নবীজির গুণবাচক নাম মোবারক, রাসূল সাঃ এর পবিত্র নাম সমূহ
এই পোষ্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুনবাচক নাম মোবারক সমূহ এবং ইংলিশ উচ্চারণসহ বাংলা নামের অর্থ জানুন।
দুনিয়ার জমিনে নবীজি শুভাগমনের পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব নাম রাখেন মুহাম্মদ (সাঃ), নবীজির দাদা আকাশেতে এই নাম দেখতে পান তাই নবীজির নাম মুহাম্মদ (সাঃ) রাখেন। নবী হযরত ঈসা (আঃ) এর উপর নাযিলকৃত ইঞ্জিল কিতাবে নবীজি (সাঃ) এর নাম মোবারক উল্লেখিত আছে আহমদ (সাঃ) হিসেবে। নবুওয়াতের পূর্বে আরববাসীরা নবীজিকে উপাধী দিয়েছিলেন আল-আমিন বলে।
হাদিস শরীফ থেকে বর্ণিত, নবীজি সাঃ বলেন, আমার পাঁচটি নাম রয়েছে, আমি ‘মুহম্মাদ’ ও ‘আহমাদ’ এবং আমি ‘মাহী’, আমার মাধ্যমে আল্লাহ কুফর মুছে দেন এবং আমি ‘হাশির’, যেহেতু মানুষ পরকালে আমার উপর নির্ভর করে সমবেত হবে এবং আমি ‘আকিব’। -[বুখারী শরীফ হাদিস নং-৩৫৩২]
name meaning in bengali website
নবীজির গুণবাচক নাম মোবারক সমূহ নিম্নে উল্লেখ করা হলোঃ
মুহাম্মদ (Mohammad)- অতি প্রশংসিত
আহমাদ (Ahmad)- অধিক প্রশংসাকারী
হামিদ (Hamid)- প্রশংসাকারী
ইমাম (Imam)- নেতা
ইয়াতিম (Eyatim)- পিতৃহীন
উম্মী (Ummi)- রাসূল (সাঃ) এর উপাধী
তাহের (Taher)- পবিত্র
আলিম (Alim)- জ্ঞানী
মাহমুদ (Mahmod)- প্রশংসিত
ওয়াজেদ (Wazed)- উপদেশদাতা
সাবিহ (Sabih)- সঙ্গী
মাদানী (Madani)- মদীনার অদিবাসী
হাসেমী (Hasemi)- হামেশী বংশীয়
কাসেম (Kasem)- বন্টনকারী
আকিব (Akib)- সর্বশেষ আগমনকারী
ফাতেহ (Fateh)- বিজয়ী
খাতিম (Khatem)- সমাপনকারী
হাশির (Hasher)- একত্রকারী
হাদি (Hadi)- সৎপথ প্রদর্শক
মাহদী (Mahdi)- সৎপথ প্রাপ্ত
রাসুল (Rasul)- প্রেরিত
নাবী (Nabee)- সংবাদদাতা
তাহা (Taha)- নবী (সাঃ) এর উপাধি
ইয়াসীন (Yasin)- নবী (সাঃ) এর উপাধি
মুযযামমিল (Muzzammil)- বস্ত্রাবৃত
মুদদাসসির (Muddassir)- চাদর পরিহিত
শাফীঈ (Shafiyee)- সুপারিশকারী
খলীল (Khalil)- বন্ধু
কালীম (Kaleem)- আলোচনাকারী
হাবীব (Habib)- প্রিয়
মুস্তফা (Mustafa)- নির্বাচিত
মাহি (Mahi)- নিবারণকারী
দায়ীঈ (Dayee)- আহবানকারী
সিরাজ (Siraj)- প্রদীপ
মুনীর (Monir)- আলোকজ্জল
বাসীর (Basir)- সুসংবাদদাতা
নাযীর (Nazir)-ভীতি প্রদর্শক
মুরতাদা (Murtada)- পছন্দনীয়
মুজতাবা (Mujtaba)- গৃহীত
মুখতার (Mukhtar)- মনোনীত
নাসের (Naser)- সাহায্যকারী
মানসুর (Mansur)- সাহায্যপ্রাপ্ত
কায়িম (Qayem)- প্রতিষ্ঠিত
হাফিজ (Hafiz)- রক্ষক
শাহীদ (Shaheed)- সাক্ষী
আদেল (Adel)- ন্যায়পরায়ণ
হাকীম (Hakeem)- প্রজ্ঞাময়
নূর (Noor)- জ্যোতি
হুজ্জাত (Hujjat)- প্রমাণ
বুরহান (Burhan)- অকাট্য প্রমাণ
আবতাহী (Abtahee)- নবী (সাঃ) এর উপাধি
নাতিক (Natiq)- বাকশক্তি সম্পন্ন
মুহাললিল (Muhallil)- হালালকারী
মুহাররিম (Muharrim)- হারামকারী
আমের (Amer)- নির্দেশদাতা
নাহি (Nahe)- নিষেধকারী
শাকুর (Shakor)- কৃতজ্ঞ
কারীব (Qareeb)- ঘনিষ্ঠ
মুনীব (Muneeb)- বিনীত
মুবাল্লিগ (Muballig)- ধর্ম প্রচারক
আওলা (Awla)- ঘনিষ্ঠতর
মুমেন (Mumen)- বিশ্বাসী
মুতি (Mutee)- অনুগত
মুযাককের (Muzakker)- উপদেষ্টা
ওয়ায়েয (Waoez)- উপদেশদাতা
আমীন (Ameen)- বিশ্বস্ত
সাদিক (Sadiq)- সত্যবাদী
মুসাদদিক (Musaddiqe)- সত্যায়নকারী
আশা করি নূর নবী (সাঃ) এর গুণবাচক পবিত্র নাম সমূহ ও বাংলা অর্থসহ জানতে পেরে উপকৃত হলেন। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
আরো জানুন-
- ব দিয়ে ছেলেদের ইসলামিক নাম ও নামের অর্থসহ জেনে নিন
- ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম ও নামের অর্থসহ জেনে নিন
- দ দিয়ে ছেলেদের ইসলামিক নাম ও নামের অর্থসহ জেনে নিন
- ত দিয়ে ছেলেদের ইসলামিক নাম ও নামের অর্থসহ জেনে নিন