যাহার পীর নাই তাহার পীর শয়তান অর্থ কি
এই পোষ্টের মাধ্যমে যাহার পীর নাই তাহার পীর শয়তান অর্থ কি জানতে পারবেন। আশা করি যাদের মনে এই প্রশ্ন আছে তারা উত্তর পেয়ে যাবেন। (He who does not have a peer, his peer is Satan)
পীর কাকে বলে?
যার পীর নাই তার পীর শয়তান অর্থ কি জানার আগে জানতে হবে পীর কাকে বলে। পীর শব্দটি ফার্সি শব্দ, যার বাংলা অর্থ অভিভাবক, শিক্ষক, গুরুজন, পথ প্রদর্শক।
পীর কথাটি কি কোরআনে আছে?
পীর সম্পর্কে পবিত্র কুরআন থেকে জানার চেষ্টা করব।
* আল্লাহতায়ালা সূরা মায়েদায় বলেছেন- হে ঈমানদার সকল তোমরা আল্লাহকে ভয় কর এবং তাকে পাওয়ার জন্য উছিলা অন্বেষণ কর। (সূরা নেছাঃ৩৫)।
(((সেই উছিলাই হল মোর্শেদ বা ওলী বা কামেলে মোকাম্মেল পীর।))
* “হে মুমিনগণ! তোমরা অনুসরণ কর, আল্লাহ্ পাক এর, তাঁর রাসুল পাক (দঃ) এর এবং তোমাদের মধ্যে যারা ধর্মীয় নেতা”। -সুরাঃ নিসা, আয়াতঃ ৫৯।
((এখানেও আল্লাহপাক ধর্মীয় নেতাদের অনুসরণ করতে বলেছেন।))
* “স্মরণ কর! সেই দিনকে যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাঁদের (ইমাম) নেতা সহ আহ্বান করব”। -বনি ইসরাইল, আয়াতঃ ৭১।
(( এখানে আল্লাহ বলেন- ধর্মীয় নেতাসহ শেষ বিচারে আহবান করবেন।))
* “মুমিন পুরুষ ও মুমিনা মেয়েলোকের ভিতর হতে কতেক কতেকের বন্ধু” । -সুরাঃ তাওবাহ, আয়াতঃ ৭১।
((এখানে মুমিন মুমিনেরা ও মুমিনা মুমিনারাদের ভিতরে একজন একজনের বন্ধু হতে পারে। মানে একজনের শিক্ষায় আরেকজন শিক্ষিতও হতে পারে।))
* “তোমাদের মধ্যে এমন একদল লোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে”। -সুরাঃ আল-ইমরান, আয়াতঃ ৭১।
((এখানে আল্লাহপাক বলেন একদল লোক থাকবে যারা আল্লাহর পথে ডাকবে।))
* “অনুসরন কর তাঁদের যারা তোমাদের নিকট কোন প্রতিদান চাহে না, এবং যারা সৎ পথ প্রাপ্ত”। -সুরাঃ ইয়াসিন, আয়াতঃ ২১।
(এখানেও আল্লাহ পাক বলতেছেন- সৎ পথ প্রাপ্তদের অনুসরণ করার জন্য।))
* “যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখি হয়েছে তাঁর পথ অনুস্মরণ কর”! -সুরাঃ লোকমান, আয়াতঃ ১৫।
(এখানেও আল্লাহ পাক – সৎপথ প্রাপ্তদের অনুসরণ করতে বলতেছেন।))
* “জিকির সম্বন্ধে তোমাদের জানা না থাকলে জিনি জানেন তাঁর নিকট হতে জেনে নাও” । -সুরাঃ আম্বিয়া, আয়াতঃ৭।
((এখানেও আল্লাহ পাক বলেন-যারা জিকির সম্পর্কে জানে না, তারা যেন যারা জানে তাদের থেকে জেনে নেয়।))
* “হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং (ছাদেকিন) সত্যবাদী গণের সঙ্গী হয়ে যাও” । -সুরাঃ তাওবাহ, আয়াতঃ ১১৯।
((এখানেও আল্লাহ পাক সত্যবাদিদের সাথী হতে বলতেছেন।))
কুরআনে আল্লাহ বলেন-
* “জেনে রেখো নিশ্চয় যাঁরা আল্লাহর ওলী তাঁদের কোন ভয় নাই। আল্লাহই তাঁদের জন্য যথেষ্ট।” সূরা ইউনূস ৬২ নাম্বার আয়াত।
ওলী শব্দের শাব্দিক অর্থ বন্ধু বা প্রতিনিধি। ওলী আল্লাহ গনই পীর আউলিয়া। আউলিয়া শব্দটি ওলী শব্দের বহুবচন। পীর আউলিয়া শব্দের শাব্দিক অর্থ হল আল্লাহর বন্ধুগণ বা আল্লাহর প্রতিনিধিগণ।
আল্লাহর প্রিয় বান্দাদের অনেকেই পবিত্রতা ও পরহেজগারীতা অবলম্বন করে সাধনার মাধ্যমে তাঁর প্রিয় হন, তাঁদেরকে আওলিয়ায়ে কেরাম বলা হয় এবং আমরা সাধারণ মানুষ ফার্সি শব্দে পীর ডেকে থাকি। মূলত কোন আল্লাহর ওলীকে পীর ডাকতেই হবে এটা কোন কথা নয়। বরং আমাদের বুঝতে হবে আমাদের নাম রাখা হয় আমাদেরকে সহজে পরিচয় করার জন্য, ঠিক তেমনি আমরা যাদেরকে নির্দিষ্টভাবে ইসলামের পথে অনুসরণ করি তাকে নিজেদের পীর বলে অভিহিত করে থাকি। পীর বলাটা বুজানোর জন্য হয়ে থাকে। প্রকৃতপক্ষে আল্লাহর প্রতিনিধিগণদের বা আল্লাহর বন্ধগণদের অথবা আল্লাহর পথে যারা উদিয়মান তাদেরকে অনুসরণ করে থাকি। যেটাকে সহজ ভাষায় অমুক পীর তমুক পীরের মুরিদ বা একনিষ্ট অনুসরণ করি অথবা তিঁনির কথা শুনে চলার চেষ্টা করি।
উপরে দেখানো সূরা সমূহতে যে নির্দেশ দেওয়া হয়েছে, তা সবগুলোই পীর মানাকে বুঝানো হয়েছে। পীর মানেই শিক্ষক, অভিভাবক, ধর্মীয় বন্ধু, সৎপথ প্রাপ্ত, ছাদেকীন, ধর্মীয় নেতা, আল্লাহর দল।
(কিন্তু পীর কামেল হতে হবে, সমাজে কামেল পীর এর মত ভন্ড পীরও আছে, সেটা বেছে নিতে হবে, কিন্তু ভন্ড দেখিয়ে কামেল পীর না মানা চরম অজ্ঞতার বহিপ্রকাশ।)
যাহার পীর নাই তাহার পীর শয়তান অর্থ কি?
যার পীর নাই তার পীর শয়তান অর্থ কি জানতে হলে উপরে বর্ণিত পীর মানে কি বুঝতে হবে। এই কথাটি ধারা বুঝানো হয়েছে যাহার আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক নাই তাহার পথ প্রদর্শক হলো শয়তান।
আল্লাহ বলেন, ‘হে বিশ্বাসীরা! তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসুলের ও তোমাদের মধ্যকার ‘উলুল আমর’ এর।’ (সুরা : নিসা, আয়াত : ৫৯)
উলুল আমর অর্থ পরিপূর্ণ বের করলে পথ প্রদর্শক, নেতা, নেতৃবৃন্দ, আমীর, আল্লাহর পথ দেখানো লোককেই বুঝানো হয়। আর এই অর্থ গুলোকেই ফার্সিতে পীর বলে অভিহিত করা হয়।
সুরা কাহাফে আল্লাহ বলেন- “যাহাকে আল্লাহ সৎপথে চালনা করেন, সে সৎপথ প্রাপ্ত হয়, আর যাহাকে আল্লাহ বিভ্রান্ত রাখেন তাহার জন্য পথ প্রদর্শক হিসেবে কোনো ওলী বা আল্লাহতায়ালার বন্ধু তুমি দেখিতে পাইবে না।” (সূরা কাহাফঃ ১৭)
এখানে আল্লাহ পাক বলেন- যারা সৎপথে পরিচালিত হবে তাদের জন্য পথ প্রদর্শক পাবে (মানে পীর পাবে), আর যারা বিভ্রান্ত হবে তারা কোন পথ প্রদর্শক পাবে না বরং তারা পথভ্রষ্ট হবে (মানে শয়তান পরিচালনা করবে)। [এই সূরা দিয়েই প্রমাণিত যার পীর নাই তার পীর শয়তান]
যাহার পীর নাই তাহার পীর শয়তান এই কথাটি কোন কিতাবে আছে?
যার পীর নাই তার পীর শয়তান এই কথাটি কোন কিতাবে আছে যদি জানতে চান তাহলে বলব, এই কথাটি কোরআনে হাদিসসহ ইসলামিক সবকিছুতেই আছে।
যার কোন পীর নেই তার পীর শয়তান এই কথাটি কোন কিতাবে আছে? জানতে ভিডিওটি দেখুন-
আরো জানুন-
- রাসূল সাঃ নূরের তৈরী কোরআন ও হাদিস দ্বারা প্রমানিত
- মৃত ব্যক্তির নামে মানুষকে খাওয়ানোর দলিল জেনে নিন
- গিবত করা কি ধরনের পাপ কাজ জেনে নিন
- নফস ও রুহ কি? নফস কি চায় আর রুহ কি চায় জানুন
- মাজার জিয়ারত করার দলিল দেখে নিন