ইসলাম নলেজইসলামিক প্রশ্ন উত্তর

রাসুল সাঃ হাজির নাজির কোরআন হাদিস থেকে দলিল

এই পোষ্টের মাধ্যমে রাসুল সাঃ হাজির নাজির কোরআন হাদিস থেকে দলিল জানতে পারবেন। আশা করি যাদের মনে এই প্রশ্ন আছে তারা উত্তর পেয়ে যাবেন।

রাসুল সাঃ হাজির নাজির কোরআন থেকে দলিল

পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে-

★ ‘হে গায়েবের সংবাদদাতা নবী! নিঃসন্দেহে আমি আপনাকে! প্রেরণ করেছি হাজির নাজির (উপস্থিত’ ‘পর্যবেণকারী) করে, সুসংবাদদাতা এবং সতর্ককারীরূপে এবং আল্লাহর প্রতি তাঁর নির্দেশে আহ্বানকারী আর আলোকোজ্জ্বলকারী সূর্যরূপে।’ [সূরা-আহযাব,আয়াত নং ৪৫]

★ তবে কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করবো এবং হে মাহবুব ! আপনাকে তাদের সকলের উপর সাক্ষ্য ও পর্যবেক্ষণকারীরুপে উপস্থিত করবো। -সূরা আন নিসা,আয়াত নং ৪১

★ হে হাবীব সাঃ নিশ্চয়ই আমি আপনাকে হাজির-নাজির বা প্রত্যক্ষকারী সাক্ষি,সুসংবাদদাতা এবং সর্তককারী নবী-রাসুল হিসাবে প্রেরণ করেছি। [সূরা-ফাত্হ,আয়াত নং ৮]

★ নিশ্চয়ই আমি তোমাদের কাছে একজন রাসুল প্রেরণ করিয়াছি, যিঁনি তোমাদের হৃদয়ে হাজির-নাজির উপস্থিত বা প্রত্যক্ষকারী সাক্ষিদাতা। [সূরা-মোজাম্মেল,আয়াত নং ১৫]

★ আল্লাহ তায়ালা আরও বলেন, যে রাসুল সাঃ এর আনুগত্য করল, সে তো আল্লাহরই আনুগত্য করল। [সুরা-নিসা,আয়াত নং ৮০]

★ বলুন,তোমরা যে সমস্ত কাজ কর তা প্রত্যক্ষ করেন আল্লাহ, তাঁর রাসুল ও মুমিনগণ। [সূরা আত-তাওবাহ্‌,আয়াত নং ১০৫]

★ আল্লাহ তায়ালা আরো বলেন, তোমরা আল্লাহ ও রাসুলের মধ্যে পৃথক কর না। [সুরা-নিসা,আয়াত নং ১৫০]

উপরোক্ত পবিত্র কোরআনুল কারীম থেকে জানা যায়- রাসুল সাঃ হাজির নাজির এবং আমাদের আমলের সাক্ষী হবেন। আমাদের সমস্ত কাজ প্রত্যক্ষ করেন।

রাসুল সাঃ হাজির নাজির হাদিস থেকে দলিল

★★ হযরত ছওবান (রা:) থেকে বর্ণনা করা হয়েছে:

আল্লাহ তাআলা আমার সম্মুখে গোটা পৃথিবীকে এমনভাবে সংকুচিত করেছেন, যে আমি পৃথিবীর পূর্বপ্রান্ত ও পশ্চিমপ্রান্ত সমূহ স্বচক্ষে অবলোকন করেছি। [মিশকাত শরীফের ‘ফযায়েলে সায়্যিদুল মুরসালীন’ শীর্ষক অধ্যায়, মুসলিম শরীফ]

★★ হাদিস শরীফে হযরত আবুযর গিফারী (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত হয়েছে-

আমার সামনে আমার উম্মতের ভালমন্দ সমূহ পেশ করা হয়েছে। আমি তাদের নেক আমল সমূহের মধ্যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সমূহ অপসারনের মত পূণ্য কাজও লক্ষ্য করেছি। [মিশকাত শরীফ : ‘মাসাজিদ’ অধ্যায়]

★★ হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন-

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি আমার মুখ কিবলার দিকেই দেখছ? আল্লাহর কসম! আমার কাছে না তোমাদের রুকু লুকায়িত, আর না তোমাদের একাগ্রতা ও নম্রতা। নিশ্চয়ই আমি তোমাদেরকে আমার পিছন হতেও দেখি।” [বুখারী শরীফ: ১ম খন্ড, ৫৯ পৃঃ]

★★ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক (রাঃ) এর বর্ননা করেন-

রাসূল সাঃ ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তায়ালা আমার জন্য দুনিয়ার পর্দা সমূহ তুলে দিয়েছেন। অতঃপর আমি দুনিয়া এবং তাতে কিয়ামত পর্যন্ত যা সংঘটিত হবে সব বিষয়কে এভাবে দেখছি, যেভাবে এই আমার হাতের তালুকে দেখছি।” [যুরকানী আলাল মাওয়াহিব]

★★ তিবরানী শরীফ’ থেকে একখানা হাদিস শরীফ রেওয়ায়েত করেছেন-

‘হযরত ইবনে আব্বাস (রা:) হতে বর্ণিত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তা’য়ালা আঁমার জন্য সারা বিশ্বজগতকে উঠিয়ে রাখছেন,(জাহির করেছেন) সুতরাং আমি সারা বিশ্বজগতকে দেখছি এবং কিয়ামত পর্যন্ত যা কিছু এ জগতে হবে দেখতে থাকব।যেমন হাতের তালুকে দেখছি।

[সহীহ বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা ইমাম কাস্তলানী (রা:) ‘মাওয়াহিবে লাদুনিয়া’ নামক কিতাবের ২য় জিলদের ১৯২ পৃষ্ঠায়]

উপরোক্ত হাদিসের আলোকে বুঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোটি কোটি মুমিন মুসলমানদের নেক আমল গুলো প্রত্যক্ষ করবেন। নবীজি সাঃ এর সামনে সারা বিশ্বজগতকে দেখানো হয় এবং কিয়ামত পর্যন্ত দেখাবেন। রাসুল সাঃ আমাদের প্রত্যক্ষ সাক্ষী হবেন। এই সকল কিছু থেকেই বুঝা যায় নবীজি হাজির নাজির না হয়ে আমাদের আমলের সাক্ষী হবেন কিভাবে।

নিম্নে কোরআন হাদীসের আলোকে নবীজির হাজির নাজির Mufti Alauddin Jihadi সাহেবের ওয়াজ শুনুন-

কোরআন হাদীসের আলোকে নবীজির হাজির নাজির

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker