মাযহাব না মানলে ঈমান থাকবে না এই জামানায়
এই পোষ্টের মাধ্যমে মাযহাব না মানলে ঈমান থাকবে না এই জামানায় জানতে পারবেন। আশা করি মাজহাব নিয়ে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
মাযহাব না মানলে ঈমান থাকবে না
মাযহাব না মানলে এই জামানায় ঈমানই থাকবে না এই কথাটি মাযহাবের প্রয়োজনতা থেকে স্পস্টই বুঝা যায়। কারণ- মাযহাব কেন তৈরি হয়েছে সেটা জানলে তখন বুঝা যাবে কেন মাযহাব না মানলে ঈমান থাকবে না।
যদি কেউ মাযহাব না মানে তাহলে সে বিভিন্ন ভাবে ফেতনা সৃষ্টি করবে আর ফেতনা সৃষ্টিকারীকে ইসলামে নালত করা হয়েছে।
এখনকার বিশ্বে ইসলামিক সবচেয়ে বড় বা জনপ্রিয় বিশ্ববিদ্যালয় হলো আযহার বিশ্ব বিদ্যালয় আর তাদের এখানে ভর্তি হতে হলে যেকোন ছাত্রকে প্রথমে বলতে হয় সে কোন মাযহাব অনুসরণ করে বা করতে চায়। কারণ তাদের এখানে ভর্তি হতে হলে যেকোন একটি মাজহাব মানতে হয়। কারণ তারা বিশ্বাস করে কেউ যদি চারটি মাযহাব থেকে যেকোন একটি মাযহাব অনুসরণ না করে তাহলে সে ইসলামের নামে ফেতনা সৃষ্টি করতে পারে।
এখান থেকে বুঝা যায়- এত বড় একটি ইসলামিক বিশ্ব বিদ্যালয় যেহেতু বিশ্ব করে মাযহাব মানা জরুরী এবং না মানলে ফেতনা সৃষ্টি করবে তাহলে আমাদেরকে অবশ্যই এ বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত।
মাযহাব সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়ুন-
মাযহাব মানা কি ফরজ কোরআন হাদিস থেকে বিস্তারিত আলোচনা
উপরের লিংক থেকে জানতে পারবেন নিম্নে উল্লেখ করা হলোঃ-
* মাযহাব কি ও কেন?
* কারা মাযহাব তৈরি করেছেন?
* মাযহাব কেন হয়েছে?
* মাযহাব মানার প্রয়োজনীয়তা?
* রাসূল সাঃ এর মাযহাব কি?
* সাহাবীদের মাযহাব কি?
* তাবেয়ীদের মাযহাব কি?
* মুহাদ্দিসগন কি মাযহাব মেনেছেন?
* কেন একটি মাযহাবই মানতে হবে?
* মাযহাব একাধিক হওয়ার কারণ কি?
* কুরআন ও হাদীস দেখে আমল করলে অসুবিধা কোথায়?
* চারটি বিখ্যাত মাযহাব কি করে প্রতিষ্ঠিত হলো?
(হানাফী মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলী মাযহাব)
* মাযহাবের চার ইমামের মাঝে সম্পর্ক কেমন ছিল?
* একসাথে চারটি মাযহাব মানা যাবে কি?
* মাযহাব নিয়ে আমাদের সমাজে এখন বাড়াবাড়ি চলছে কেন?
আরো পড়ুন-
- মহিলারা কবর জিয়ারত করতে পারবে
- পীরের কাছে সাহায্য চাওয়া জায়েজ কেন
- মাজারে মানত করা জায়েজ ও মান্নত করার বিধান
- শবে কদরের রাতের ফজিলত
- প্রিয় নবীজি সাঃ এর চল্লিশ হাদিস