ওয়েবসাইট নলেজটেক নলেজ

বাংলা টেক ব্লগ ওয়েবসাইট তালিকা (Bangla Tech Blog Website List)

এই পোষ্টে বাংলা টেক ব্লগ ওয়েবসাইট তালিকা গুলো দেখে নিন (Bangla Tech Blog Website List)। বাংলায় টেক বিষয়ক সাইট সম্পর্কে ধারণা নিতে পারবেন।

বাংলা ভাষায় বাংলাদেশী টেক বিষয়ক কিছু ওয়েবসাইটের সাথে পরিচিতি করব এই পোষ্টে। আমরা যারা টেকনোলজি পছন্দ করি যারা টেক রিলেটেড লিখা পেতে চাই বা টেক বিষয়ে জানতে চাই তাদের জন্য আজকের এই পোষ্টটি। বাংলা ভাষায় কিছু টেক ওয়েবসাইটের কথা বলব বা লিংক দেব যেগুলো ওয়েবসাইটে গেলে আপনারা টেকনোলজি বিষয়ক পোষ্ট পাবেন।

বাংলা টেক ব্লগ ওয়েবসাইট তালিকা

নিচে বাংলা টেক সাইট গুলোর বর্ণনা ও তালিকা দেওয়া হলোঃ-

টেকটিউনস

(techtunes.com.bd) টেকটিউনস হল প্রথম এবং বৃহত্তম বাংলা প্রযুক্তির সামাজিক নেটওয়ার্ক। এটি 2007 সালে আরিফ নেজামী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। টেকটিউনসের 1.5 মিলিয়নেরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং সফ্টওয়্যার, হার্ডওয়্যার, মোবাইল, ইন্টারনেট, গেমিং, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে 50,000 টিরও বেশি ব্লগ পোস্ট রয়েছে।

টিউনারপেজ

(tunerpage.com) টিউনারপেজ হল আরেকটি জনপ্রিয় বাংলা টেক ব্লগ ওয়েবসাইট যা 2009 সালে মোহাম্মদ জুবায়ের চালু করেছিলেন। TunerPage-এর 800,000 এরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 40,000 টিরও বেশি ব্লগ পোস্ট রয়েছে যেমন কম্পিউটার টিপস এবং ট্রিকস, অনলাইন উপার্জন, ফ্রিল্যান্সিং, ব্লগিং, SEO ইত্যাদি বিষয়ে।

প্রথম আলো প্রযুক্তি

(prothomalo.com/technology) প্রথম আলো প্রযুক্তি হল বাংলাদেশের শীর্ষস্থানীয় বাংলা সংবাদপত্রগুলির মধ্যে একটি প্রথম আলোর প্রযুক্তি বিভাগ। প্রথম আলো প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান, উদ্ভাবন, গ্যাজেট ইত্যাদির সর্বশেষ খবর এবং আপডেট কভার করে।

টেক শহর

(techshohor.com) TechShohor হল একটি বাংলা টেক ব্লগ ওয়েবসাইট যা স্মার্টফোনের রিভিউ, খবর এবং টিপসের উপর ফোকাস করে। টেকশোহর 2016 সালে শাহরিয়ার রহমান প্রতিষ্ঠা করেন। টেকশোহরের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে যার 300,000 এর বেশি গ্রাহক রয়েছে। আমার নিজেরও অনেকটা পছন্দের একটি সাইট, যেকোন বিষয় খুবই ক্লিয়ার ভাবে বুঝানোর চেষ্টা করে লেখা মাধ্যমে। ওয়েবসাইটটি সিম্পলের মধ্যে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে।

অ্যান্ড্রয়েড কোথন

(androidkothon.com) অ্যান্ড্রয়েড কথন একটি বাংলা প্রযুক্তি ব্লগ ওয়েবসাইট যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিবেদিত। Android Kothon Android ডিভাইসের জন্য খবর, পর্যালোচনা, টিউটোরিয়াল, অ্যাপ, গেম এবং টিপস প্রদান করে। অ্যান্ড্রয়েড কথন 2013 সালে আসিফ আহমেদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

পিসি হেল্পলাইন বিডি

(pchelplinebd.com) পিসি হেল্পলাইন বিডি হল একটি বাংলা টেক ব্লগ ওয়েবসাইট যা কম্পিউটার সমস্যা এবং সমস্যার সমাধান দেয়। পিসি হেল্পলাইন বিডি সফ্টওয়্যার ইনস্টলেশন, কনফিগারেশন, সমস্যা সমাধান ইত্যাদির টিউটোরিয়ালও সরবরাহ করে। পিসি হেল্পলাইন বিডি 2010 সালে মোঃ আবদুর রহিম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

শিক্ষক

(shikkhok.com) শিকখোক হল একটি বাংলা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যা ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে বিনামূল্যে কোর্স অফার করে। শিকখোক 2012 সালে ডাঃ রাগিব হাসান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর 200 টিরও বেশি প্রশিক্ষক এবং 100 টিরও বেশি কোর্স রয়েছে।

টেক জগত

(techjagat.net) TechJagat হল একটি বাংলা টেক ব্লগ ওয়েবসাইট যা ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, অনলাইন সিকিউরিটি, ব্লগিং, এসইও ইত্যাদি বিষয়গুলিকে কভার করে৷ টেকজগত 2014 সালে মোঃ মাহবুব আলম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল৷

টেক বি

(techbee.com.bd) TechBee হল একটি বাংলা টেক ব্লগ ওয়েবসাইট যা গ্যাজেট, ল্যাপটপ, ক্যামেরা, আনুষাঙ্গিক ইত্যাদির রিভিউ, খবর এবং টিপস প্রদান করে। TechBee 2018 সালে মোঃ শফিকুল ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

টেকপ্রিয়

(techpriyo.com) TechPriyo হল একটি বাংলা প্রযুক্তি ব্লগ ওয়েবসাইট যা প্রযুক্তি এবং জীবনধারার উপর ফোকাস করে। TechPriyo গ্যাজেট, অ্যাপস, গেমস, বিনোদন, স্বাস্থ্য, সৌন্দর্য ইত্যাদির মতো বিষয়গুলিকে কভার করে৷ TechPriyo 2019 সালে মোঃ রাশেদুল ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল৷

সাম হয়ার ইন ব্লগ

somewhereinblog এই ওয়েবসাইটেও আপনি টেক বিষয়ক পোষ্ট পাবেন সাথে সাথে অন্যান্য বিষয়ক লেখাও পাবেন। এটিও বাংলা ভাষায় ব্লগ সাইট হিসেবে ভাল একটা জায়গা করে নিয়েছে।

বাংলা টেক ২৪

banglatech24 এই ওয়েবসাইটটিতেও টেক বিষয়ক পোষ্ট পাবেন যারা টেক বিষয় জানতে চান এই সাইটটির মাধ্যমে জানতে পারবেন।

হৈচৈ বাংলা

hoicoibangla এই ওয়েবসাইটটি খুব সুন্দর ভাবে সাজানো গোছানো ভাবে তৈরি করেছে। এখানেও আপনি টেকনোলজি বিষয়ক পোষ্ট পাবেন তবে আপনি যদি চান লেখাটি পড়ার পর লেখাটি কপি করে কম্পিউটারে লেখাটি রেখে দিবেন সেটা এই ওয়েবসাইটে পারবেন না কারন তারা তাদের ওয়েবসাইটের লেখা যেন কেউ কপি করতে না পারে সেই অপশন বন্ধ করে রেখেছে।

টিউনার পেইজ

tunerpage এই ওয়েবসাইটতে গেলেও আপনি টেক বিষয়ক পোষ্ট ক্যাটাগরি পাবেন। তবে এটার মধ্যে আরেকটি ক্যাটাগরিও রয়েছে তা হলো অনলাইন কোর্স অপশন আপনি চাইলে কিছু পেমেন্টের বিনিময়ে টেক রিলেটেড অনলাইন কোর্সও করতে পারেন।

টেক জুম

techzoom এই ওয়েবসাইটতেও টেকনোলজি নিয়ে পোষ্ট করে থাকে চাইলে এই সাইটের মাধ্যমে টেক বিষয়ক পোষ্ট দেখতে পারেন।

টেক জানো

techjano এই ওয়েবসাইটটিতে টেক বিষয়ক পোষ্ট পাবেন তবে টেক বিষয়ক এর পাশাপাশি অন্যান্য দৈনন্দিন খবরাখবরের পোষ্ট দেখাতে পাওয়া গেল।

টেক-টপ-২৪

techtop24 এই ওয়েবসাইটটিতে টেক বিষয়ক পোষ্ট পাবেন। এই ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং, রিভিউ, প্রযুক্তি, গ্যাজেট, আকর্ষণীয় তথ্য, বিনোদন, শিক্ষা, পাঁচমিশালী সহ অনেক ধরনের ক্যাটাগরির আর্টিকেল পেয়ে যাবেন। আপনি চাইলে এই সাইটে আর্টিকেল লেখার মাধ্যমে ইনকামও করতে পারবেন। আমার কাছে খুবই পছন্দের একটি ওয়েবসাইট।

কুইক বাংলা -(বাংলা টেক ব্লগ ওয়েবসাইট)

quickbangla ওয়েবসাইটটিও টেক বাংলায় ব্লগ বিষয়ক সাইট। এখানে টেক বিষয়কেই প্রধানমত প্রাধান্য দেওয়া হয়েছে। সাথে সাথে টুকি টাকি অন্যান্য বিষয়াবলীও প্রয়োজনবেধে পোষ্ট করা হয়। আশা করি এই ওয়েবসাইটটি আপনাদের কাছে প্রাধান্য পাবে। তবে এই ওয়েবসাইটটিতে ভবিষ্যতে আরো বৃহত্তর বাংলা ব্লগ সাইট করার আশা রাখে। এই সাইটে যারা নিয়মিত লিখবে তাদেরকে আর্ন করার ব্যবস্থা রাখা হবে পাশাপাশি ভিজিটররা যেন যেকোন প্রশ্ন করতে পারে এবং উত্তরও যেন পায় সেই ক্যাটাগরিও রাখা হবে। মোটামোটি এই সাইটটি নিয়ে ভবিষ্যত পরিকল্পনা রয়েছে।

বিঃদ্রঃ আমার জানামতে টেক ব্লগ ওয়েবসাইট গুলো উল্লেখ করার চেষ্টা করেছি যদি এর বাহিরেও কারো জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন পরিবর্তিতে পোষ্টে আপডেট করে দেওয়া হবে।

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

6 Comments

  1. ধন্যবাদ এমন তথ্যবহুল আর্টিকেল শেয়ার করার জন্য। অনেক উপকৃত হলাম।

  2. শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।

  3. বাংলা টেক সাইট লিস্ট দেখে আরও অনেক সাইট এর সাথে পরিচিত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ এই পোস্ট করার জন্য ।

  4. শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।

  5. বাংলা টেক সাইট লিস্ট দেখে আরও অনেক সাইট এর সাথে পরিচিত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ এই পোস্ট করার জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker