নবী আমাদের মতই মানুষ ছিলেন এই বিশ্বাস কাফেরদের ছিল

এই পোষ্টে নবী আমাদের মতই মানুষ ছিলেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং রাসুল সাঃ আমাদের মত এই বিশ্বাস কাফেরদের ছিল জানতে পারবেন।
নবী আমাদের মতই মানুষ ছিলেন
“নবী আমাদের মতই মানুষ ছিলেন” এর সমর্থনে যে আয়াত গুলি উল্লেখ করা হয়েছে, তার সব গুলিই কাফেরদের উদ্দেশ্যে বলা হয়েছে। এই আয়াত গুলিকে আমরাও বিশ্বাস করি। দয়াল নবী সুরতে আমাদের মতই ছিলেন। কিন্তু দয়াল নবী আমাদের মতই ছিলেন, এই বিশ্বাস কাদের ছিল? কাফেরদের।
আল্লাহ পাক বলেন,
“তার সম্প্রদায়ের প্রধানরা, যারা কাফের ছিল, পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলতো এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়াছিলাম, তারা বললো, “এ তো আমাদের মতই একজন মানুষ বৈ নয়। তোমরা যা খাও, সেও তাই খায়, এবং তোমরা যা পান কর ,সেও তাই পান করে। “সুরা আল মুমীনুন #৩৩
আল্লাহ আরো বলছেন-
“তোমরা যদি তোমাদের মতই একজন মানুষের আনুগত্য কর, তবে তোমরা নিশ্চিত রূপেই ক্ষতিগ্রস্হ হবে। ” -সুরা আল মুমীনুন #৩৪
আল্লাহ বলেন-
যাহারা আল্লাহ ও তাঁহার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তাহার অবাধ্যতা হইতে সাবধান থাকে তাহারাই সফলকাম। -সূরা নূর-৫২
তাহলে এই সূরার মাধ্যমে বুঝা যায় নবী আমাদের মতই একজন মানুষ ছিলেন ভাবত তখন কাফেররা। এবং আল্লাহ বলেন অন্য সুরায় আমরা যদি আমাদের মত কোন মানুষের আনুগত্য করি তাহলে ক্ষতিগ্রস্থ হব। আল্লাহ অন্য সূরায় বলেন- তোমরা আনুগত্য কর আমার ও রাসুলের।
তাহলে আমাদের বুঝতে হবে এখনকার জামানায় যারা রাসুল সাঃ কে যারা আমাদের মতই মাটির মানুষ মনে করে তাদের ঈমান আকিদায় গন্ডগোল আছে।
নবীজি কি আমাদের মত মানুষ ছিলেন কোরআন থেকে তাফসির জানতে নিচের ভিডিওটি দেখুন-
আরো পড়ুন-