ডকুমেন্ট ফরমেট

ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন, Application for a bank statement

ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন লেখার নিয়ম (application for bank statement format)। যেকোন ব্যাংকে স্টেটমেন্টের জন্যে আবেদনের ফরমেট।

যাদের ব্যাংকে একাউন্টে আছে তাদের অনেক সময় বিভিন্ন পারপাসে বা প্রয়োজনে ব্যাংক থেকে একাউন্ট এর লেনদেন এর স্টেটমেন্ট নেওয়ার দরকার হয়। যখন আমাদের এই ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার দরকার পরে তখন প্রথমে ব্যাংককে জানাতে হয়, আমাদের স্টেটমেন্ট দরকার। এই জানানোর প্রক্রিয়া হিসেবে একটি আবেদনপত্র লিখতে হয়। আর সেই স্টেটমেন্ট পাওয়ার আবেদন করার ফরমেটই আজকের এই আর্টিকেলে তুলে ধরা হলো।

নিম্নে ইংলিশে ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন ফরমেট তুলে ধরা হলোঃ

Date

To

The Manager

……………………………………………Bank Ltd

……………………………………………Branch

Subject: Request For a Bank statement.

Account No:

Title of the Account………………………………………….

Dear Sir,

I have been maintaining a savings/Current account with your Bank. Please arrange to

Issue a Bank statement from………………………………..to…………………………………

If any charges will be applicable, please deduct my above account.

Sincerely Yours,

………………………………………..

(Signature of A/C holder)

I have authorized Mr ……………………………………………………………….to collect Bank Statement whose

Signature is attested below.

                                                                                 Name & signature of the authorized person

                                                                                 Name:

                                                                                 …………………………………………………….

                                                                                          (Signature)

Signature……………………………………….

(Attested A/C Holder)

নিম্নে ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন বাংলা অনুবাদ করে দেওয়া হলোঃ

তারিখ

প্রতি

ব্যবস্থাপক

………………………………ব্যাংক লিমিটেড

……………………………… শাখা

বিষয়: একটি ব্যাংক স্টেটমেন্টের জন্য অনুরোধ।

হিসাব নাম্বার:

অ্যাকাউন্টের শিরোনাম………………………………………….

মহাশয়,

আমি আপনার ব্যাংকে একটি সঞ্চয়/কারেন্ট অ্যাকাউন্ট বজায় রেখেছি। অনুগ্রহ করে ব্যবস্থা করুন

……………………………………………………………… থেকে একটি ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার জন্য।

কোনো চার্জ প্রযোজ্য হলে, আমার উপরোক্ত অ্যাকাউন্ট কেটে নিন।

বিনীত আপনার,

……………………………………….

(A/C ধারকের স্বাক্ষর)

আমি জনাব ……………………………………………………………….যার ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করার জন্য অনুমোদন করেছি।

স্বাক্ষর নীচে সত্যায়িত করা হয়।

অনুমোদিত ব্যক্তির নাম ও স্বাক্ষর

নাম:

 …………………………………………………….

(স্বাক্ষর)

স্বাক্ষর………………………………………।

(প্রত্যয়িত A/C ধারক)

আরো পড়ুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker