ডকুমেন্ট ফরমেট

স্কুলের আইডি কার্ড পাওয়ার জন্য আবেদন ফরমেট

স্কুলের আইডি কার্ড পাওয়ার জন্য আবেদন পত্র লেখার নিয়ম (Application for School ID Card)। আবেদনে কি কি লেখা থাকে জেনে নিন।

অনেক স্কুল রয়েছে যেগুলোতে স্টুডেন্টদের স্কুলের আইডি কার্ড দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় সেই আইডি কার্ডটি হারিয়ে যায় সে ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের নিকট নতুন করে আইডি কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হয়। এই নতুন করে আইডি কার্ড পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হয় তার একটি ইংরেজিতে আবেদন ফরমেট এই পোষ্টে দেখানো হয়েছে।

নিম্নে স্কুলের আইডি কার্ড পাওয়ার জন্য আবেদন ফরমেট তুলে ধরা হলোঃ

Date: 29.01.2019

To

Big Miss

Mastermind English Medium School,

Dhanmondi Campus

House-5, Raod-12 (New),

Dhanmondi, R/A, Dhaka.

Subject: Prayer for Issuing a new ID Card.

Madam,

I am Rifat Ara Islam, mother of Araf Rahman a student of your school in class Nursery blue mourning shift, student ID-MD00038666. I am very sorry to inform you that Araf lost his school identity card on 20/01/2019.

I, therefore, request you on behalf of Araf to issue him a new identity card so that he can attend his school activities regularly.

Sincerely

Rifat Ara Islam

On behalf of Araf Rahman

Class Nursery Blue Mourning Shift

Student ID-MD00038666

নিম্নে আইডি কার্ড পাওয়ার জন্য আবেদনের নমুনা বাংলায় অনুবাদ করে তুলে ধরা হলোঃ

তারিখ: 29.01.2019

বরাবর
বড় মিস
মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল,
ধানমন্ডি ক্যাম্পাস
বাড়ি-৫, রাওদ-১২ (নতুন),
ধানমন্ডি, আর/এ, ঢাকা।

বিষয়: একটি নতুন আইডি কার্ড প্রদানের জন্য প্রার্থনা।

ম্যাডাম,
আমি রিফাত আরা ইসলাম, আরাফ রহমানের মা, আপনার স্কুলের ক্লাস নার্সারি ব্লু শোক শিফটের ছাত্র, ছাত্র আইডি-MD00038666। আমি আপনাকে জানাতে অত্যন্ত দুঃখিত যে, আরাফ 20/01/2019 তারিখে তার স্কুলের পরিচয়পত্র হারিয়েছে।

তাই আমি আরাফের পক্ষ থেকে আপনাকে একটি নতুন পরিচয়পত্র দেওয়ার জন্য অনুরোধ করছি যাতে সে তার স্কুলের কার্যক্রমে নিয়মিত উপস্থিত হতে পারে।

আন্তরিকভাবে

রিফাত আরা ইসলাম
আরাফ রহমানের পক্ষে
ক্লাস নার্সারি ব্লু শোক শিফট
স্টুডেন্ট আইডি-MD00038666

আরো পড়ুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker