াইব (আঃ)সুপ্রসিদ্ধ বক্তা ও মূসা (আঃ) এর শ্বশুর।
১৫।খিজির (আঃ)যার নবুয়ত সম্পর্কে মত ভেদ আছে। অনেকেই তাকে নবীও বলেন।
১৬।মূসা (আঃ)লকবঃ কালীম উল্লাহ/আল্লাহর সাথে কথোপকথন কারী।
১৭।হারুন (আঃ)মূসা (আঃ) এর ভাই ও সুবক্তা।
১৮।দাউদ (আঃ)সুকণ্ঠের অধিকারী ছিলেন।
১৯।সুলায়মান (আঃ)জ্বীন ও মানুষের বাদশা ছিলেন।
২০।ইলিয়াস (আঃ)তিনি এখনো পৃথিবীর বুকে জীবিত আছে।
২১।ইউনূস (আঃ)লকবঃ যুননুন/মাছওয়ালা।
২২।আল ইয়াসা (আঃ)বনী ইসরাইলের একজন নবী।
২৩।যাকারিয়া (আঃ)হযরত ইয়াহইয়া (আঃ) এর পিতা।
২৪।ইয়াহইয়া (আঃ)পবিত্র কুরআনের চারটি সূরায় তাঁর নাম।
২৫।ঈসা (আঃ)আলোচিত।
২৬।হযরত মুহাম্মদ (সাঃ)লকবঃ রুহুল্লাহ/আল্লাহ প্রদত্ত আত্ত্বা। হযরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ রাসূল ও নবী, নক্ববঃ রসূলুল্লাহ। আল্লাহর রসূল। সর্বশেষ নবী।
২৭।উযায়ের  (আঃ)ইহুদীরা তাঁকে আল্লাহর পুত্র বলত।
২৮।যুল-কারনায়েন (আঃ)কথিত আছে তাঁর মাথার দুই দিকে দুটি শিং আছে। বলা হয়ে থাকে ইনি আলেক জান্ডার দিগ্রেট, কিন্তু তা ঐতিহাসিক অনুমান; সঠিক নয়।
২৯।শীস (আঃ)লকবঃ হিবাতুল্লাহ/আল্লাহরদান।
৩০।ইউশা  (আঃ)মূসা (আঃ) এর বিশিষ্ট সহচর।
৩১।শাময়ুন (আঃ)দাউদ (আঃ) এর পূর্বে তিনি আবির্ভুত হন।
৩২।জারজীস (জজীস) (আঃ)মুজাহিদ ও বনী ইসরাঈলের নবী।
৩৩।খানূক (আঃ)বনী ইসরাঈলের নবী ছিলেন।
৩৪।দানিয়াল (আঃ)মূসা (আঃ) মৃত্যুর পর তিনি আসেন।
৩৫।হিযকীল  (আঃ)পবিত্র কুরআনের একটি সূরা তাঁর নামে নামকরণ করেছেন আল্লাহ।
কোরআনে বর্ণিত নবীদের নাম, রাসূলদের নামের তালিকা অর্থসহ

কোরআন ও হাদীস শরীফের মাঝে নাম আসা ও না আসা সব রাসূল ও নবীদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহ আমাদেরকে, নবীদের নির্দেশিত পথে চলার তওফীক দান করুন। আমীন।

শেষ কথাঃ নবী রাসূলগণের পবিত্র নাম সমূহের

আশা করি উপরোল্লিখিত কোরআনে বর্ণিত নবীদের নাম ও রাসূলদের নামের তালিকা অর্থসহ জানতে পারলেন। এখানে ২৫ জন নবীর নাম ছাড়াও আরো কিছু দেওয়া হয়েছে। যা ইসলামিক নামের নামের বই বা অনলাইনের মাধ্যমে যাচাই করে পোষ্ট করা। নামের সিরিয়াল আকারে দেওয়া হলো আপনাদের সুবিধার জন্য। নবীদের নামের সিরিয়াল করে দিয়ে তার মধ্যে নামের বৈশিষ্ট্য/লকব উল্লেখ করে দেওয়া হলো।

আরো জানুন-


Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker