রাসুল সাঃ গায়েব জানেন কোরআন ও হাদিস থেকে দলিল
এই পোষ্টের মাধ্যমে রাসুল সাঃ গায়েব জানেন কোরআন ও হাদিস থেকে দলিল জানতে পারবেন। আশা করি যাদের মনে এই প্রশ্ন আছে তারা উত্তর পেয়ে যাবেন।
গায়েব দুই প্রকার এক প্রকার গায়েব (গায়েবে আতায়ী) তার বন্ধুদের কাছে প্রকাশ করেন। আরেক প্রকার (গায়েবে জাতি) প্রকাশ করেন না। যেমন কেয়ামত কবে হবে তার কোন সুনিদ্রিষ্ট দিন তারিখ কেউ জানেন না কিন্তু কেয়ামতেরর আলামত তো নবী দেখেন নাই, তারপরও তিনি ১৪৫০ বছর পুর্বে বলে গেছেন।
সুরা জ্বিন ২৬ নং আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না তবে তার রাসুল ব্যতীত। এখানে তো দেখা গেল রাসুলগন গায়েব জানেন।
রাসুল (সাঃ) যে গায়েব জানেন তার দলিল কোরআন থেকে জানুন।
কোরআনে আল্লাহ বলেন-
একমাত্র তিনিই অদৃশ্যের জ্ঞানী, তিনি তাঁর অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না। তাঁর মনোনীত রসূল ব্যতীত। (সুরা জ্বীন-২৬-২৭)
উপরে দেখানো সূরা জীন-২৬ ও ২৭ নং আয়াতে আল্লাহ বলেন আল্লাহর মনোনীত রসুল ব্যতীত অদৃশ্যের জ্ঞান প্রকাশ করেন না বা গায়েব প্রকাশ করেন না, তাহলে কি আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কি মনোনীত রাসুল নয়? যদি মনোনীত রাসুল হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে রাসুল সাঃ গায়েব জানেন বা অদৃশ্যের জ্ঞান রাখেন।
আমরা সবাই জানি সকল অদৃশ্যের জ্ঞান রাখার মালিক আল্লাহ, কিন্তু আমাদের নবী সাঃ কে আল্লাহই অদৃশ্যের জ্ঞান দান করেছেন।
একজন বাবার ছেলে যেমন তার বাবার সকল সম্পত্তি মালিক হয়ে থাকে। এখানে ছেলে বাবার সকল সম্পত্তি পেলেই ছেলের বাবার বাবা হয় না, আর বাবাও ছেলের ছেলে হয়না। আবার ছেলে বাবার অংশের বাহিরে না, ছেলে বাবারই অংশ বিশেষ।
ঠিক তেমনি নবীজি আল্লাহ না, আর আল্লাহ থেকে জুদাও না। নবীজির শ্বান শওকত আল্লাহ থেকেই পাওয়া। নবীজি আল্লাহর নূরে নূর নবীজি। আল্লাহ সর্বশক্তিমান আর নবীজি সেই শক্তিতেই শক্তিমান।
নবীজি গায়েব জানেন আরো ভালভাবে জানতে নিচের ভিডিওটি দেখুন-
ওয়াজ করেছেন মুফতি আলাউদ্দিন জিহাদী
আরো জানুন-
- এত তরিকা বা এত পীরের মানে কী, পীর শব্দটি কি কোরআনে আছে
- যাহার পীর নাই তাহার পীর শয়তান অর্থ কি
- রাসূল সাঃ নূরের তৈরী কোরআন ও হাদিস দ্বারা প্রমানিত
- মৃত ব্যক্তির নামে মানুষকে খাওয়ানোর দলিল জেনে নিন
- গিবত করা কি ধরনের মারাত্মক পাপ কাজ জেনে নিন